Homeকথাশিল্পসেদিন গরিব মানুষের প্রতি বুদ্ধদেব ভট্টাচার্যের মমত্বের পরিচয় পেয়েছিলাম

সেদিন গরিব মানুষের প্রতি বুদ্ধদেব ভট্টাচার্যের মমত্বের পরিচয় পেয়েছিলাম

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

অনিল কুণ্ডু, সাংবাদিক, গণশক্তি

“ক্ষতিগ্রস্ত আর্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে। পার্টির নেতা, কর্মীরা যেন সর্বশক্তি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমি বলেছি। ওদেরকে বলো। এখনই খবর দাও।”

আমাকে ফোনে সেদিন এই নির্দেশ দিয়েছিলেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর নির্দেশমতো সঙ্গে সঙ্গে স্থানীয় নেতৃত্বকে ফোন করে সেই বার্তা জানিয়েছিলাম।

২০১১ সাল। বিধানসভা নির্বাচনের পর নিয়ম করে তখন প্রতিদিন সকালে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআই (এম) রাজ্য দফতরে যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য। তখন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী। জরুরি কাজে তিনি সেদিন দিল্লিতে ছিলেন। যত দূর মনে পড়ছে, দিনটা ছিল রবিবার। দুপুরে আচমকা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা, বাসন্তী ব্লকের বেশ কয়েকটি অঞ্চল। ঘরের ছাউনি ঝড়ে উড়ে গিয়েছে। বেশ কিছু মানুষ অসহায় হয়ে পড়েছেন।

বারুইপুরে দফতরে বসে তখন ওই অঞ্চলের পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছি। দফতরের টেলিফোন মুহুর্মুহু বাজছে। ছুটে গিয়ে ফোনটা ধরলাম। বুঝলাম সিপিআই(এম) রাজ্য দফতরের ফোন। অপর প্রান্ত থেকে আমার পরিচয় জানার পর তিনি বললেন, “একটু ধরুন। বুদ্ধদেব ভট্টাচার্য কথা বলবেন।”

বুদ্ধদা আমার কাছ থেকে ঘূর্ণিঝড়ে গোসাবা, বাসন্তী ব্লকের ক্ষয়ক্ষতি, মানুষের অসহায় পরিস্থিতির খোঁজখবর জানতে চাইলেন। সব শোনার পর বললেন, “সুজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সুজনের সঙ্গে কথা হলে বোলো আমি খোঁজ করেছিলাম।” পাশাপাশি উল্লেখ করতে ভুললেন না উদ্ধারের সঙ্গে ত্রাণের দিকটির কথাও। পার্টির নেতা, কর্মীরা যাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যাপারেও গুরুত্ব দেয়, সেই নির্দেশও দিলেন।

ঘন্টাখানেক বাদে দিল্লি থেকে সুজনদাও ফোন করেন। পরিস্থিতি জানতে চেয়েছিলেন। বুদ্ধদার ফোনের কথাও তাঁকে জানিয়েছিলাম। এই ঘটনার কথা উল্লেখ করলাম এই কারণে যে, ‘গণশক্তি’তে আমার সাংবাদিকতা জীবনে তাঁকে বহুবারই কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। মুখ্যমন্ত্রী থাকাকালীন একটা সময় তিনি নিয়মিত বারুইপুরে পার্টির জেলা দফতরেও আসতেন।

সেদিন তাঁর সঙ্গে কথা বলে বুঝেছিলাম — ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি জানতে তিনি কতটা উদ্বিগ্ন ছিলেন। অসহায় গরিব মানুষের প্রতি তাঁর দরদ, মমত্ব এবং ভালোবাসা ফুটে উঠেছিল তাঁর কণ্ঠে। আর সে কারণেই তিনি নির্দেশ দিয়ে বলেছিলেন — মানুষের পাশে সর্বশক্তি নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ আগস্ট, ২০২৪) সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

সাম্প্রতিকতম

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ‘ডেমোগ্রাফিক শিফট’ নাকি রাজনৈতিক কৌশল? বিজেপি-তৃণমূল তরজার অন্তরালে ভোট, ভীতি ও বাস্তবতা

পশ্চিমবঙ্গে এক দশকে ভোটার বাড়ল ৪০ শতাংশের বেশি! বিজেপির দাবি— পরিকল্পিত ডেমোগ্রাফিক শিফট চলছে মমতা সরকারের প্রশ্রয়ে। পালটা তৃণমূলের যুক্তি— বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বিশ্লেষণে উঠে এল বাস্তবতা, ভয় ও ভোটের সমীকরণ।

মহাকুম্ভে মনালিসার সৌন্দর্যে মুগ্ধ নেটদুনিয়া, অন্ধকারে পারধি সম্প্রদায়ের ইতিহাস ও সংগ্রাম

পারধি শব্দটি এসেছে মারাঠি শব্দ 'পারধ' থেকে, যার অর্থ 'শিকার'। প্রাচীনকালে পারধিরা শিকারি ও বনবাসী হিসেবে পরিচিত ছিল।

কাব্য প্রতিভায় উদ্ভাসিত স্বামী বিবেকানন্দ

পঙ্কজ চট্টোপাধ্যায় ছাত্রাবস্থায় নরেন্দ্রনাথ গভীর অধ্যয়নে ওয়ার্ডসওয়ার্থ, মিলটন, শেলি, কিটস- এর কবিতা খুব গভীর ভাবে...