আন্তর্জাতিক নারীদিবসে ৭ জন ভারতীয় ব্যতিক্রমী মহিলার বিষয়ে জানুন

0
Wemen's day
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: নারীদিবসের আবহে চিনে নেওয়া যাক দেশের বিখ্যাত কয়েক জন উদ্যোগপতি মহিলাকে।

১. কিরণ মজুমদার শ’

বায়োকন-এর প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ’। ইনিও ফোর্বস-এর তালিকায় বহু বার এসেছেন। একটি বাড়ির গ্যারাজ থেকে শুরু হয় এই বায়োকনের পথ চলা।

২. বন্দনা লুথরা

ভিএলসিসি হেলথ কেয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা বন্দনা লুথরা। ১৯৮৯ সালে নয়াদিল্লিতে ছোটো একটি হেলথ অ্যন্ড বিউটি সেন্টার দিয়ে শুরু হয়েছিল পথ চলা। বর্তমানে ১১টি দেশে ১৫০টি শহরের ৩২৩টি শাখা। চার হাজারের বেশি কর্মচারী। বন্দনা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত।

৩. একতা কাপুর

বালাজি টেলিফিল্মসের একতা কাপুর। টেলিভিশনের দুনিয়ার অন্যতম নাম একতা কাপুর।

৪. ইন্দু জৈন

টাইমস গ্রুপের চেয়ারপযার্সন ইন্দু জৈন। তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন।

৫. উপাসনা টাকু

মোবিকুইকের সহ-প্রতিষ্ঠাতা উপাসনা টাকু। এটি একটি জনপ্রিয় মোবাইল ওয়ালেট। এই ওয়ালেট অ্যাপের বর্তমান গ্রাহকসংখ্যা তিন কোটি ৫০ লক্ষ।

৬. শাহনাজ হুসেন

শাহনাজ হার্বেলের প্রতিষ্ঠাতা শাহনাজ হুসেন। ১৯৭০ সালে সংস্থা শুরু করেন নয়াদিল্লিতে। পদ্মশ্রী পুরস্কার লাভ করেন তিনি।

৭. দীপালি গোয়েঙ্কা

ওয়েলস্পুন ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার এবং জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর। সংস্থায় যোগ দেন ২০০২ সালে। তাঁর কর্মদক্ষতা এবং উদ্ভাবনী শক্তি তাঁকে সাফল্যের সোপান দেখায়।

আরও পড়ুন – কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সঙ্গে রফার ফরমুলা চূড়ান্ত সিপিআইএমের
dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন