অনুষ্ঠান
৮০-র পরেও নতুন অভিজ্ঞতার ‘শ্যামা’য় তিনি অভিভূত, বললেন সত্তরোর্ধ্ব নৃত্যশিল্পী পলি গুহ

স্মিতা দাস
মঞ্চের উত্তম-সুচিত্রার উত্তম আজ আর নেই, কিন্তু সুচিত্রা ৭৩ বছর বয়সে এসেও আজও দর্শকের মন জয় করে চলেছেন। এমনকি নিউ নর্মালের সমস্ত গণ্ডীর মধ্যে থেকেও নিজেকে খাপ খাইয়ে নিয়ে শিল্পকে একচুলও বঞ্চিত করেননি বিশিষ্ট নৃত্যশিল্পী পলি গুহ।
শুধু তিনি নন সম্প্রতি গুরুপূর্ণিমা উপলক্ষ্যে অনলাইনে মুক্তি পাওয়া ‘পরিশোধ’ অবলম্বনে ‘শ্যামা’ নৃত্যনাট্যটিতে রয়েছেন প্রদীপ্ত নিয়োগী, কোহিনূর সেন বরাট। এই নৃত্যানাট্যের প্রযোজনা করেছেন পলি গুহের কন্যা সেঁজুতি গুহ রায়।
এক ঘণ্টারও বেশি সময়ের এই নৃত্যনাট্যটি ছোটো পরিসরের মুঠো ফোনের দর্শকদের ব্যস্ততার কথা মাথায় রেখেই সম্পাদনা করে নামানো হয়েছে প্রায় ২৫ মিনিটে। সেই ২৫ মিনিটের পরিসরে শারীরিক দূরত্ব মেনে নিজের নিজের বাড়ি থেকে শুটিং করে কাজ করার এক নতুন অভিজ্ঞতার কথা জানালেন পলি গুহ।
তিনি বলেন, মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন একটা সময়, এমন করেও যে একই কাজ করা যায় তা কখনও ভাবেননি। সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। স্টেজ, ব্যাকগ্রাউন্ড, নাচের পরিসর, বিভিন্ন সুযোগসুবিধে, আলো ইত্যাদির সঙ্গে এর কোনো তুলনাই চলে না। প্রথমে কাজটি করতে একটু অসুবিধে মনে হলেও পরে কাজটি করতে গিয়ে বেশ মজা লাগে তাঁর। বেশ উপভোগও করেছেন। তিনি জানান, সেঁজুতি প্রতি পদক্ষেপে তাঁর সঙ্গে যেমন পরামর্শ করেছেন, তেমনই এই কাজে তাঁকে প্রতি মুহূর্তে সাহায্যও করেছে্ন।

প্রসঙ্গত, পলি গুহ ৮০ বারেরও বেশি ‘শ্যামা’ চরিত্রে কাজ করেছেন। এ ছাড়াও রয়েছে অন্যান্য অগুনতি পরিবেশনা। জীবনের বিভিন্ন সময়ে বহু পুরস্কার তিনি পেয়েছেন। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ২০০৫ সালে শ্রেষ্ঠ নৃত্যশিল্পী পুরস্কার, ২০০৭ সালে পথের পাঁচালির পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার, ২০১১-য় ইন্দো অক্সিডেন্টাল সিমবায়োসিস (আইওএস) থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ২০২০ সালে টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্রনৃত্য খ্যাতনামা নৃত্যশিল্পী হিসাবে পুরস্কার।
সেঁজুতি গুহ রায় বলেন, তাঁর জীবনে আদর্শ নৃত্যশিল্পী হলেন তাঁর বাবা-মা। তাই সে ক্ষেত্রে তাঁদের ধ্যানধারণা বা রুচির সম্পূর্ণটাই তাঁর কাছে বরণীয়। তাই সেটিকে অবলম্বন করে ঐতিহ্যকে তিনি বহন করে নিয়ে যেতে চান। সে ক্ষেত্রে রবীন্দ্রনৃত্যের সম্পূর্ণ নিজস্বতাকে তিনি অস্বীকার করতে পারেন না। তবে নতুন ভাবধারার মানুষের সঙ্গে মূলগত কিছু পার্থক্য থেকেই গিয়েছে এই কাজে। তিনি পোশাকের ক্ষেত্রে নাচের আঙ্গিকের ক্ষেত্রে রাবীন্দ্রিক ভাবধারাকেই প্রাধান্য দিয়েছেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের কোনো রকম প্রভাব থেকে তিনি নৃত্যনাট্যটিকে মুক্ত রেখেছেন। সব সময় মায়ের পরামর্শকে অগ্রাধিকার দিয়েছেন।

