nimta sarbojanin
নিমতা সর্বজনীনের শ্যামাপূজা। নিজস্ব চিত্র।

ওয়েবডেস্ক: আজ মঙ্গলবার কালীপুজো। যদিও পঞ্জিকামতে অমাবস্যা পড়ছে রাত ১০টার পর তবুও আজই কালীপুজো পালিত হচ্ছে। রাজধানী কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সব শহর-গ্রাম সেজে উঠেছে দীপাবলির আলোকসজ্জায়। কোথাও বৈদ্যুতিক আলোর ঝলকানি, কোথাও বা মোমবাতি অথবা প্রদীপের আলো। সেই সঙ্গে শুরু হয়েছে মা কালীর আরাধনা। অবশ্য মূল পূজা অমাবস্যা পড়লে শুরু হবে।

আরও পড়ুন কলকাতার সবরীমালা! এই কালীপুজোয় প্রবেশাধিকার নেই মহিলাদের
nimta sarbojanin pandal
নিমতা সর্বজনীনের মণ্ডপসজ্জা। নিজস্ব চিত্র।

প্রতি বছরের মতো এ বারেও মাতৃ আরাধনায় মেতেছে নিমতা সর্বজনীন শ্যামাপূজা কমিটি। নিমতার পূজা এ বার ২৬ বছরে পড়ল। গত পাঁচ বছর ধরে থিমের পুজোর আয়োজন করছে নিমতা সর্বজনীন। এ বার তাদের থিমপুজোর ষষ্ঠতম বর্ষ। পূজা কমিটির তরফ থেকে জানানো হল, এ বার তাদের থিম ‘সাবেক’। সব কিছুই সাবেক। তাই ভাবনার সঙ্গে তাল মিলিয়ে মাতৃপ্রতিমাও সাবেক। থিমের সঙ্গে মানানসই সুসজ্জিত মণ্ডপসজ্জা খুবই দৃষ্টিনন্দন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here