আগামী ২৬ জানুয়ারি ২০২৫-এ দেশ উদযাপন করবে ৭৬তম সাধারণতন্ত্র দিবস। এবারের উদযাপন হবে আরও জাঁকজমকপূর্ণ। তার জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি। ভারতীয় নৌসেনার মহড়া পর্বের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, কী ভাবে নৌসেনার জওয়ানরা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতিতে ব্যস্ত। এই মহড়া ভিডিও নিঃসন্দেহে সবার মন ছুঁয়ে যাবে।
ভারতীয় নৌসেনার ভিডিও প্রকাশ
নৌসেনা একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, “ভারত ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। এই বিশাল আয়োজন বাস্তবে রূপ দিতে যাঁরা কঠোর পরিশ্রম করছেন, তাঁদের সঙ্গে পরিচিত হন।” ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যে নৌসেনার জওয়ানরা কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছেন। প্রায় দেড় মিনিটের এই ভিডিও প্রত্যেককে মুগ্ধ করবে।
কুচকাওয়াজের প্রস্তুতি চলছে জোরকদমে
মহড়া ভিডিওতে নৌসেনার জওয়ানদের দুর্দান্ত সমন্বয়ে কুচকাওয়াজ করতে দেখা যাচ্ছে। তাঁরা অস্ত্রসহ নিজেদের দক্ষতাও প্রদর্শন করেছেন। জানা গেছে, প্রতিবছরের মতো এবারও সাধারণতন্ত্র দিবসের উদযাপন হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ। যারা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তাঁরা পূর্ণ উদ্যমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।