নীলাদ্রি পাল
ওঁরা চিকিৎসা করেন। ওঁরা সেবা করেন মুমূর্ষু মানুষের, মরণাপন্ন মানুষের। প্রাণ বাঁচানোর নেশায় ওঁরা করেন বিনিদ্র রাত যাপন। ওঁরাই আবার করেন নাচ, গান, আবৃত্তি, শ্রুতিনাটক, নাটক আবার কেউ বা বাজান যন্ত্রানুষঙ্গ। ওঁরা কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ বা আয়া অথবা স্বাস্থ্যকর্মী। সেই ওঁদের এই অতিরিক্ত যোগ্যতার প্রমাণ মিলল সোমবার সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হাসপাতালের বিজয়া সম্মিলনী তথা শারদ প্রীতি সম্মেলনে।
হাসপাতালের ভিতরের মাঠের এক দিকে হয়েছে প্যান্ডেল। দিন-ছোটোর পড়ন্ত বিকেলে গিয়ে দেখা গেল প্যান্ডেলের ভিতরে ও বাইরে উপচে-পড়া ভিড়। সেই ভিড়ে মিশে রয়েছেন বেসরকারি ওই হাসপাতালের ডাক্তার, নার্স, আয়া, স্বাস্থ্যকর্মী ও ওই হাসপাতালেই অবস্থিত সিস্টার নিবেদিতা নার্সিং ট্রেনিং আকাদেমির ছাত্রীরা ও তাঁদের পরিবারের সদস্যরা। রয়েছে রোগী ও রোগীর পরিজনরা। সকলেই যেন এক পরিবারের সদস্য।

এ দিন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের সূচনা করেন হাসপাতালের সম্পাদক ডা. কিষান প্রধান ও সভাপতি ড. ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্য সিনিয়র ডাক্তাররা।
তেতো ওষুধ দেওয়ার পরিবর্তে ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র স্পেশালিস্ট ডা. সঞ্জয় ঘোষ যখন গেয়ে ওঠেন, ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’ ও নিজের লেখা গান, ‘কি আনন্দ, এই বসন্ত’ এবং ছুরি-কাঁচি ছেড়ে জেনারেল সার্জারি বিভাগের সার্জন ডা. নিশীথ কর্মকার যখন গান, ‘ওরা জীবনের গান গাইতে দেয় না’, সেই সময় দর্শক-শ্রোতারা হয়ে ওঠেন উজ্জীবিত। স্বাস্থ্যকর্মীরা বেশ সফল ভাবে মঞ্চস্থ করলেন মনোজ মিত্রের লেখা নাটক ‘ভাড়াটে বিভ্রাট’।

সল্টলেকের এই হাসপাতাল ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হাসপাতাল সোসাইটির পরিচালিত একটি অলাভজনক সংস্থা। ন্যায্যমূল্য এবং চিকিৎসার উৎকর্ষতায় বর্তমানে এই হাসপাতাল পশ্চিমবঙ্গের অন্যতম সেরা হাসপাতাল হয়ে উঠেছে। ডাক্তার, নার্স, আয়া, স্বাস্থ্যকর্মীদের সেবামূলক ও সহযোগিতামূলক মনোভাব রোগী ও রোগীর পরিজনদের মধ্যে বিশেষ আস্থা অর্জন করেছে।
ছবি: প্রতিবেদক
আরও পড়তে পারেন
নম্বর-সহ শংসাপত্রের আর্জি নিয়ে আদালতে টেট উত্তীর্ণরা, বিশেষ নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এলপিজি সিলিন্ডারের দাম: বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ১১৫ টাকা
ডিসেম্বর ও জানুয়ারিতে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।