Connect with us

অনুষ্ঠান

কুমারটুলিতে হয়ে গেল রং মাটির পাঁচালী

Published

on

rang matir panchali in kumartuli

স্মিতা দাস

শতকোটি দেবদেবীর সূতিকাগৃহ দু’ দিন হয়ে উঠেছিল আলো ঝলমলে প্রদর্শনীশালা। রং, মাটি আর খড়ের গন্ধে স্যাঁতস্যাঁতে কুমারটুলি শুধু নিজের জন্য মনের আনন্দে কাজ করেছে। কোনো ফরমায়েশি কাজ নয়। শুধুই নিজের মনের মাধুরীতে সুসজ্জিত কুমারটুলি। বিশ্ব শিল্পকলা দিবস উপলক্ষ্যে শিল্পের আঁতুড়ঘর কুমারটুলিতে চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখ, এই দু’ দিন ধরে চলল প্রদর্শনী। এশিয়ান পেন্টস শারদসম্মানের উদ্যোগে এবং কুমারটুলি আর্ট ফোরামের সহযোগিতায় আয়োজন করা হয়েছিল ‘রঙ মাটির পাঁচালী’ শীর্ষক প্রদর্শনীর।  

গোটা কুমারটুলিটাই এই দু’ দিন হয়ে উঠেছিল প্রদর্শনীশালা। ছোটো বড়ো সব শিল্পীই নিজেদের পছন্দের কাজ করে সাজিয়েছিলেন নিজের নিজের স্টুডিও। তাঁদের কাজ বিশ্বের দরবারে যে কোনো শিল্পের সঙ্গে টেক্কা দেওয়ার ক্ষমতা ধরে। অথচ তাঁদের জন্য আলাদা করে কখনোই কিছু ভাবা হয়নি। এই বার দেখা গেল তেমনই ভাবনা আর তার সার্থক বাস্তবায়ন।

আরও পড়ুন স্বাস্থ্য পরিষেবায় ব্লকচেন কী, জানা গেল হেলথ টেক ২০১৯-এ

প্রদর্শনীতে ছিল বিখ্যাত শিল্পী সুবল পাল, মিন্টু পাল, চায়না পাল, পরিমল পালের শিল্পসৃষ্টি থেকে শুরু করে নবাগত তরুণ শিল্পীদের বহু কাজ। কুমোরটুলির আনাচেকানাচে ছিল রোশনাই।

এই অনুষ্ঠান উপলক্ষ্যে শিল্পী পরিমল পাল খবর অনলাইনকে জানান, পুজোর শিল্পী হিসাবে মানুষ তাঁদের চেনে। তার বাইরেও যে কুমারটুলির শিল্পীদের অন্য সত্তা আছে সেটাই বেরিয়ে এসেছে এই প্রদর্শনীর মধ্য দিয়ে। বিশ্ব শিল্পকলা দিবসে যে এখানকার শিল্পী আর শিল্পকে সম্মানিত করা হয়েছে এটি খুবই গর্বের। তিনি বলেন, আগামিতেও এমন প্রদর্শনী চালিয়ে যাওয়া হবে। প্রদর্শনীতে এক কথায় তিনি তাঁর ছোটোবেলাটি একটি ছোট্টো সৃষ্টির মধ্যে দিয়ে তুলে ধরেছেন।

শিল্পী সঞ্জয় পাল বলেন, এশিয়ান পেন্টসের এই উদ্যোগকে সাধুবাদ। নিজের ঘরেই নিজের সৃষ্টির প্রদর্শনী। খুবই ভালো লাগছে। এর আগে ১৯৯০, ১৯৯৪ সালে এমন প্রদর্শনী হয়েছিল। কিন্তু সহযোগিতায় কোনো সংস্থা বা কেউ ছিল না। শুধু কুমারটুলির শিল্পীদের উদ্যোগেই হয়েছিল। এ বারেরটা একটু অন্য রকম। তাঁর ইচ্ছে এমন প্রচেষ্টা দীর্ঘজীবী হোক। প্রদর্শনীতে কাচ, সুতো, ফাইবার, দেওয়াল আর রং দিয়ে তিনি তুলে ধরেছেন একটি প্রবাদকে – দেওয়ালেরও কান আছে। 

