সঞ্জয় হাজরা
প্রখ্যাত আলোকচিত্রী আশিস সুরের স্থিরচিত্র প্রদর্শনী চলছে কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। প্রদর্শনী শুরু হয়েছে ৩০ অক্টোবর বুধবার, চলবে আগামী ৫ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন বেলা একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলছে। এটি আশিসবাবুর চতুর্থ একক স্থিরচিত্র প্রদর্শনী।
নিজস্ব উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রগ্রাহক জয়ন্ত সাহা, ভজগোবিন্দ চৌধুরী, অভয়নাথ গঙ্গোপাধ্যায়, প্রফেসর বিশ্বতোষ সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ভ্রামণিক আশিস সুর একাধিক বার লাদাখ ঘুরে এসেছেন। সেই লাদাখের বিভিন্ন প্রান্তের সাদাকালো ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। পাশাপশি লাদাখের উপরে লেখা আশিসবাবুর একটি পুস্তকও প্রকাশিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে। প্রদর্শনীতে চোখে পড়ার মতো দর্শক সমাগম হচ্ছে।
আশিসবাবু জানান, আগামী বছর এই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসেই তিনি ভিয়েতনাম এবং জাপানে তাঁর তোলা ছবি নিয়ে প্রদর্শনী করবেন। আগামী দিনে যাঁরা প্রাকৃতিক সাদাকালো ছবির উপর কাজ করতে চান, তাঁদের এই প্রদর্শনী অনেকটাই সাহায্য করবে বলে তিনি মনে করেন।
ছবি: প্রতিবেদক