sindhu

ওয়েবডেস্ক: ব্যাডমিন্টনে নতুন নিয়মের সঙ্গে ইতিমধ্যেই পরিচিত হয়েছেন খেলোয়াড়রা। সম্প্রতি অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নতুন নিয়মটি প্রথম বারের জন্য শুরু করা হয়। নিয়ম অনুযায়ী সার্ভিসের সময় শাটল্‌ বা ককটিকে ১ থেকে ১.১৫ মিটার মাটির উপরে রাখতে হবে। এই নিয়মে কিন্তু অখুশি ভারতীয় খেলোয়াড়রা। অনেক দিন ধরেই এই নিয়মের বিরোধিতা করে আসছিলেন ভারতীয় থেকে শুরু করে ভিক্টর আক্সেলসেন এবং লিন ডানের মতো তাবড় খেলোয়াড়রা। নতুন নিয়মে তাঁরা অসন্তুষ্ট। তবে আসন্ন কমনওয়েলথ গেমসে নতুন নিয়ম কার্যকর হবে না। সেখানে পুরোনো নিয়মেই, কোমরের ওপর থেকেই সার্ভিস করতে হবে। জানিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা এবং কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ। নতুন নিয়ম কমনওয়েলথ গেমসে কার্যকর না হওয়ার সিদ্ধান্তে খুশি ভারতীয় খেলোয়াড়রা।

পিভি সিন্ধুদের মতে, বড়ো টুর্নামেন্টে নতুন সার্ভিস নিয়ম চালু করা উচিত নয়। আমাদের আরও সময় দেওয়া উচিত এর সঙ্গে মানিয়ে নেওয়ার। তবে নতুন নিয়মের যাঁরা সমালোচক, তাঁদের বক্তব্য, এর ফলে লম্বা খেলোয়াড়দের অসুবিধা হবে। এর সুবিধা পাবেন যাঁদের উচ্চতা তুলনায় কম।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here