শিল্পী চায়না পাল বলেন, খুবই ভালো লাগছে। বছর বছর এমন হলে খুবই ভালো লাগবে। নতুন একটি উৎসবের মতো। এই সময়টা অন্য কাজের চাপ কম থাকে তাই মন দিয়ে কাজটা করাও যাবে। প্রতি বছর হোক, সেটিই চান চায়না। জানিয়ে রাখা ভালো, একচালা ঠাকুরের জন্য বিখ্যাত চায়না পাল। এই প্রদর্শনীতেও তিনি একচালা ঠাকুরই দর্শকদের উপহার দিয়েছেন।

শিল্পী মিন্টু পাল বললেন, এশিয়ান পেন্টস তো প্রতি বছর শারদ সম্মান দিয়ে থাকে। সে থিমশিল্পী থেকে পুজো উদ্যোক্তা সকলকেই। কিন্তু ঠিক যে জায়গাটা থেকে সেই সৃষ্টি মণ্ডপে যায় – সেই জায়গা, সেই শিল্পী, সবই বঞ্চিত হয়েই থাকে। কিন্তু এ বছর বিশ্ব শিল্পকলা দিবস উপলক্ষ্যে এই নতুন চিন্তাভাবনা, এই প্রচেষ্টাকে স্বাগত। কুমারটুলির শিল্পীরা যে শুধু প্রতিমা গড়েন না, তাঁরা অন্য শিল্পকর্মেও সুনিপুণ এই বার্তা মানুষের কাছে পৌঁছে গেল এই প্রদর্শনীর মাধ্যমে। তাই এই উদ্যোগকে সাধুবাদ। তিনি আশাবাদী, আগামী দিনে এটি আরও বড়ো হয়ে উঠবে। শিল্পীর হাতই যে তার পরিচয়, হাতটাই সম্পদ আর সত্তার প্রতিফলন সেই ভাবনাটিই প্রদর্শনীতে তিনি তুলে ধরেছেন।    

ক্রিওক্রাফট ভেনচার্সের ম্যানেজিং পার্টনার সব্যসাচী চট্টোপাধ্যায় বললেন, কুমারটুলিকে কিছু ফিরিয়ে দেওয়ার কথা ভাবতে গিয়েই এই ভাবনাটা মাথায় আসে। কিছু ফিরিয়ে দেওয়ার অর্থ এই নয় যে কোনো উপকার করা। ফিরিয়ে দেওয়ার অর্থ কুমারটুলির শিল্পীদের সম্মানিত করা। আর সেটা করা যেতে পারে শিল্পীদের সৃষ্টি নিয়ে একটি প্রদর্শনী করে। তার পরই চিন্তা আসে কখন করা যায় এই অনুষ্ঠান। মনে হয় বিশ্ব শিল্পকলা দিবসের কথা। পাশাপাশি বাঙালির নববর্ষ। মনে হল সোনায় সোহাগা। ঠিক হল এই দিনই করা যাতে পারে এই উৎসব। সাগ্রহে এগিয়ে আসে ‘এশিয়ান পেন্টস শারদ সম্মান’। এতে সহযোগিতা করেছে তারা। গত কয়েক দশক ধরে  সমাজ-সংস্কৃতির ক্ষেত্রে যে পথ-চলা, তার একটি বড়ো শরিক এশিয়ান পেন্টস শারদ সম্মান। তাদের সহযোগিতা পেয়ে খুবই উচ্ছ্বসিত সকলে। সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছে কুমারটুলির তিনটি সমিতিই। পাশাপাশি গোটা কাজটি তুলে ধরতে সাহায্য করেছেন সুশান্ত পাল, পার্থ দাশগুপ্ত, সুমন চৌধুরী, নূতন সরকার আর সৈমিন্দ্র, জানালেন সব্যসাচীবাবু।   