তিনি বলেন, গল্পের স্বার্থে সম্পাদনার পরিসর একটু বেশি মনে হলেও এখানে বেশ একটা নতুনত্ব রয়েছে। তা মূল ‘শ্যামা’য় নেই। তা হল যৌবন ও বৃদ্ধ বয়সের শ্যামা ও বজ্রসেন চরিত্র। অর্থাৎ গল্পের শেষে ফ্ল্যাশ ব্যাক। তিনি কবিগুরুর ‘পরিশোধ’ নাটক অবলম্বনে ‘শ্যামা’য় গল্প নির্বাচন ও সম্পাদনা করেছেন। সেই অনুসারেই এই দু’টি বয়সকে ধরা হয়েছে, এটি সম্পূর্ণ নতুন একটি ভাবনা।
উত্তীয়র ভূমিকায় কাজ করেছেন কোহিনূর সেন বরাট। তিনি বলেন, অনলাইনে কাজ অনেক করলেও এই ভাবে শারীরিক দূরত্ব মেনে কাজ করার অভিজ্ঞতা একদম আলাদা। বেশ উপভোগ করেছেন। পলি গুহর সঙ্গে অনেক বার কাজ করেছেন তিনি। কিন্তু এই কাজের অভিজ্ঞতা আলাদা। সব থেকে বড়ো ব্যাপার হল, নতুন প্রজন্ম যে এই পুরোনো সাংস্কৃতিক ঐতিহ্যে আগ্রহী এবং তারা তা বহন করে নিয়ে চলছে, এই ব্যাপারটি খুবই আনন্দের। তিনি আরও বলেন, ডিজিট্যালে কাজ মঞ্চে কাজ করার থেকে আলাদা। মঞ্চের ক্ষেত্রে দর্শকরা সদা জাগ্রত, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া হাততালির মাধ্যমে জানিয়ে দেন, এই সমস্তই বেশ উৎসাহ জোগায় । ডিজিট্যালে সেটা না হলেও শিল্প যে কখনও থেমে থাকে না, তার উদাহরণ হল এই ডিজিট্যাল মাধ্যম। তাই এটির গুরুত্ব আর কাজের উৎসাহকেও অস্বীকার করা যায় না।
অভিনেতাই যেখানে বাদক, পশ্চিমী গানে তবলার প্রয়োগ নিয়ে ভিডিও প্রকাশ করতে চলেছেন সৌম্যরূপ সাহা।
অনুষ্ঠান
বাঁকুড়ার আকুই গ্রামে আবৃত্তি সম্মেলন
এ বছর আবৃত্তি সম্মেলনের অনুষ্ঠান মঞ্চটি উৎসর্গ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশে।

