Homeভ্রমণভ্রমণের খবরদুর্গোৎসব ২০২৪: বনেদি বাড়ি থেকে সর্বজনীন পুজো কিংবা গঙ্গাপাড়ের হুগলি, সঙ্গী হোন...

দুর্গোৎসব ২০২৪: বনেদি বাড়ি থেকে সর্বজনীন পুজো কিংবা গঙ্গাপাড়ের হুগলি, সঙ্গী হোন পর্যটন দফতরের পুজো পরিক্রমায়  

প্রকাশিত

নানাবিধ কারণে এবার এখনও পর্যন্ত সেভাবে পুজোর বাদ্যি বেজে ওঠেনি। তবুও নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ, কখনও ঝলমলে রোদ আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি জানান দিচ্ছে শরতের আগমনীবার্তা। শিউলি ফুলের গন্ধ, চারপাশে বাঁশের ম্যারাপ বাঁধা, দোকানে, বাজারে, শপিং মলে পুজোর শপিং বলে দিচ্ছে মায়ের আগমনীবার্তা।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজোর কটা দিনের আনন্দের জন্য সারাবছরের অপেক্ষায় থাকি আমরা। পুজোর দিনগুলোতে প্যান্ডেল হপিং ছাড়া উৎসবপ্রিয় বাঙালির চলে না। এবারের পুজোয় প্যান্ডেল হপিং না হয় হোক পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের হাত ধরে। অন্য বছরের মতো এবছরও পুজো পরিক্রমা করার জন্য একাধিক প্যাকেজ ট্যুরের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ পর্যটন দফতর। বুকিংয়ের জন্য ক্লিক করুন www.wbtdcl.com বা www.wbtourism.gov.in ওয়েবসাইটে। ১৮০০২১২১৬৫৫ টোল ফ্রি নম্বরে ফোন করুন।

durgapuja sibmandir 20.10 1

গতবছরের শিবমন্দিরের পুজো।

চতুর্থী-পঞ্চমীতে ‘উদ্বোধনী’

রাজ্যের পর্যটন দফতরের পুজো পরিক্রমা শুরু হয়ে যাবে চতুর্থীর দিনই। ৬ অক্টোবর চতুর্থীর দিন রাত ১০টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত রাতভর প্যান্ডেল হপিং করা যাবে। পঞ্চমী অর্থাৎ ৭ অক্টোবরও একইভাবে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত পুজো পরিক্রমার ট্যুর আছে। পুজোর এই প্যাকেজ ট্যুরের নাম ‘উদ্বোধনী’।

এসি বাসে চেপে কলেজ স্কোয়্যার, মহম্মদ আলি পার্ক, কাশী বোস লেন, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী, মুদিয়ালি ক্লাব, শিবমন্দির, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, হিন্দুস্তান রোড, রাজডাঙা নব উদয় সংঘের মতো কলকাতার একাধিক সর্বজনীন থিম ও সাবেকি পুজো দেখা যাবে। মাথাপিছু খরচ পড়বে ২১৯৯ টাকা। এর মধ্যে প্যাক করা রাতের খাবার ধরা হয়েছে। রবীন্দ্র সদনের সামনে থেকে যাত্রা শুরু হবে।

সপ্তমী-মহাষ্টমী/মহানবমীতে ