অজন্তা চৌধুরী
নব নালন্দার আয়োজনে নজরুল মঞ্চে ২৫ বৈশাখ তথা ৯ মে অনুষ্ঠিত হল সারাদিনব্যাপী রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান। দুটি পর্বে হল এ বারের অনুষ্ঠান। প্রথম পর্ব অনুষ্ঠিত হয় সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। দ্বিতীয় পর্ব বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত।
নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানালেন, এই রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে যোগদান করেছেন নব নালন্দার কলকাতা ও শান্তিনিকেতনের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিল্প-সংস্কৃতি জগতের স্বনামধন্য শিল্পীরা।

প্রথম পর্বে ছিল অতিথি শিল্পীদের নিবেদন। নব নালন্দার অগণিত ছাত্র-ছাত্রী-শিক্ষক-শিক্ষিকা একত্রে পরিবেশন করেন নৃত্যগীতি আলেখ্য ‘উদয়দিগন্তে শঙ্খ বাজে’। দেবাদৃত চট্টোপাধ্যায়ের পরিচালনায় পরিবেশিত হয় শত কন্ঠে রবীন্দ্রগান। দ্বিতীয় পর্বে ছিল শ্রাবণী সেন মিউজিক অ্যাকাডেমির সম্মেলক গান, ব্রততী পরম্পরার সম্মেলক নিবেদন ‘বিশ্বতীর্থে রবীন্দ্রনাথ’, ইমন চক্রবর্তীর নিবেদনে রবীন্দ্রসংগীতে মুক্তধারা, সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষে তাঁদের শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় ‘আজি এ আনন্দ সন্ধ্যা’ শিরোনামে এক শতকের পারে সুচিত্রা-কণিকা। পরিবেশনায় ছিল নব নালন্দা সংগীত শিক্ষায়তন।

সিনথেসাইজারে সমবেত রবীন্দ্রসংগীত পরিবেশনায় ছিলেন ‘নব রবি কিরণ’-এর শিল্পীরা, রবীন্দ্র নৃত্যনাট্য ‘শ্যামা’র পরিবেশনায় ছিল ‘ফুলিয়া আনন্দ ধ্বনি’। একক গান ও কবিতা পরিবেশনে ছিলেন শমীক পাল, অদিতি গুপ্ত, দেবাদৃত চট্টোপাধ্যায়, অরিত্র দাশগুপ্ত, রিমা মিত্র, সুতপা বন্দোপাধ্যায়, সুমন পান্থী, দেবশ্রী বিশ্বাস, শীর্ষ রায়, সুদীপ্ত রায়, চন্দ্রাবলী রুদ্র দত্ত, প্রণতি ঠাকুর, কোয়েল অধিকারী, প্রিয়াঙ্গী লাহিড়ী, অ্যারিনা মুখোপাধ্যায়, রিনি বিশ্বাস, রঞ্জিনী মুখোপাধ্যায়, সাম্য কার্ফা, শ্রেয়া গুহ ঠাকুরতা, শোভন গাঙ্গুলী, প্রবুদ্ধ রাহা, মৌনীতা চট্টোপাধ্যায়, সৈকত শেখরেশ্বর রায়, অভীক মল্লিক, অলক রায় চৌধুরী, প্রদীপ দত্ত, গৌরব সরকার, চন্দ্রিকা ভট্টাচার্য, দীপাবলি দত্ত, সত্যজিৎ দেবরায়, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।