the mermaids myth will bring you tasty and exclusive foods
মৈত্রী মজুমদার

বিশ্বকর্মা পুজোর হাত ধরেই শারদোৎসবের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেলাম আমরা। দু’দিন পরে মহালয়া আর পুজো শুরু। তবে ফাইনাল রাউন্ড মানে তো আর শেষ নয়। মা দুগ্গার পিছন পিছন লক্ষ্মী, কালী, জগদ্ধাত্রী — দলে দলে দেবদেবীর মর্ত্যে আগমন অব্যাহত থাকবে আর তার সঙ্গেই অব্যাহত থাকবে তাঁদের অভ্যর্থনা করার জন্য আপনার ব্যস্ততা।

কিন্তু সে দিন তো আর নেই, যখন সারা বছর অপেক্ষার পর ষোড়শোপচারে আপনি পুজোর আয়োজন করতে পারছেন। সারা বছরের সাতসতেরো ঝামেলার মধ্যে ঘরে পুজোর আয়োজন করতে গিয়ে নাজেহাল তো আপনাকেও কম হতে হয় না। তাই সাধ থাকলেও বেশ সাধ্যমতো রেঁধেবেড়ে লোকজনকে খাওয়ানোও যায় না। কোনোক্রমে নমো নমো করে সারতে হয়।

তবে আর নয়। আপনার সাধ মেটানোর আয়োজনের দায়িত্ব  সরাসরি তুলে দিন ‘দ্য মারমেডস মিথ’-এর হাতে।

আরও পড়ুন: রেস্তোরাঁয় নয়, পুজোর ভোজন এ বার ঘরে বসেই, সৌজন্যে ‘দ্য মারমেড’স মিথ’

শুধুমাত্র আপনাদের জন্যই ‘দ্য মারমেডস মিথ’-এর আয়োজন ‘পুজোর রান্না’। এই বিভাগে ওরা শুদ্ধাচারে পুজোর ভোগ রান্না করে পৌঁছে দেবেন আপনার বাড়িতে। মারমেডস মিথ-এর এষণা আর অরিজিৎ জানালেন, পুরোপুরি আলাদা হেঁশেলে আলাদা উনুন আর কাঁসার বাসনে ওঁরা পুজোর ভোগ/ নিরামিষ খাবার বানান। এ ক্ষেত্রে শুদ্ধতা নিয়ে আপনি পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন।

তবে পুজো বলেই যে শুধু নিরামিষ খাবেন তা তো নয়। আমন্ত্রিতদের আমিষ খাওয়ানোর আয়োজনও থাকছে পাশাপাশি।

আসুন তবে জেনে নিই, ঠিক কী কী থাকছে ওদের মেনুতে-

ফোন নং: 9831419217/ 8961000637

ষষ্ঠী/ অষ্টমীর নিরামিষ ভোজ

  • সাদা ভাত/খিচুড়ি/পোলাও/পরোটা।
  • পাঁচ রকম ভাজা, শুক্তো, ছোলার ডাল।
  • মোচার ঘণ্ট, এঁচোড়ের হিঙ্গি, সর্ষে বেগুন।
  • পনিরের নানা পদ।
  • চাটনি, পাঁপড়।

the mermaids myth will bring you tasty and exclusive foods বাকি দিনের আমিষ ভোজ

লাউ চিংড়ি, দই পোনা, মালাই ভেটকি, চিংড়ির মালাইকারি, চিতল মাছের মুইঠ্যা, সরষে দিয়ে ইলিশ, পারশে, বাগদা।

সফেদ চিকেন, মাটন ডাকবাংলো ইত্যাদি নানা পদ।

আপনার নিজের রেসিপি পাঠান খবর অনলাইন পুজো রেসিপি কনটেস্টে

মিষ্টির মধ্যে থাকল

ঘরে পাতা দই, চকোলেট পাটিসাপটা, বেকড মিহিদানা।

এর সঙ্গে আরও কিছু যোগ বা বিয়োগ করতে হলে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে…

ফোন নং: 9831419217/ 8961000637 

মনে রাখবেন ভালো ভাবে আয়োজন করতে হলে আগে থেকে পরিকল্পনা করাটা জরুরি। তাই আপনার পুজো রসেবশে কাটাতে হলে মারমেডস মিথের সঙ্গে কথাবার্তাটা এখনই সেরে রাখুন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here