অনুষ্ঠান
‘বাগুইআটি নৃত্যাঙ্গন’-এর নিবেদন ‘শারদ অর্ঘ্য – দুর্গা দুর্গতিনাশিনী, পঞ্চমী থেকে দেখা যাবে অনলাইনে

স্মিতা দাস
“অহং রুদ্রেভির্বসুভিশ্চরাম্যহম্/ আদিত্যৈরুত বিশ্বদেবৈঃ/ অহং মিত্রাবরুণোভা বিভর্ম্যহম্/ ইন্দ্রাগ্নী অহমশ্বিনোভা।”
‘বাগুইআটি নৃত্যাঙ্গন’-এর এ বারের নিবেদন ‘শারদ অর্ঘ্য – দুর্গা দুর্গতিনাশিনী’।
প্রতি বছরের মতো এ বছরও দেবীর আত্মপরিচয় দানের মন্ত্রে গায়ে কাঁটা দেবে। কিন্তু এ বছর কোভিড পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধির ভীষণ কড়াকড়ি জারি থাকলেও, পুরোনো কিছু প্রিয় অভ্যাস বাদ দিতে হলেও বোধন, অঞ্জলি, সন্ধিপুজো থাকবে। দুর্গাপুজোর সময়ও আমরা সবাই সরকারি বিধি নিষেধ মেনে মায়ের পুজোয় থাকব। সময়ের দাবি মেনে, নিজের ও অন্যের মঙ্গলের কথা ভেবে উৎসব উদযাপনে এই বদলটুকুতে ক্ষতি তো নেই।
কোভিড-পর্বের শুরু থেকেই সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে, পারস্পরিক দূরত্ববিধি মেনে একের পর এক অনুষ্ঠানের আয়োজন করে চলেছে ‘বাগুইআটি নৃত্যাঙ্গন’ ও কলকাতা সাংস্কৃতিক অঙ্গন। সহযোগিতায় রয়েছে ‘আন্তরিক’ শিল্পী সংস্থা। ‘বাগুইআটি নৃত্যাঙ্গন’-এর উদ্যোগে এর আগে অনুষ্ঠিত হয়েছে, বাংলা নববর্ষ, রবীন্দ্রজয়ন্তী, বাইশে শ্রাবণ, মহালয়া, বর্ষা-বরণ। সংস্থার সদস্যদের পাশাপাশি দেশ-বিদেশের প্রথিতযশা শিল্পীরাও যোগ দিয়েছেন এই সব অনুষ্ঠানে। বিপুল সমাদর মিলেছে দর্শকমহলে।
দুর্গাপুজো উপলক্ষে বাগুইআটি নৃত্যাঙ্গনের দীর্ঘ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এই বিশেষ পর্বে থাকছে দেশ বিদেশের বিশিষ্ট সংগীতশিল্পীদের সংগীত পরিবেশন। তা ছাড়া কলকাতার কিছু প্রাচীন বনেদিবাড়ির পুজো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পুজো, রাঁচি, জামশেদপুর, ত্রিপুরা, শিলচরের বনেদিবাড়ির পুজো এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামের পুজো, ইউরোপ, আমেরিকার পুজো, সঙ্গে থাকছে পুজো ঘিরে নানান অনুষ্ঠান| শারদ অর্ঘ্য, দুর্গা দুর্গতিনাশিনী।
পঞ্চমীর দিনেই শুরু হবে এই অনুষ্ঠান। সঙ্গীত, নৃত্য, আবৃত্তির মেলবন্ধনে এই নিবেদনও সম্প্রচারিত হবে সম্পূর্ণ বৈদ্যুতিন মাধ্যমে। শিল্পীরাও থাকবেন যে যাঁর বাড়িতে। কিন্তু রয়ে যাবে দূরে থেকেও পাশাপাশি বেঁধে-বেঁধে থাকার মূল সুরটি।
আর রয়ে যাবে প্রার্থনা। আনন্দময়ী, অসুরবিনাশিনী মহামায়ার পদধ্বনি যেন মুছে দেয় এই দুঃসময়। “জাগো, জাগো মা!”
অনুষ্ঠান পরিচালনায় জয়িতা বিশ্বাস, অনুপল বিশ্বাস। প্রধান উপদেষ্টা মধুমিতা বসু।
পঞ্চমীর দিন থেকে ভারতীয় সময় প্রতি দিন সন্ধে ৭টায় ও বাংলাদেশ সময় সাড়ে ৭টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটি দেখা যাবে বাগুইআটি নৃত্যাঙ্গনের অফিশিয়াল ফেসবুক পেজে। ও ইউটিউব চ্যানেলে।
আরও – হাসিমারার কিছু প্রকৃত গুণী শিল্পীর নিবেদন ‘আগমনী আলোর অপরাজিতা’
অনুষ্ঠান
‘ফ্রন্টলাইন সোলজার অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠিত হয়ে গেল