ইন্দ্রাণী সেন বোস, বাঁকুড়া: আকুই আবৃত্তি সমাজের উদ্যোগে চতুর্থ আবৃত্তি সম্মেলন অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রামে। আবৃত্তি সম্মেলনের থিম ছিল আবৃত্তির আবর্তে মননের উৎসব। গাছে জল দিয়ে এবং নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মীরা। এঁদের মধ্যে ছিলেন রমাপ্রসাদ সেন, প্রসেনজিৎ সরকার, নীহারেন্দু দত্ত, দিলীপ দাঁ প্রমুখ।
এ বছর আবৃত্তি সম্মেলনের অনুষ্ঠানমঞ্চটি উৎসর্গ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশে। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীতশিক্ষক ও শিল্পী রবীন মণ্ডল ও তাঁর সম্প্রদায়।
আয়োজকদের পক্ষ থেকে পার্থ দে ও উমাপদ আচার্য জানান, আবৃত্তি সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় এক সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছে। প্রতি বছরের মতো এ বছরেও কবিতা পাঠ ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে বিজয়া প্রতিযোগী ও বিশিষ্টজনদের স্মারক-সন্মাননাও প্রদান করা হয়। এ ছাড়াও বর্ধমানের একটি সংস্থা শ্রুতি নাটক উপস্থাপন করে। অতিথিরা সংগীত পরিবেশন করেন ও কবিতা পাঠ করেন।
এ বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ১২৫ বছরে পা রাখল। সেই উপলক্ষ্যে ওই অনুষ্ঠানে বাঁকুড়া জেলায় নেতাজির আগমনের উপর তথ্যমূলক আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. প্রসেনজিৎ সরকার। বাঁকুড়ার কোথায় কোথায় নেতাজি এসেছিলেন তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেন প্রসেনজিৎবাবু। পাশাপাশি ইন্দাস থানার স্বাধীনতা সংগ্রামীদের কথা আলোচনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্থ দত্ত।
আরও পড়ুন: বামনিয়া শ্রীমা সারদা সেবাশ্রমের বাৎসরিক অনুষ্ঠান
অনুষ্ঠান
সামাজিক মাধ্যমে দুই বাংলার সঙ্গীত ও আবৃতি শিল্পীদের সেতু গড়েছে বাওবা টিভি

নিজস্ব প্রতিনিধি : করোনা কাল আমাদের অনেক কিছু শিখিয়েছে। প্রতিকূলতার মধ্যে আমাদের থেমে না থাকার ইচ্ছেটাকে আরও শক্তিশালী করেছে অতিমারী পরিস্থিতি।
কিছু সময়ের জন্য স্তব্ধ হলেও থামেনি আমাদের কলাচর্চা। শিল্পী-স্রোতার ব্যবধান ঘুচিয়ে দিয়েছে ডিজিটাল মিডিয়া। তাকেই মাধ্যম করে দুই বাংলার সঙ্গীত ও বাচিক শিল্পীদের সেতু তৈরি করেছে বাওবা টিভি।
নেতাজি সুভাষ চন্দ্রের ১২৫ জন্মদিনে ঝাড়খণ্ডের জামশেদপুরে শুরু হয় এই উদ্যোগ। বাওবা টিভির ফেসবুক পেজে নিয়মিত চলছে এই সঙ্গীত এবং আবৃতির অনুষ্ঠান।
প্রতি সপ্তাহে শুক্র, শনি ও রবিবার ভারতীয় সময় রাত ৮টা, বাংলাদেশ সময় রাত ৮ -৩০ টা এবং আমেরিকা ও কানাডা সকাল ৯ -৩০ টায় দেখা যাচ্ছে এই অনুষ্ঠান। পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পীবন্ধুরা থাকছেন শুধুমাত্র বাংলা সঙ্গীত ও আবৃত্তি নিয়ে । অনুষ্ঠানটির ডিজিটাল মিডিয়া পার্টনার খবর অনলাইন।
অনুষ্ঠান
শনিবার শোভাবাজারের গোপীনাথ বাড়িতে বসছে শিল্প-সংস্কৃতির জমজমাট আড্ডা

শুভদীপ রায় চৌধুরী
তিলোত্তমা কলকাতার ইতিহাসচর্চা বা সংস্কৃতিচর্চার প্রসঙ্গ উঠলেই যাদের নাম প্রথম দিকে উঠে আসে তাদের মধ্যে অন্যতম হল শোভাবাজার রাজবাড়ি, যাদের ঐতিহ্য এবং বনেদিয়ানা আজও বাংলার শিল্প ও সংস্কৃতিকে গৌরবান্বিত করে।
তৎকালীন সময়ে বহু রাজপরিবারে সংস্কৃতিচর্চা হত। বলা যেতে পারে গান-বাজনায় মেতে থাকত গোটা ঠাকুরদালান-সহ রাজবাড়ির অন্দরমহল। শোভাবাজার রাজবাড়িতেও অনুষ্ঠিত হত সেই জলসাঘর, যে জলসাঘরে উপস্থিত থাকতেন বিশিষ্টজনেরা।
একটা সময়ে এই কলকাতায় বাই-নাচ খুবই প্রচলিত ছিল। শোনা যায়, কলকাতায় প্রথম বাই-নাচের সূত্রপাত ঘটে শোভাবাজার রাজবাড়িতেই। শুধু বাই-নাচই নয়, কবিগান, যাত্রা, রাগসংগীতের আসর ইত্যাদি নানা রকমের আড্ডা বসত রাজবাড়িতে।
আবার সেই রাজবাড়ির দালানে বসবে বিশিষ্টজনেদের আসর আগামী ৩০শে জানুয়ারি ঠিক ৩টের সময়। শোভাবাজার রাজবাড়ির গোপীনাথ বাড়িতে অনুষ্ঠিত হবে শিল্প-সংস্কৃতির এক বৈঠকী আড্ডা। আড্ডার বিষয় ‘বাংলার শিল্প-সংস্কৃতি ও শোভাবাজার রাজবাড়ি’। আড্ডায় উপস্থিত থাকবেন শিল্প এবং সংস্কৃতিজগতের স্বনামখ্যাত মানুষজন, সঙ্গে থাকবেন কলকাতার বিভিন্ন প্রাচীন রাজবাড়ি-জমিদারবাড়ির সদস্যরাও।

