খবর অনলাইন: স্পেনের সিনেমা মানেই কি বুনিউয়েল, কার্লোস সাউরা, পেদ্রো আলমোদোবার? যাঁরা কলকাতা চলচ্চিত্র উৎসবের সময় নন্দনে ঘাঁটি গেড়ে পড়ে থাকেন তাঁরা এই নামগুলোর সঙ্গে পরিচিত। স্পেনের এই তিন ‘ফিল্ম মাস্টার’-এর বাইরেও সে দেশের চলচ্চিত্রশিল্প চলমান। সেই চলমান স্প্যানিশ চলচ্চিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নন্দনে তিন দিনের স্প্যানিশ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়া। সহযোগিতায় স্পেনের দূতাবাস। এই উৎসবে দেখানো হল সে দেশের মহিলাদের বানানো সাম্প্রতিকতম পাঁচটি ছবি — দ্য ওয়াইল্ড চিলড্রেন, সেভেন ফ্রেঞ্চ বিলিয়ার্ডস, ফ্রম ইয়োর উইনন্ডো টু মাইন, ইভেন দ্য রেন, থিংস আই নেভার টোল্ড ইউ। এর মধ্যে ‘ইভেন দ্য রেন’ অস্কারে অফিসিয়াল সিলেকশন ছিল। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন পরিচালক শেখর দাস।অনুষ্ঠানে ছিলেন নন্দনের অধিকর্তা যাদব মণ্ডল ও ইন্দো- ইস্প্যানিক ল্যাঙ্গুয়েজ অ্যাকাডেমির ডিরেক্টর দেবজ্যোতি মুখোপাধ্যায়। সঙ্গের ছবি, ‘দ্য ওয়াইল্ড চিলড্রেন’ ছবির পোস্টার থেকে নেওয়া।
খবর অনলাইনের পাঠকদের জন্য রইল ‘দ্য ওয়াইল্ড চিলড্রেন’ ছবিটি
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।