অনুষ্ঠান

মহালয়া উপলক্ষ্যে অনলাইনে ‘বাগুইআটি নৃত্যাঙ্গন’-এর নিবেদন ‘দুর্গা দুর্গতিনাশিনী’

Published

on

স্মিতা দাস

“অহং রুদ্রেভির্বসুভিশ্চরাম্যহম্‌ / আদিত্যৈরুত বিশ্বদেবৈঃ।/ অহং মিত্রাবরুণোভা বিভর্ম্যহম্ / ইন্দ্রাগ্নী অহমশ্বিনোভা ।।”

সময়ের দাবি মেনে, নিজের ও অন্যের মঙ্গলের কথা ভেবে উৎসব উদযাপনে বদল মেনে নিতে ক্ষতি তো নেই। তাই কোভিড-পর্বের শুরু থেকেই সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে, পারস্পরিক দূরত্ববিধি মেনে একের পর এক অনুষ্ঠানের আয়োজন করে চলেছে ‘বাগুইআটি নৃত্যাঙ্গন’।  বাংলা নববর্ষ, রবীন্দ্রজয়ন্তী, বাইশে শ্রাবণ, বর্ষা-বরণ ইত্যাদির পর এ বারের নিবেদন ‘দুর্গা দুর্গতিনাশিনী’। সহযোগিতায় কলকাতা সাংস্কৃতিক অঙ্গন।

দুর্গাপুজো উপলক্ষ্যে বাগুইআটি নৃত্যাঙ্গনের রয়েছে আরও অনেক অনুষ্ঠান। তবে তার আগে শুধু মহালয়া

১৭ সেপ্টেম্বর, মহালয়ার দিনেই অনুষ্ঠিত হবে এই ‘দুর্গা দুর্গতিনাশিনী’। সঙ্গীত, নৃত্য, আবৃত্তির মেলবন্ধনে এই অনুষ্ঠানও হবে ডিজিটাল মাধ্যমে। শারীরিক দূরত্ববিধি মেনে শিল্পীরাও থাকবেন যে যাঁর বাড়িতে। অথচ বাজবে পাশাপাশি বেঁধে-বেঁধে থাকার মূল সুরটিই।

এই অনুষ্ঠানের মাধ্যমেই প্রার্থনা দেবীর কাছে পৌঁছে দেওয়া হবে। আনন্দময়ী, অসুরবিনাশিনী মহামায়ার পদধ্বনি যেন মুছে দেয় এই দুঃসময়। ‘জাগো, জাগো মা!’

মহালয়ার এই বিশেষ অনুষ্ঠানে থাকছেন, সংযুক্তা ব্যানার্জি (কানাডা), মালবিকা সেন, কৌশিক চক্রবর্তী, চন্দ্রাবলী রুদ্র দত্ত, মধুমিতা বসু, জয়িতা বিশ্বাস। এই অনুষ্ঠানে আকাশবাণীর মহালয়ার বিশেষ অনুষ্ঠানের স্মৃতি চারণ করবেন, দিলীপ ঘোষ। সঞ্চালনায় থাকবেন গার্গী দত্ত। এ ছাড়াও বাংলাদেশে থেকে অংশগ্রহণ করবেন, বুলবুল মহলানবীশ, বর্ণালী সরকার, চট্টগ্রামের প্রিয়া ভৌমিক, শিঞ্জিনী বিশ্বাস, কাকলি চক্রবর্তী, চন্দ্রিমা সেনগুপ্ত, সুদীপ্ত মিত্র, শিল্পী মিত্র, শুভেচ্ছা মিত্র, বিজয়া সেনগুপ্ত, ফ্লোরিডা থেকে কাজল গুপ্ত, সঞ্চারী পাল ও আরও অনেকে।