নিজস্ব প্রতিনিধি: ‘ফ্রন্টলাইন সোলজার অ্যাওয়ার্ড ২০২০’ দেওয়া হল। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সৃষ্টি ডান্স অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ইন্দ্রাণী গাঙ্গুলি। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত ২৯ ডিসেম্বর, আইসিসিআর মঞ্চে।
করোনাভাইরাসের অতিমারিতে যাঁরা সামনে থেকে লড়াই চালাচ্ছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং তাঁদের পুরষ্কৃত করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। সমাজের সকল স্তরের যোদ্ধাদেরই সংবর্ধনা দেওয়া হয়। তালিকায় ছিলেন ডাক্তার নার্স পুলিশ এবং সাংবাদিক।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা মাধবী মুখোপাধ্যায়, বাসবদত্তা চ্যাটার্জি, শকুন্তলা বড়ুয়া, লাজবন্তী রায়, সুমনা দাস, আইপিএস সুজয় কুমার চন্দ, এমএলএ দেবাশিস কুমার, ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের জাতীয় সভাপতি রবি জয়সওয়াল ও আরও অনেকে।
অনুষ্ঠানে ডাঃ মধুছন্দা কর, ডাঃ অঞ্জুলা ব্যানার্জি, গৌতম ভট্টাচার্য (পুলিশ), কাজল কুমার দলুই (আইএএস পার্কস্ট্রিট)-সহ আরও অনেকেই সম্মানিত করা হয়।
অনুষ্ঠান
২৫-এ পা বাগুইআটি নৃত্যাঙ্গনের, অনুষ্ঠান দেখা যাবে অনলাইনে

স্মিতা দাস
কোভিড পরিস্থিতিতে লকডাউন শুরু হওয়ার পর থেকে সবাই যখন ঘরবন্দি তখন বিভিন্ন উপলক্ষ্যগুলিতে মন খারাপের বোঝা সরিয়ে মনকে প্রশান্তি দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পথে একের পর এক উৎসব পালন করে চলেছে বাগুইআটি নৃত্যাঙ্গন। সেখানে যেমন বাদ যায়নি কবি-বন্দনা তেমনই হয়েছে দেবী-আবাহন। তবে অবশ্যই নিয়মবিধির বেড়াজাল না টপকে এই আয়োজন করেছিল বাগুইআটি নৃত্যাঙ্গন। একই সঙ্গে দেশ ও বিদেশকে মাতিয়ে ছিল তারা তাদের ডিজিট্যাল দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় অনলাইন পার্ফমেন্সের মাধ্যমে। সেই বাগুইআটি নৃত্যাঙ্গনের এই বছরই ২৫তম বর্ষ পূর্তি।
সেই বর্ষপূর্তিও উদযাপন করবে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ফেসবুক পেজে। অনুষ্ঠানের নাম দিয়েছে ‘অবশেষে পঁচিশে’। অনুষ্ঠানটি বাগুইআটি নৃত্যাঙ্গন ও কলকাতা সংকৃতিক অঙ্গনের যৌথ নিবেদন।
অনুষ্ঠানটি প্রচারিত হবে, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রচার শুরু হবে ২২ ডিসেম্বর থেকে। প্রতিদিন দেখা যাবে ভারতীয় সময় সন্ধ্যে ৭টায়।
অনুষ্ঠান
একগুচ্ছ সামাজিক উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু আমার আশা ফাউন্ডেশনের
বিবার সংস্থার উদ্বোধন হল বারাসত জেলা পরিষদের তিতুমীর ভবনে।

বারাসত : নানা সামাজিক উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু করল আমার আশা ফাউন্ডেশন। রবিবার সংস্থার উদ্বোধন হল বারাসত জেলা পরিষদের তিতুমীর ভবনে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুমিত রায়, বলিউডের মিউজিক পরিচালক কুমারেশ কুমার এবং বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট সোসাইটির সদস্যরা।
স্বেচ্ছায় রক্তদান শিবির, প্রতিবন্ধীদের জন্য ট্রাই সাইকেল প্রদান, দরিদ্র মেধাবী ছাত্রদের পাশে থাকা, ডেঙ্গু এবং অন্যান্য রোগ নিয়ে নিয়মিত সচতেনতা শিবির সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাবে আমার আশা ফাউন্ডেশন।
-
রাজ্য13 hours ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
দেশ2 days ago
মহারাষ্ট্র-কেরলে সংক্রমিত ৮০৮৬ বাকি দেশে মাত্র ৫০৭২, ২৩ মে’র পর সব থেকে কম দৈনিক মৃত্যু ভারতে
-
রাজ্য2 days ago
দক্ষিণবঙ্গে দু’ দিনের জন্য তাপমাত্রা বাড়লেও ফের ফিরবে শীত, উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
-
ফুটবল2 days ago
এগিয়ে থেকেও ড্র করে পয়েন্ট খোয়াল এটিকে মোহনবাগান