Homeদুর্গাপার্বণমহালয়ার অবসান, অকালবোধন সমাগত, কিন্তু শারদীয় দুর্গাপুজো অকালবোধন কেন?  

মহালয়ার অবসান, অকালবোধন সমাগত, কিন্তু শারদীয় দুর্গাপুজো অকালবোধন কেন?  

প্রকাশিত

ধীরে ধীরে চলে যাচ্ছে মহালয়ার দিনটি। পিতৃপক্ষের অবসান হতে চলেছে। রাত পোহালেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। শারদীয়া দুর্গাপূজা তথা অকালবোধনের লগ্ন এসে যাবে।

কিন্তু শরতের এই পুজো অকালবোধন কেন? সংস্কৃত ‘অকাল’ ও ‘বোধন’ শব্দদুটি বাংলা ভাষায় তৎসম শব্দ হিসেবে গৃহীত হয়েছে। ‘অকাল’ শব্দের অর্থ ‘অসময়’ অর্থাৎ যে সময় শুভকর্মের পক্ষে অযোগ্য, অনুপযুক্ত। অন্যদিকে ‘বোধন’ শব্দটির অর্থ হল ‘উদ্বোধন’। এ ক্ষেত্রে নিদ্রাভঙ্গ করা বা জাগানো। ‘অকালবোধন’ শব্দবন্ধটির অর্থ ‘অসময়ে বোধন বা জাগরণ’। শরৎকালে দেবীদুর্গার আরাধনা অসময়ের আরাধনা। কিন্তু প্রশ্ন হল, এই সময়কে ‘অকাল’ বলা হচ্ছে কেন?

শ্রাবণ থেকে পৌষ, এই ছ’মাস চলে সূর্যের দক্ষিণায়ণ অর্থাৎ সূর্যের গতি থাকে দক্ষিণদিক দিয়ে। আর মাঘ থেকে আষাঢ়, এই ছ’মাস চলে সূর্যের উত্তরায়ণ অর্থাৎ সূর্যের গতি থাকে উত্তরদিক দিয়ে। দেবতাদের কাছে উত্তরায়ণ হল দিন আর দক্ষিণায়ণ হল রাত্রি। রাত্রিকালে দেবীদুর্গা নিদ্রিত থাকেন। সেই অর্থে এই দক্ষিণায়ণের সময়টুকু অকাল। দেবী নিদ্রিত থাকেন বলে তাঁর বোধন করে অর্থাৎ তাঁকে জাগিয়ে পুজো করতে হয়। শরৎকালে দুর্গাপুজো অসময়ের পুজো বলেই একে ‘অকালবোধন’ বলা হয়।

হিন্দু পঞ্জিকা অনুসারে দুর্গাপূজার বিধিসম্মত সময় হল চৈত্রমাস। চৈত্রমাস বসন্ত ঋতুর মধ্যে পড়ে। তাই চৈত্রমাসে দুর্গার যে পুজো হয় তা বাসন্তীপূজা নামে পরিচিত। পুরাণে আছে, রাজা সুরথ দুর্গাপূজা করেছিলেন বসন্তকালেই। রাজা সুরথ চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী ও নবমী তিথিতে শাস্ত্রবিধিমতে দেবী দুর্গতিনাশিনীর পূজা করেছিলেন। বসন্তকাল উত্তরায়ণে পড়ে আর উত্তরায়ণে যেহেতু দেবতাদের দিন তাই ওই সময়ে বাসন্তীপূজায় বোধনের প্রয়োজন হয় না।

রামচন্দ্র লঙ্কার রাজা রাবণকে বধ করার আগে দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে তাঁর পূজা করেছিলেন। সময়টা ছিল শরৎকাল, সূর্যের দক্ষিণায়ণের অন্তর্গত। সেই সময়টা দেবতাদের রাত। তাই দেবী পার্বতীকে জাগানোর প্রয়োজন ছিল। তাই রাম দেবী পার্বতীকে পুজোর আগে বেলগাছের তলায় তাঁর বোধন করেছিলেন। সময়টা অসময় ছিল, তাই এই পুজো ‘অকালবোধন’ নামে পরিচিত হয়।

একসময়ে এই বাংলায় বাসন্তীপূজার চল ছিল অনেক বেশি। তারপর ধীরে ধীরে ‘অকালবোধন’ তথা শরৎকালের দুর্গাপূজা সেই জায়গা দখল করে নেয়। এখন দুর্গাপুজো বললে লোকে শারদীয়া দুর্গাপূজাকেই ধরে নেয়।

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

আরও পড়ুন

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

দুর্গোৎসব ২০২৪: দুর্নিবার গতিতে এগিয়ে চলা ‘দুর্বার’-এর সোনাগাছি দুর্গাপুজোর ১২ বছর

সঞ্জয় হাজরা যৌনকর্মীদেরও মা দুর্গার আরাধনা করার অধিকার আছে। যে সংগঠনের মাধ্যমে তাঁরা এই অধিকার...

দুর্গোৎসব ২০২৪: সারাবছর দুয়ার খোলা থাকলেও নবরাত্রির সময় যে মন্দিরে মহিলাদের প্রবেশ নিষেধ

চলছে দেবীপক্ষ। চলছে মাতৃশক্তির আরাধনা। কিন্তু বিহারের নালন্দায় আছে এমন এক দেবীমন্দির যেখানে সারাবছর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?