অনুষ্ঠানটি দেখা যাবে বাগুইআটি নৃত্যাঙ্গনের ফেসবুক পেজে।

দেখতে হলে ক্লিক করুন

আরও পড়ুন – শিক্ষক দিবস উপলক্ষ্যে অনলাইনে ‘বাল্মীকি প্রতিভা’ নিবেদনে অগ্নিবীণা ডান্স অ্যাকাডেমি

Continue Reading

অনুষ্ঠান

শিক্ষক দিবস উপলক্ষ্যে অনলাইনে ‘বাল্মীকি প্রতিভা’ নিবেদনে অগ্নিবীণা ডান্স অ্যাকাডেমি

Published

on

স্মিতা দাস

করোনা অতিমারি, লকডাউন এবং শারীরিক দূরত্ববিধি ইত্যাদির যৌথ হানা শিল্পীদের কাছ থেকে কেড়ে নিয়েছে মঞ্চ, কিন্তু শিল্প কখনও থেমে থাকে না। সে তার নিজের মতো করে আত্মপ্রকাশের পথ করে নেয়। তাই বিগত কয়েক মাসে বহু উৎসব ও অনুষ্ঠান সমস্ত বিধি মেনেও আত্মপ্রকাশের ঠিকানা খুঁজে নিয়েছে। আর সেই ঠিকানা হয়েছে ইন্টারনেট, অনলাইন সোশ্যাল মিডিয়া। এমন একটি বিশেষ উপলক্ষ্য ছিল শিক্ষক দিবস। অন্যান্য বারের মতো করে না হলেও শিক্ষক দিবসে অনলাইনে শিক্ষাগুরুদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করল অগ্নিবীণা ডান্স অ্যাকাডেমি।

১০ সেপ্টেম্বর অগ্নিবীণা ডান্স অ্যাকাডেমি-র ফেসবুক পেজে মুক্তি পেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাল্মীকি প্রতিভা’ নৃত্যনাট্যটি। নৃত্যনাট্যটির ভাবনা ও পরিকল্পনায় প্রশান্ত (অঞ্চল) পাল ও অম্ব্রীজ সরকার, পরিচালনায়  প্রশান্ত (অঞ্চল) পাল এবং নির্দেশনায় অম্ব্রীজ সরকার।         

এই বিষয়ে প্রশান্ত পাল জানান, শিল্পীরা সকলে তাঁদের নৃত্যগুরুদের সম্মান জানানোর জন্য এই নৃত্যনাট্য করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ৫ সেপ্টম্বর অনেকেই কোনো না কোনো অনুষ্ঠান করেছেনই, তাই পরেও সেই স্বাদ ফিরিয়ে দিতে ১০ তারিখটি নির্ধারণ করা হয়েছে।  

তা ছাড়াও তিনি বলেন, মানুষ এখন প্রতিশোধের জন্য উদগ্রীব। দিকে দিকে রক্তপাত, কিন্তু তাতেও তারা ভীত নয়। অথচ এক সময় একজন দস্যু তার দস্যুবৃত্তি ছেড়ে দিয়েছিলেন, রক্ত ক্ষয়কে ত্যাগ করে নিজেকে অন্ধকার থেকে আলোর পথে, খারাপ থেকে ভালোর দিকে নিয়ে গিয়েছিলেন। এখন বর্তমান পরিস্থিতিতেও তেমনই দস্যু রত্নাকরদের দরকার। যারা রক্তক্ষয় বন্ধ করে আলোর পথের দিশা দেখাবে। এমনই বার্তা পৌঁছে দিতে এই নৃত্যনাট্যটি করার কথা ভাবা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষক দিবস উপলক্ষ্যে মঞ্চে অনেক অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু এ বার সেই পরিস্থিতি নেই। তাই এই ভাবেই বাড়ি থেকেই গুরুদের শ্রদ্ধা জ্ঞাপন করা হল। পাশাপাশি অবসাদ কাটানোরও চেষ্টা করা হল ।