বৈঠকে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, বিখ্যাত গায়ক প্রশান্ত ভট্টাচার্য, সুব্রত বসাক। এ ছাড়াও উপস্থিত থাকবেন আদিত্য বসাক, অংশুমান ভৌমিক-সহ বহু বিশিষ্টজন। এ ছাড়াও এই আড্ডায় উপস্থিত থাকবেন কলকাতার স্বনামধন্য পরিবারের সদস্যরা যেমন সাবর্ণ চৌধুরী পরিবার, শোভারাম বসাকের পরিবার, পাথুরিয়াঘাটা মল্লিক পরিবার, পটলডাঙা বসুমল্লিক পরিবার-সহ আরও বিভিন্ন প্রাচীন পরিবার।
অনুষ্ঠানটির মূল উদ্যোক্তাদের মধ্যে অন্যতম প্রবীর কৃষ্ণ দেব হলেও, রাজবাড়ির বিভিন্ন সদস্য যেমন নরেন্দ্র কৃষ্ণ দেব, শুভাশিস কৃষ্ণ দেব, শঙ্কর কৃষ্ণ দেব-সহ পরিবারের আরও সদস্যরা রয়েছেন এই আড্ডায় জড়িয়ে। করোনার সমস্ত রকম করোনার বিধিনিষেধ মেনেই বসবে এই আড্ডা। অনুষ্ঠানে প্রবেশের আগে স্যনিটাইজারের ব্যবস্থা থাকবে। এ ছাড়া রাজবাড়ির তরফ থেকে একটি বিশেষ মাস্কের ব্যবস্থা করা হয়েছে।
রাজবাড়িতে প্রতিটা আড্ডার সঙ্গে থাকে জমজমাট খাওয়াদাওয়া। এ বারের আড্ডায় একটু অন্য রকম আয়োজন করা হয়েছে বলেই জানা যাচ্ছে রাজবাড়ির তরফ থেকে। এই দিন বৈঠকী আড্ডার পাশাপাশি থাকবে নানা রকমের তেলেভাজা – যেমন বকফুলের বড়া, কুমড়োফুলের বড়া, বাঁধাকপির বড়া, লঙ্কার চপ, সঙ্গে ধনেপাতার চাটনি আর মুড়ি। সুতরাং বোঝাই যাচ্ছে, শনিবার সংস্কৃতিজগতের বিভিন্ন দিক নিয়ে এক জমজমাট মুখরোচক আলোচনাসভা হতে চলেছে শোভাবাজার রাজবাড়িতে।
-
রাজ্য1 day ago
Bengal Polls Live: সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৫ শতাংশের বেশি
-
ক্রিকেট2 days ago
IPL 2021: বলে ভেলকি হর্শল পটেলের, ব্যাটে জ্বলে উঠলেন ডেভিলিয়ার্স, বেঙ্গালুরুর কষ্টার্জিত জয়
-
রাজ্য1 day ago
Bengal Polls 2021: বাহিনীর গুলিতে হত ৪, শীতলকুচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
-
দেশ1 day ago
Corona Update: রেকর্ড তৈরি করে দেড় লক্ষের দিকে এগিয়ে গেল দৈনিক সংক্রমণ, তবুও কম মৃত্যুহারে কিছুটা স্বস্তি