mirabai chanu

গোল্ড কোস্ট: কমনওয়েল্‌থ গেমসে্র‌ প্রথম দিনেই মেডেল এল ভারতের। ভারোত্তোলনে রুপো জিতেছেন ভারোত্তোলক গুরুরাজা। সেই সঙ্গে ব্যাডমিন্টনেও শ্রীলঙ্কাকে উড়িয়ে এগিয়েছে ভারত। আসুন দেখে নিই কয়েকটি আপডেট –


— ভারোত্তোলনে পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জিতেছেন পি গুরুরাজা। ট্রাক চালকের ছেলে গুরুরাজা ভারতীয় বায়ুসেনার এক কর্মী।

রুপো জেতার পর গুরুরাজা বলেন, “ভারতের মেডেল তালিকা খুলতে পেরে দারুণ লাগছে। আমি আমার সেরা খেলা আজ খেলতে পারিনি। কিন্তু যা পেরেছি তাতে রুপো এসেছে, এতে আমি খুশি।

— টেবিল টেনিসে মেয়েদের বিভাগে শ্রীলঙ্কাকে ৩-০ তে উড়িয়ে দিয়েছে ভারত।

— ব্যাডমিন্টনেও দলগত ইভেন্টে ভারতের কাছে উড়ে গিয়েছে শ্রীলঙ্কা। পাঁচটা ম্যাচের মধ্যেই পাঁচটিতেই জিতেছে ভারত। এর মধ্যে সাইনা নেহওয়াল তাঁর প্রতিপক্ষকে হারিয়েছেন ২১-৮, ২১-৪-এ।

— অন্য দিকে হকিতে হতাশ করেছে ভারতের মেয়েরা। ওয়েলসে্র‌ কাছে ২-১ ব্যবধানে হেরে গিয়েছে তারা।

—সাঁতারের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সেমিফাইনালে বীরদয়াল খাড়ে।

— ভারোত্তোলনে রেকর্ড করলেন মিরাবাই চানু। ৮৬ কেজি ওজন তুলেছেন তিনি।

— সোনা জিতলেন মিরাবাই চানু।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here