এই নৃত্যনাট্যে বিভিন্ন ভূমিকায় ছিলেন, দস্যু রত্নাকর – প্রশান্ত পাল, বাল্মীকি – অম্ব্রীজ সরকার, ব্যাধ -চিরঞ্জিৎ মাল ও বিবেক রঞ্জন মাল, লক্ষ্মী ও সরস্বতী – মানসী চক্রবর্তী, বালিকা – দীপান্বিতা মাল, বনদেবী – বনশ্রী মেহেরা, সংলিপ্তা কুণ্ডু, প্রজ্ঞা রায়, সুমি রায়, দস্যুদল – কৌশিক সাউ, তমাল কান্তি রায়, কুনাল চক্রবর্তী, প্রসেনজিৎ নাথ।

অনুষ্ঠানটি দেখতে হলে ক্লিক করুন এখানে।

মা সরস্বতীর আশীর্বাদে এক দস্যু কিভাবে ঋষিতে পরিণত হলো, সেই ঘটনা কবি গুরুর হৃদয় স্পর্শ করে । সেই পবিত্র লাভের কাহিনী…

Posted by Agnibina Dance Academy on Thursday, September 10, 2020

দেখুন – অনলাইনে সম্পূর্ণ অন্য ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার আশায় রঙ্গমঞ্চের উদ্যোগ ‘বৈঠক’

Continue Reading

অনুষ্ঠান

অনলাইনে সম্পূর্ণ অন্য ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার আশায় রঙ্গমঞ্চের উদ্যোগ ‘বৈঠক’

Published

on

স্মিতা দাস

লকডাউনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেক রকমেরই নৃত্যানুষ্ঠানের আয়োজন হয়ে। সেই দিক থেকে একটু ভিন্ন ধরনের আয়োজন করায় প্রচেষ্টায় ছিল রঙ্গমঞ্চ।  ২২ আগস্ট থেকে ডিজিটাল প্লাটফর্মে চলেছে ‘বৈঠক’। নয় দিনের এই অনুষ্ঠান শেষ হয় ৩০ আগস্ট। কলকাতার নৃত্যজগতের বেশ কয়েক জন পরিচিত শিল্পীকে নিয়ে বসেছিল এই বৈঠক।

রঙ্গমঞ্চের তরুণ তিন কর্ণধার দেবাদৃতা মজুমদার, ঋত প্রতিম চৌধুরী, সৌপর্ণী সিংহ। তাঁদের চিন্তা ভাবনার ফসলই হল এই অনুষ্ঠানটি। উৎসব পরিচালকদের উদ্দেশ্য ছিল দর্শকের কাছে এই নৃত্য উৎসবকে শুধু মনোগ্রাহী করে তোলাই নয়, নতুন প্রজন্মের কাছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে ভালোবাসা ও জ্ঞান সৃজন করা। তাঁদের মতে, নতুন প্রজন্মের কাছে আস্তে আস্তে শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে চাহিদা জ্ঞান কমে যাচ্ছে। যাতে তারা নৃত্যচৰ্চা ও অনুশীলনের মধ্যে থাকতে পারে সেই উদ্দেশ্যেই এমন আয়োজন। শাস্ত্রীয় নৃত্য নিয়ে মনের যাবতীয় প্রশ্ন দূর করতে পারে তার জন্য এই ৯ দিন ব্যাপী উৎসব।

তাঁরা বলেন, সকলের শুভেচ্ছা ও সহযোগিতা পেলে আগামী দিনেও এমন আরও অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।

৯ দিনের বৈঠকে ছিলেন, ঋতুশ্রী চৌধুরী, সৌভিক চক্রবর্তী, রম্যানি রায়, সৌম্য ভৌমিক, ইভানা সরকার, পৌলমী মুখার্জি, অভিজিৎ কুণ্ডু, শিবনারয়ণ ব্যানার্জি, কলামন্ডলম স্বর্ণদীপা মহান্তের মতো কলকাতার খ্যাতনামা নৃত্যশিল্পীরা। শিল্পীদের ও তিন কর্ণধারের চেষ্টা ছিল এই ভয়াবহ পরিস্থিতিতেও সবাইকে আশার আলো দেখানো। পাশাপাশি শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে সব মানুষকে সচেতন করা।

