Homeদুর্গাপার্বণদুর্গোৎসব ২০২৪: জাঁকজমকপূর্ণ আড়ম্বর নয়, ভক্তিভরে মায়ের উপাসনাই লক্ষ্য কাঁকুড়গাছি মিতালীর

দুর্গোৎসব ২০২৪: জাঁকজমকপূর্ণ আড়ম্বর নয়, ভক্তিভরে মায়ের উপাসনাই লক্ষ্য কাঁকুড়গাছি মিতালীর

প্রকাশিত

যাঁকে ছাড়া বাঙালির জীবন অচল, বাঙালির প্রাণের ঠাকুর গুরুদেব রবীন্দ্রনাথ তাঁর ‘শিশু ভোলানাথ’-এ লিখে গেছেন, ‘দূরকে খুঁজে খুঁজে শেষে মায়ের কাছে ফিরতে হয়’। মায়ের কোনো বিকল্প হয় না।

মাতৃশক্তির উপাসক বাঙালির কাছে সকল শক্তির উৎস হল একদিকে জন্মদায়িনী মা অন্যদিকে বরাভয়দায়িনী মা দুর্গা। মা দুর্গা আমাদের সমস্ত শক্তির উৎস, যাঁর আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের জীবনযুদ্ধে শামিল হতে হয়। কিন্তু এই মা দুর্গার পুজোয় কেন লাগবে বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন? ভক্তিভরে উপাসনাই তো একমাত্র দরকার।

durga kakurgacchi mitali 2 22.09

কাজ চলছে জোরকদমে। ছবি: রাজীব বসু।

এ বছরের দুর্গাপুজোর মাধ্যমে সেই বার্তাই দিচ্ছে কলকাতার অন্যতম বড়ো পুজো কমিটি ‘মিতালী কাঁকুড়গাছি’। তাদের এবারের ভাবনা ‘উপাসনা’। পুজোর ভাবনা ও সৃজনের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট থিমশিল্পী প্রশান্ত পাল। এমনই জানিয়েছেন উত্তর কলকাতার এই পুজো কমিটির কর্তা নীলকমল পাল।

তাঁর কথায়, “আমাদের সকল শক্তির উৎস মা দুর্গার উপাসনায় লাগে না কোনো লোকদেখানো জাঁকজমক, বাহ্যিক আড়ম্বর। মায়ের আরাধনায় লাগে শুধু অন্তরের ভক্তি, হৃদয়ের বাসনা। ভক্তিপূর্ণ এই উপাসনাতেই আমাদের নির্বাণ, আমাদের মুক্তি। আমাদের মায়ের পুজোয় জাঁকজমক, আড়ম্বর না থাকলেও মনের ভক্তির কোনো অভাব নেই। আমাদের মায়ের গায়ে দামি পোশাকআশাক বা গয়না না থাকলেও আমাদের জগজ্জননী মায়ের রূপ-তেজের কোনো অভাব নেই।  নীল আকাশের নীচে, বাঁশ বাগানের মাঝে আমাদের মায়ের নিবাস। আমরা মনের প্রার্থনা, ভক্তির শক্তি দিয়েই মায়ের আরাধনা করি দিনরাত।”

কোথায় এই মণ্ডপ

সিআইটি রোডে কাঁকুড়গাছি মোড় থেকে মানিকতলার দিকে ৩০০ মিটার।

আরও পড়ুন

দুর্গোৎসব ২০২৪: পুজোমণ্ডপ মানেই সকলেরই ‘অবারিত’ দ্বার, পুজোর মধুর স্মৃতি উস্কে দিতে সেই বার্তা হাজরা উদয়ন সঙ্ঘে

দুর্গোৎসব ২০২৪: সমাজে আজও ‘আমরা-ওরা’, ব্রাত্যজনের কাহিনিকেই তুলে ধরছে শিবমন্দির

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

রেলযাত্রায় ফোন চুরি? RPF-এর সঙ্গে হাত মিলিয়ে এবার খুঁজে দেবে টেলিযোগাযোগ দপ্তর

রেলযাত্রায় ফোন চুরি বা হারিয়ে গেলে আর দুশ্চিন্তা নয়। এবার টেলিযোগাযোগ বিভাগ ও আরপিএফ একসঙ্গে কাজ করবে হারানো ফোন খুঁজে বের করতে। সিইআইআর পোর্টাল ব্যবহার করে ফোন ব্লকও করা যাবে সহজেই।

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায়...

মহানগরীতে ঠাকুর দেখা ২: রাজীব বসুর ক্যামেরায়

কলকাতা: দুর্গাসপ্তমী চলে গেল। এখন গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পুজোর আর মাত্র ২টি দিন বাকি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে