কবিতা, গান ও নাচে শিল্পীকে সম্মান

0

আচার্য অ্যাক্সিস। কবিতা, গান ও নাচে শিল্পীকে সম্মান। সম্প্রতি নজরুল মঞ্চে পালিত হল পন্ডিত আচার্য জয়ন্ত বোসের ৬০ তম জন্মবার্ষিকী।  এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল  বিঙ্কর মিউজিকাল সোসাইটি।

song-2অনুষ্ঠানে কবিতা ও গানে পন্ডিত আচার্য্ বোসকে শ্রদ্ধা জানালেন প্রখ্যাত সব শিল্পীরা। ছিলেন পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পন্ডিত তন্ময় বোস।

song-3

শুধু ক্লাসিকাল ঘরানাই নয়, সেমি ক্লাসিকাল ঘরানার শিল্পীরাও সুরে ভরিয়ে তোলেন এদিনের নজরুল মঞ্চ।  কে না ছিলেন শিল্পী তালিকায়।  ইন্দ্রানী সেন, শুভমিতা ব্যানার্জি, শম্পা কুন্ডু, জয়তি চক্রবর্তী, অনুসূয়া মুখার্জী, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, রাঘব চ্যাটার্জি সহ আরও অনেকে।

নৃত্যানুষ্ঠানের  কোরিওগ্রাফি করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না নৃত্যশিল্পী মালবিকা সেন এবং কৌশিক চক্রবর্তী।

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন