ব্রিটিশ সুরের জাদুতে ভরা গানটি। না, শুধু গান নয়, মিউজিক ভিডিও। আজকাল মিউজিক ভিডিও ছাড়া শ্রোতারা আর গান শুনতেও পছন্দ করেন না। তাই সেই আঙ্গিকেই প্রকাশিত হল বঙ্গস্কোয়াড ব্যান্ডের প্রথম নিবেদন ‘পারিনা আমি ভূলে যেতে’। শনিবার কলকাতার প্রেসক্লাবে।
গানটির মুখ্য ভোকালিস্ট শতদল চ্যাটার্জি। এছাড়াও গেয়েছেন রাজর্ষি রায়। গান গাওয়ার পাশাপাশি গিটারও বাজিয়েছেন তিনি। বেস দিয়েছেন বিজিত ভট্টাচার্য, ড্রামসে সঙ্গ দিয়েছেন প্রেমজিত দত্ত।
একঘেয়ে সুর ছেড়ে খানিক ভিন্ন সুরে গান বেঁধেছে বমস্কোয়াড। শর্ট ফিল্ম পরিচালক বিদুলা ভট্টাচার্য-র পরিচালনায় শ্যুট হয়েছে এই গানটি।
শনিবার এই সিঙ্গলসটির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, গাবু, জয় সরকার, লাজবন্তী, উজ্জ্বয়িনী সহ বঙ্গস্কোয়াড এর সদস্যরা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।