banhooghly jubokbrinda

মহাষ্টমীর দিন বিটি রোড এবং ভিআইপি রোড বরাবর ঘুরে খবর অনলাইন এ বছরের মতো কলকাতা শহরে পুজো পরিক্রমা শেষ করছে।

বিনায়ক আবাসন

বিনায়ক আবাসনে এ বার দক্ষিণেশ্বর মন্দির। সিঁথির মোড় বাসস্টপে নেমে গলির ভেতর মণ্ডপ।

সিঁথি অগ্রগামী সংঘ

এদের এ বারের থিম ‘শান্তির বার্তা’। বাসস্টপ সিঁথি।

সিঁথি বন্ধুদল

বন্ধুদলে মা এসেছেন টরন্টোর স্বামীনারায়ণ মন্দিরে। মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা। ঘোষপাড়া বাসস্টপে নেমেই রাস্তার ধারে মেলার মাঠের ওপর পুজো।

নেতাজি কলোনি লো ল্যান্ড

মণ্ডপ তৈরি হয়েছে তাইল্যান্ডের হোয়াইট টেম্পলের অনুকরণে। ভেতরে নকশা করা সোনালি কাজ। সোনার মতো দেবীমূর্তি মণ্ডপের সঙ্গে মিলিয়ে। পালপাড়া বাসস্টপে নেমে গলির ভেতর বরানগর নেতাজি কলোনির পুজো।

লেক ভিউ

লেক ভিউ পার্কের মাঠে মণ্ডপ সাজানো হয়েছে টেরাকোটার পুতুল দিয়ে। পালপাড়া বাসস্টপে নেমে গলির ভেতর পুজো।

vedic planetariumবনহুগলি যুবকবৃন্দ

৫০ বছরে দুর্গামন্দির পরিণত হয়েছে বৈদিক তারামণ্ডলে। মণ্ডপ তৈরি হয়েছে এশিয়ার সর্বোচ্চ স্থাপত্য মায়াপুরের নির্মীয়মান বৈদিক প্ল্যানেটরিয়ামের অনুকরণে। সাবেক একচালার ঠাকুর। বনহুগলি বা বরানগর মিউনিসিপ্যালিটি বাসস্টপে নেমেই রাস্তার ওপর পুজো।

কালাকার পাড়া সম্মিলনী

কালাকার পাড়ায় এ বারের থিম রাজস্থান। থিমের সঙ্গে তাল মিলিয়ে ঠাকুর। আলমবাজার বা কালাকার পাড়া বাসস্টপে নেমে একটু এগিয়ে গলির ভেতর মণ্ডপ।

অশোকগড়

অশোকগড় বিখ্যাত সাবেক প্রতিমার জন্য। এ বারেও সেই বিশাল সাবেক প্রতিমাই রয়েছেন মণ্ডপে। ডানলপ বা অশোকগড় বাসস্টপে নেমে দক্ষিণেশ্বরের দিকে যেতে পিডব্লিউডি রোডের ওপর পুজো।

কেষ্টপুর প্রফুল্ল কানন সর্বজনীন

বিটি রোড ছেড়ে চলে যাই ভিআইপি রোডে। দমদম পার্ক ছাড়িয়ে আরও দূরে। কেষ্টপুর প্রফুল্ল কাননের এ বারের থিম অনুধ্যায়। কেষ্টপুর বাসস্টপে নেমে একটু এগিয়ে মণ্ডপ।

বাগুইআটি স্পোর্টস কাউন্সিল

এ বারে বাগুইআটি স্পোর্টস কাউন্সিলের মণ্ডপ সেজে উঠেছে জমিদার বাড়ির সাজে। মিলিয়ে প্রতিমা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here