Home অনুষ্ঠান রাখিপূর্ণিমায় ত্রিগুণা সেন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সবারে করি আহ্বান’

রাখিপূর্ণিমায় ত্রিগুণা সেন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সবারে করি আহ্বান’

0

অজন্তা চৌধুরী

১৯ আগস্ট রাখিপূর্ণিমার শুভ দিনে অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমির (AMSA) আয়োজনে এবং অভীক মল্লিকের ভাবনা ও পরিকল্পনায় যাদবপুর, ত্রিগুণা সেন মঞ্চে অনুষ্ঠিত হয় গেল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যার শিরোনাম ছিল ‘সবারে করি আহ্বান’। সৌগত শঙ্খ বণিকের মন্ত্রগান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এ বছর সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষ। তাই এই দুই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে এবং রাখিপূর্ণিমা উপলক্ষ্যে অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমির ছাত্রীরা শুরুতে পরিবেশন করেন ‘সুরের গুরু দাও গো সুরের দীক্ষা’ এবং ‘প্রভু আজি তোমার’ এই দুটি রবীন্দ্রসঙ্গীত। এরপর মঞ্চে পালিত হয় রাখিবন্ধন উৎসব।

amsa 3 28.08

‘অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমি ২০২৪’ সম্মান প্রদান করা হল লীনা গঙ্গোপাধ্যায় ও অভিজিৎ বসুকে।

অনুষ্ঠানে অভীক মল্লিক বলেন, “আজ এই রাখিপূর্ণিমার পুণ্য তিথিতে অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমি তার একটা নতুন যাত্রা শুরু করল। আমার সংগীতজীবনে গুরু হিসেবে পেয়েছি সুচিত্রা মিত্র, রমা মণ্ডল, পূর্বা দাম, প্রমিতা মল্লিক, স্বপ্না ঘোষাল, অর্ঘ্য সেন এবং অভিজিৎ বসু-সহ আরও অনেক বিশিষ্ট শিল্পীকে। গুরুদের কাছ থেকে যা পেয়েছি সেটাই বয়ে নিয়ে চলেছি। ছাত্রছাত্রীদের আবার নতুন করে একটা পথ দেখানোর চেষ্টা করব। ১২ বছর হয়ে গেল কলকাতা-সহ বিদেশের নানান জায়গায় গান শেখানো, ওয়ার্কশপ করানো এবং রবীন্দ্রনাথের গানকে সঠিক স্বরলিপি মেনে গাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি। এই নিয়ে এবং বাংলা সংগীত নিয়ে আরও অনেক কাজ করতে চাই।”

সবাইকে নিয়ে একটা সূত্রে গাঁথা ছিল আজকের এই অনুষ্ঠান – ‘সবারে করি আহ্বান’। এদিন সম্মেলক সংগীত পরিবেশনে ছিল অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমি, কসমিক হারমোনি শিল্পীদল, নব রবি কিরণ সংগীত শিক্ষায়তন এবং রমা রম্যবীণা শিল্পীদল। একক সংগীত পরিবেশন করেন শমীক পাল এবং সিসপিয়া ব্যানার্জি।

এদিন ‘অভীক মল্লিক সংগীত অ্যাকাডেমি ২০২৪’ সম্মান প্রদান করা হয় লোকসংগীত শিল্পী অভিজিৎ বসু, মেয়র পারিষদ দেবাশিস কুমার, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন তথা লেখক, পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়, নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র এবং কসমিক হারমোনির প্রাণপুরুষ সুমন চট্টোপাধ্যায়কে। সঞ্চালনায় ছিলেন অমৃতা দাস ভৌমিক। অনুষ্ঠান শেষে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পী, দর্শক সকলে সমবেত কণ্ঠে পরিবেশন করেন জাতীয় সংগীত ‘জনগণমন-অধিনায়ক জয় হে’।

আরও পড়ুন

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৬তম বর্ষপূর্তি অনুষ্ঠান, আরজি কর-এর ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version