Homeদুর্গাপার্বণমহানগরীতে ঠাকুর দেখা ২: রাজীব বসুর ক্যামেরায়

মহানগরীতে ঠাকুর দেখা ২: রাজীব বসুর ক্যামেরায়

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: দুর্গাসপ্তমী চলে গেল। এখন গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পুজোর আর মাত্র ২টি দিন বাকি – মহাষ্টমী/মহানবমী এবং বিজয়া দশমী। এই পঞ্জিকা মতে মহাষ্টমী ও মহানবমী একই দিনে পড়েছে। কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজোর এখনও তিন দিন বাকি – মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী। সে যাই হোক, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝেই চলছে আনন্দনগরীর পুজো দেখা। চিত্রসাংবাদিক রাজীব বসুর ক্যামেরায় দেখে নেওয়া যাক মহানগরীর কিছু পুজো এবং অন্যান্য পুজো সম্পর্কিত কাজকর্ম।

durga saptami kalabou 11.10

দুর্গাপুজোর সপ্তমী শুরু হয় কলা বউস্নান দিয়ে। যেসব সর্বজনীন এবং পারিবারিক পুজোর পক্ষে সম্ভব হয় গঙ্গা থেকে কলাবউকে স্নান করিয়ে আনা, তারা তা-ই করে।

durga saptami tala pratyoy 1 11.10

পুজো পরিক্রমা শুরু করা যাক উত্তর থেকে। এ বছর টালা প্রত্যয়ের পুজোর থিম ‘বিহীন The Void’। আলোকসজ্জায়ও রয়েছে অভিনবত্ব। উত্তর কলকাতার টালা পার্কে এই পুজো। শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে বেলগাছিয়া রোড ধরে এগিয়ে বেলগাছিয়া ব্রিজ পেরিয়ে বাঁদিকের পথ ধরুন। টালা পার্কে টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ।

durga saptami hatibagan 11.10

এবার চলুন যাওয়া যাক হাতিবাগান সার্বজনীনের পুজো দেখতে। আপনি যদি উত্তর কলকাতায় আচার্য প্রফুল্লচন্দ্র রোডে খান্নার মোড় থেকে গ্রে স্ট্রিট ধরে বিধান সরণিতে হাতিবাগান মোড়ের দিকে এগিয়ে যান তাহলে মাঝামাঝি জায়গায় পাবেন হাতিবাগান সার্বজনীনের পুজোমণ্ডপ। পার্লে আনন্দবাজার পত্রিকার শারদ অর্ঘ্য-এ এ বছর উত্তরের সেরা সর্বজনীন পুজোর সম্মান পেয়েছে হাতিবাগান সার্বজনীন।

durga saptami tridhara 11.10

চলুন দক্ষিণে। যে সর্বজনীন পূজামণ্ডপে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে স্লোগান দেওয়ায় ৯ জনকে ৭ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার মনোহর পুকুররোডে সেই ত্রিধারা সম্মিলনীর পূজোয় জনসমুদ্র।

durga saptami cetla agrani 11.10

একই রকম জনসুমদ্র চেতলা অগ্রণীর পুজোয়। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে সোজা পশ্চিমে রাসবিহারী অ্যাভেনিউ ধরে এগিয়ে আদিগঙ্গার সেতু পেরিয়ে যান। তারপর কিছুটা এগিয়ে বাঁদিকে এগোলেই মণ্ডপ।  

durga saptami suruchi 11.10

দুর্গাপুজোর কয়েকটা দিন রোজই জনজোয়ারে ভাসল সুরুচি সংঘের পুজো। বৃহস্পতিবার সপ্তমীর দিনও তার ব্যতিক্রম হল না। টালিগঞ্জ সার্কুলার রোডে নিউ আলিপুর পেট্রোল পাম্পের কাছে এই পুজো।

durga saptami park st 11.10

কলকাতায় দুর্গাপুজোর সঙ্গে পার্ক স্ট্রিটের কোনো সম্পর্ক নেই। অথচ সেই পার্ক স্ট্রিট সেজেছে আলোকমালায়। এ যেন বড়োদিনের পার্ক স্ট্রিট। কলকাতাবাসী বিস্মিত। তাদের প্রশ্ন, এত কোটি কোটি টাকা খরচ করে পুজোর দিনগুলোয় পার্ক স্ট্রিটকে সাজানোর অর্থ কী? জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে সাধারণ মানুষের নজর ঘোরানো।

durga saptami padma 11.10

হুগলি, হাওড়া, মেদিনীপুর এবং বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলে বন্যার ফলে পদ্মের জোগানে পড়েছে টান। স্বাভাবিকভাবেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দামে বিকোচ্ছে পদ্ম। এখন মল্লিকঘাটে রোজই চড়া দামে বিক্রি হচ্ছে পদ্ম।

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে সুখবর, সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা ও বাড়ছে শেষ পরিষেবার সময়

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে বাড়ছে ট্রেন সংখ্যা, কমছে সময়ের ব্যবধান, শেষ ট্রেন মিলবে আরও দেরিতে। যাত্রীদের জন্য বড় আপডেট ১৪ জুলাই থেকে।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।