Homeদুর্গাপার্বণমহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিমে। কিছু কিছু বনেদি বাড়িতেও পালিত হচ্ছে পুজোর নানা প্রথা। কলকাতার বিখ্যাত কিছু পুজো ক্যামেরাবন্দি করেছেন চিত্রসাংবাদিক রাজীব বসু। আসুন, দেখে নেওয়া যাক সেইসব পুজো।

durga ekdalia 09.10

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ের কাছে একডালিয়া রোডে একডালিয়া এভারগ্রিন-এর পুজো এবার ৮২ বছরে পড়ল। জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। পঞ্চমীর দিন বিকেল থেকেই নামে জনতার ঢল।

durga singhi 09.10

গড়িয়াহাট রোডের একদিকে একডালিয়া রোড আর অন্যদিকে ডোভার লেন। ডোভার লেন ধরে খানিকটা এগোলেই সিংহী পার্কের পুজো। সিংহী পার্ক শোনাচ্ছে সাতমহলা জমিদারবাড়ির অন্তঃপুরের কাহিনি। সেখানেও জনতার ঢল।

durga madox 09.10 1

দক্ষিণ কলকাতার আর-এক বিখ্যাত পুজো ম্যাডক্স স্কোয়ারের পুজো। বালিগঞ্জের হাজরা রোড থেকে বেরিয়েছে পঙ্কজ মল্লিক সরণি (পূর্বতন রিচি রোড)। এই রাস্তার ধারেই ম্যাডক্স স্কোয়ার। এবারের পুজো ৯০ বছরে পা দিল। বরাবর সাবেকি একচালা দুর্গাপ্রতিমাই ম্যাডক্স স্কোয়ারের পুজোর বিশেষত্ব।

durga 75 palli 09.10

ভবানীপুরের ৭৫ পল্লীর পুজো আশুতোষ মুখার্জি রোড ও পদ্মপুকুর রোডের মোড় থেকে বাঁদিকে দেবেন্দ্র ঘোষ রোডে। কবি জীবনানন্দ দাশ এবং শিল্পী সনাতন দিন্দার যুগলবন্দি ভবানীপুরের পুজো। জীবনানন্দের কবিতায় অনুপ্রাণিত হয়ে ভবানীপুর ৭৫ পল্লীর থিম ‘তবু তোমার কাছে আমার হৃদয়’।

durga dutta 091.0

জমে উঠছে বনেদি বাড়ির পুজো। ঠনঠনিয়া দত্তবাড়ির দুর্গাপুজো।

durga kashi 09.10

আরও উত্তরে চলুন। চিত্তরঞ্জন অ্যাভেনিউ ও বিডন স্ট্রিটের মোড়ের কাছে এসে পুবদিকে বিডন স্ট্রিট ধরে এগিয়ে পৌঁছে যান হেদুয়াতে। রূপবাণী বাসস্টপের দিকে একটু এগোলেই বাঁহাতে কাশী বোস লেনের পুজো। পঞ্চমীর সন্ধ্যায় সেখানেও বেশ ভিড়।

durga hati nabin 09.10 1

এবার আরও উত্তরে। আচার্য প্রফুল্লচন্দ্র রোডে খান্নার মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দিকে এগোলে বাঁহাতে পড়বে গগেন্দ্র মিত্র লেন। সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই হাতিবাগান নবীন পল্লীর মণ্ডপ। এখানে গত বছর হয়েছিল আবোল তাবোল পাড়া, এবার হয়েছে থিয়েটার পাড়া। পঞ্চমীর সন্ধ্যায় সেখানে ভালোই ভিড় লক্ষ করা গেল।

durga ahiritola 09.10 1

এবার চলে যাওয়া যাক আরও উত্তরে বি কে পাল অ্যাভেনিউ এবং বেনিয়াটোলা স্ট্রিটের সংযোগস্থলে আহিরীটোলা সার্বজনীনের পুজোমণ্ডপে। তিলোত্তমা কলকাতার আত্মা যদি হয় উত্তর কলকাতা, তাহলে উত্তর কলকাতার হৃৎপিন্ড অবশ্যই আহিরীটোলা। এবার এটাই থিম এই পুজোর। আহিরীটোলার ঠাকুর দেখতে পঞ্চমীর সন্ধ্যাতেই জনস্রোত।

durga sreebhumi

উত্তর থেকে এবার চলে আসা যাক পুবে। উল্টোডাঙা মোড় থেকে ভিআইপি রোড ধরে একটু এগোলেই মহানগরীর অন্যতম নামকরা পুজো শ্রীভূমি। সেখানে তো মহালয়া থেকেই ভিড় চলছে। পঞ্চমীতেও তার ব্যতিক্রম হয়নি।

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে সুখবর, সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা ও বাড়ছে শেষ পরিষেবার সময়

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে বাড়ছে ট্রেন সংখ্যা, কমছে সময়ের ব্যবধান, শেষ ট্রেন মিলবে আরও দেরিতে। যাত্রীদের জন্য বড় আপডেট ১৪ জুলাই থেকে।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।