gold

ওয়েবডেস্ক: দশম দিনে বজায় রয়েছে ভারতের স্বর্ণযাত্রা।  শনিবার ভারতের স্বর্ণযাত্রা শুরু করেন মেরি কম। কমনওয়েলথ গেমসে এটিই তাঁর প্রথম সোনা। অন্য দিকে শুটিং-এ আরও একটা সোনা জিতেছে ভারত। ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে সোনা জিতেছেন সঞ্জীব রাজপুত। এর কিছুক্ষণ পরেই বক্সিং-এ পুরুষদের ৫২ কেজি বিভাগে সোনা জেতেন গৌরব সোলাঙ্কি। সোনা জিতেছেন নীরজ চোপরাও। জ্যাভলিনে ভারতের প্রথম সোনাটি এনেছেন তিনি।

কুস্তিতে জোড়া সোনা ভারতের। পুরুষদের ৫০ এবং ১২৫ কেজি বিভাগে সোনা জিতলেন ভিনেশ ফোগাত এবং সুমিত।

বক্সিংয়ে পুরুষদের ৭৫ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের বিকাশ যাদব। অন্যদিকে ইতিহাস তৈরি করলেন ভারতের মহিলা টেবিল টেনিস খেলোয়াড়, মনিকা বাতরা। মহিলাদের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জিতলেন সোনা। এর আগে দলগত বিভাগে জিতেছিলেন সোনা। প্রথম ভারতীয় হিসাবে এই রেকর্ড।

মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’হারাকে হারান মেরি। ফাইনালে কার্যত একতরফা ভাবেই জিতেছেন তিনি। তাঁর পক্ষে স্কোর ছিল ৫-০। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং একাধিক বারের এশিয়া চ্যাম্পিয়ন মেরি কম ২০১২-এর লন্ডন অলিম্পিকেও ব্রোঞ্জ জিতেছিলেন।

দিনের শেষেও পদক জয় অব্যাহত ভারতের। পুরুষদের টেবিলে টেনিসে ব্রোঞ্জ ভারতের, সানিল শেটটি এবং হারমিত দেসাইয়ের। বক্সিংয়ে পুরুষদের ৯১ কেজি বিভাগে রুপো পেলেন সতিশ কুমার। অন্যদিকে পুরুষদের টেবিল টেনিস ফাইনালে হার শরত কমল এবং সাথিয়ান গানেসিকারান জুটির। ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের।

এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে ভারতের ৫৯টি মেডেল হয়েছে, যার মধ্যে রয়েছে ২৫ সোনা, ১৬ রুপো এবং ১৮টি ব্রোঞ্জ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here