তাঁরা বলেন, ফেসবুক পেজের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যাওয়া রঙ্গমঞ্চের মূল উদ্দেশ্য। তাঁদের এই ভাবনায় শুধু শাস্ত্রীয় নৃত্য নয়, সব রকমের আর্টফর্মকেই রেখেছেন। তাঁদের প্রার্থনা, এই ডাকে যেমন সাড়া দিয়েছেন শিল্পীরা, তেমনই সকলেই যেন তাঁদের অর্থাৎ রঙ্গমঞ্চের সকল উদ্যোগকে সফল করতে সাহায্য করেন।

দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে।

Baithak

Posted by Rangmanch on Saturday, August 22, 2020

আরও – আধুনিক বাংলা গানের জগতে নতুন সংযোজন ‘মন মাঝি তুই ধরা দিলি না’, মুক্তি পেল ইউটিউবে

Continue Reading
Advertisement
দেশ1 hour ago

সোমবার থেকে স্কুল খোলা বাধ্যতামূলক নয়, দেখে নিন কোন রাজ্য কী সিদ্ধান্ত নিল

corona
দেশ2 hours ago

৫টি রাজ্যেই মোট সক্রিয় কোভিডরোগীর ৬০ শতাংশ!

রাজ্য2 hours ago

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে বৃষ্টি, হলুদ সর্তকতা জারি করল আবহাওয়া দফতর

দেশ3 hours ago

৬ বিধায়ক, ৩ সাংসদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি-সহ আর যে সব ‘ভিভিআইপি’ করোনার শিকার

দেশ5 hours ago

রাজ্যসভায় বিক্ষোভ, নাটকীয়তার মধ্যেই পাশ হল দু’টি কৃষি বিল!

দেশ5 hours ago

কৃষি বিল নিয়ে উত্তপ্ত রাজ্যসভা, চরম বিশৃঙ্খলা

mamata banerjee
রাজ্য6 hours ago

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর স্থগিত

দেশ7 hours ago

‘কৃষকের মৃত্যু পরোয়ানা’য় স্বাক্ষর করব না, রাজ্যসভায় কৃষি বিল নিয়ে বলল কংগ্রেস

দেশ10 hours ago

কোভিড আপডেট: নতুন করে আক্রান্ত ৯২৬০৫, সুস্থ ৯৪৬১২

শিল্প-বাণিজ্য2 days ago

এসবিআই এটিএমে টাকা তোলার নিয়ম বদলে গেল! দেখে নিন ওটিপি-ভিত্তিক পদ্ধতির খুঁটিনাটি বিষয়

কলকাতা2 days ago

কয়েকটি স্টেশনে ই-পাসের সংখ্যা বাড়াচ্ছে কলকাতা মেট্রো

Shreyas Iyer
ক্রিকেট2 days ago

আইপিএলের অন্যতম সেরা বোলিং লাইনআপ কি দিল্লি ক্যাপিটাল্‌সের?

MS Dhoni
ক্রিকেট2 days ago

চেন্নাই সুপারকিংসের আদর্শ লাইনআপে কত নম্বরে ব্যাট করতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি?

ishan porel mohammad shami
ক্রিকেট2 days ago

কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে নতুন বলে বাংলার দুই পেসার?

দেশ1 hour ago

সোমবার থেকে স্কুল খোলা বাধ্যতামূলক নয়, দেখে নিন কোন রাজ্য কী সিদ্ধান্ত নিল

কলকাতা2 days ago

ট্যাক্সি চালকের হাতে হেনস্থা মামলায় আলিপুর আদালতে গোপন জবানবন্দি সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তীর

কেনাকাটা

কেনাকাটা1 day ago

সংসারের খুঁটিনাটি সমস্যা থেকে মুক্তি দিতে এই জিনিসগুলির তুলনা নেই

খবরঅনলাইন ডেস্ক : নিজের ও ঘরের প্রয়োজনে এমন অনেক কিছুই থাকে যেগুলি না থাকলে প্রতি দিনের জীবনে বেশ কিছু সমস্যার...

