একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিমে। কিছু কিছু বনেদি বাড়িতেও পালিত হচ্ছে পুজোর নানা প্রথা। কলকাতার বিখ্যাত কিছু পুজো ক্যামেরাবন্দি করেছেন চিত্রসাংবাদিক রাজীব বসু। আসুন, দেখে নেওয়া যাক সেইসব পুজো।

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ের কাছে একডালিয়া রোডে একডালিয়া এভারগ্রিন-এর পুজো এবার ৮২ বছরে পড়ল। জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। পঞ্চমীর দিন বিকেল থেকেই নামে জনতার ঢল।
গড়িয়াহাট রোডের একদিকে একডালিয়া রোড আর অন্যদিকে ডোভার লেন। ডোভার লেন ধরে খানিকটা এগোলেই সিংহী পার্কের পুজো। সিংহী পার্ক শোনাচ্ছে সাতমহলা জমিদারবাড়ির অন্তঃপুরের কাহিনি। সেখানেও জনতার ঢল।
দক্ষিণ কলকাতার আর-এক বিখ্যাত পুজো ম্যাডক্স স্কোয়ারের পুজো। বালিগঞ্জের হাজরা রোড থেকে বেরিয়েছে পঙ্কজ মল্লিক সরণি (পূর্বতন রিচি রোড)। এই রাস্তার ধারেই ম্যাডক্স স্কোয়ার। এবারের পুজো ৯০ বছরে পা দিল। বরাবর সাবেকি একচালা দুর্গাপ্রতিমাই ম্যাডক্স স্কোয়ারের পুজোর বিশেষত্ব।
ভবানীপুরের ৭৫ পল্লীর পুজো আশুতোষ মুখার্জি রোড ও পদ্মপুকুর রোডের মোড় থেকে বাঁদিকে দেবেন্দ্র ঘোষ রোডে। কবি জীবনানন্দ দাশ এবং শিল্পী সনাতন দিন্দার যুগলবন্দি ভবানীপুরের পুজো। জীবনানন্দের কবিতায় অনুপ্রাণিত হয়ে ভবানীপুর ৭৫ পল্লীর থিম ‘তবু তোমার কাছে আমার হৃদয়’।
জমে উঠছে বনেদি বাড়ির পুজো। ঠনঠনিয়া দত্তবাড়ির দুর্গাপুজো।
আরও উত্তরে চলুন। চিত্তরঞ্জন অ্যাভেনিউ ও বিডন স্ট্রিটের মোড়ের কাছে এসে পুবদিকে বিডন স্ট্রিট ধরে এগিয়ে পৌঁছে যান হেদুয়াতে। রূপবাণী বাসস্টপের দিকে একটু এগোলেই বাঁহাতে কাশী বোস লেনের পুজো। পঞ্চমীর সন্ধ্যায় সেখানেও বেশ ভিড়।
এবার আরও উত্তরে। আচার্য প্রফুল্লচন্দ্র রোডে খান্নার মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দিকে এগোলে বাঁহাতে পড়বে গগেন্দ্র মিত্র লেন। সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই হাতিবাগান নবীন পল্লীর মণ্ডপ। এখানে গত বছর হয়েছিল আবোল তাবোল পাড়া, এবার হয়েছে থিয়েটার পাড়া। পঞ্চমীর সন্ধ্যায় সেখানে ভালোই ভিড় লক্ষ করা গেল।
এবার চলে যাওয়া যাক আরও উত্তরে বি কে পাল অ্যাভেনিউ এবং বেনিয়াটোলা স্ট্রিটের সংযোগস্থলে আহিরীটোলা সার্বজনীনের পুজোমণ্ডপে। তিলোত্তমা কলকাতার আত্মা যদি হয় উত্তর কলকাতা, তাহলে উত্তর কলকাতার হৃৎপিন্ড অবশ্যই আহিরীটোলা। এবার এটাই থিম এই পুজোর। আহিরীটোলার ঠাকুর দেখতে পঞ্চমীর সন্ধ্যাতেই জনস্রোত।
উত্তর থেকে এবার চলে আসা যাক পুবে। উল্টোডাঙা মোড় থেকে ভিআইপি রোড ধরে একটু এগোলেই মহানগরীর অন্যতম নামকরা পুজো শ্রীভূমি। সেখানে তো মহালয়া থেকেই ভিড় চলছে। পঞ্চমীতেও তার ব্যতিক্রম হয়নি।