ভারতীয় সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়েছিল ১৯৪৭ সালের ২৭ অক্টোবর। ২৯৯ সদস্যের একটি গণপরিষদ এই সংবিধান খসড়া তৈরির দায়িত্বে ছিল। অবশেষে এটি গৃহীত হয় ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।
তবে খসড়া তৈরি এবং গৃহীত হওয়ার তারিখ নিয়ে বিভ্রান্ত না হয়ে মনে রাখা দরকার, এটি আনুষ্ঠানিক ভাবে কার্যকর হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। এই দিনটিতেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্রে পরিণত হয়। এ বছর, ২০২৫ সালের ২৬ জানুয়ারি ভারত উদযাপন করবে ৭৬তম সাধারণতন্ত্র দিবস।
অনেকে মনে করেন সংবিধান গৃহীত হওয়ার বছর, অর্থাৎ ১৯৪৯ থেকে গণনা করা উচিত। কিন্তু প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে ১৯৫০ সালের ২৬ জানুয়ারির দিনটিতে, যখন এটি কার্যকর হয়েছিল। এটি জাতীয় গর্বের দিন, যা দেশজুড়ে দেশপ্রেমের আবেগে উদযাপন করা হয়।
কেন উদযাপন করা হয় সাধারণতন্ত্র দিবস?
প্রতিবছর ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার স্মরণে সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়।
এই দিনটি ভারতকে ব্রিটিশ উপনিবেশ থেকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্রে রূপান্তরের প্রতীক। এটি ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের জাতীয় নীতিগুলির প্রতিষ্ঠা স্মরণ করায়।
২৬ জানুয়ারি দিনটি বেছে নেওয়া হয়েছিল ১৯৩০ সালে পূর্ণ স্বরাজ (পূর্ণ স্বাধীনতা)-এর ঘোষণা উদযাপনের জন্য। সাধারণতন্ত্র দিবস ভারতের ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক।
ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্যরা কারা ছিলেন?
১৯৪৭ সালে গঠিত ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্যরা হলেন:
- ড. বিআর. অম্বেডকর (চেয়ারম্যান): সংবিধানের প্রধান স্থপতি
- আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার: বিশিষ্ট আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ
- এন গোপালস্বামী আইয়ঙ্গার: রাজনীতিবিদ এবং কূটনীতিক
- কেএম মুনশি: স্বাধীনতা সংগ্রামী এবং লেখক
- সৈয়দ মহম্মদ সাদুল্লা: অসমের প্রাক্তন প্রধানমন্ত্রী
- বি.এল. মিটার: সংবিধান বিশেষজ্ঞ (মৃত্যুর পর এন মাধব রাও স্থলাভিষিক্ত হন)
- ডিপি খৈতান: আইনজ্ঞ (মৃত্যুর পর টিটি কৃষ্ণমাচারি স্থলাভিষিক্ত হন)
- টি.টি. কৃষ্ণমাচারি: অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ
- এম. আনন্দসায়নম আইয়ঙ্গার: বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী
২৬ জানুয়ারি কেন সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়?
ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা অর্জন করলেও তখনও এটি উপনিবেশিক আইন অনুযায়ী পরিচালিত হত। সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়েছিল ১৯৪৭ সালের ২৭ অক্টোবর এবং প্রায় তিন বছর ধরে তা চূড়ান্ত করা হয় ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।
তবে ১৯৩০ সালের পূর্ণ স্বরাজ ঘোষণাকে সম্মান জানাতে এটি কার্যকর করা হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। সেই থেকেই ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।