কেনাকাটা4 days ago

ঘরের জায়গা বাঁচাতে চান? এই জিনিসগুলি খুবই কাজে লাগবে

খবরঅনলাইন ডেস্ক : ঘরের মধ্যে অল্প জায়গায় সব জিনিস অগোছালো হয়ে থাকে। এই নিয়ে বারে বারেই নিজেদের মধ্যে ঝগড়া লেগে...

কেনাকাটা1 week ago

রান্নাঘরের জনপ্রিয় কয়েকটি জরুরি সামগ্রী, আপনার কাছেও আছে তো?

খবরঅনলাইন ডেস্ক: রান্নাঘরের এমন কিছু সামগ্রী আছে যেগুলি থাকলে কাজ করাও যেমন সহজ হয়ে যায়, তেমন সময়ও অনেক কম খরচ...

কেনাকাটা2 weeks ago

ওজন কমাতে ও রোগ প্রতিরোধশক্তি বাড়াতে গ্রিন টি

খবরঅনলাইন ডেস্ক : ওজন কমাতে, ত্বকের জেল্লা বাড়াতে ও করোনা আবহে যেটি সব থেকে বেশি দরকার সেই রোগ প্রতিরোধ ক্ষমতা...

কেনাকাটা2 weeks ago

ইউটিউব চ্যানেল করবেন? এই ৮টি সামগ্রী খুবই কাজের

বহু মানুষকে স্বাবলম্বী করতে ইউটিউব খুব বড়ো একটি প্ল্যাটফর্ম।

কেনাকাটা3 weeks ago

ঘর সাজানোর ও ব্যবহারের জন্য সেরামিকের ১৯টি দারুণ আইটেম, দাম সাধ্যের মধ্যে

খবরঅনলাইন ডেস্ক: ঘর সাজাতে কার না ভালো লাগে। কিন্তু তার জন্য বাড়ির বাইরে বেরিয়ে এ দোকান সে দোকান ঘুরে উপযুক্ত...

কেনাকাটা4 weeks ago

শোওয়ার ঘরকে আরও আরামদায়ক করবে এই ৮টি সামগ্রী

খবর অনলাইন ডেস্ক : সারা দিনের কাজের পরে ঘুমের জায়গাটা পরিপাটি হলে সকল ক্লান্তি দূর হয়ে যায়। সুন্দর মনোরম পরিবেশে...

kitchen kitchen
কেনাকাটা1 month ago

রান্নাঘরের এই ৮টি জিনিস কাজ অনেক সহজ করে দেবে

খবরঅনলাইন ডেস্ক: আজকাল রান্নাঘরের প্রত্যেকটি কাজ সহজ করার জন্য অনেক উন্নত ব্যবস্থা এসে গিয়েছে। তা হলে ঘণ্টার পর ঘণ্টা কষ্ট...

care care
কেনাকাটা1 month ago

চুল ও ত্বকের বিশেষ যত্নের জন্য ১০০০ টাকার মধ্যে এই জিনিসগুলি ঘরে রাখা খুবই ভালো

খবরঅনলাইন ডেস্ক : পার্লার গিয়ে ত্বকের যত্ন নেওয়ার সময় অনেকেরই নেই। সেই ক্ষেত্রে বাড়িতে ঘরোয়া পদ্ধতি অনেকেই অবলম্বন করেন। বাড়িতে...

কেনাকাটা2 months ago

ঘর ও রান্নাঘরের সরঞ্জাম কিনতে চান? অ্যামাজন প্রাইম ডিলে রয়েছে ৫০% পর্যন্ত ছাড়

খবরঅনলাইন ডেস্ক : অ্যামাজন প্রাইম ডিলে রয়েছে ঘর আর রান্না ঘরের একাধিক সামগ্রিতে প্রচুর ছাড়। এই সেলে পাওয়া যাচ্ছে ওয়াটার...

নজরে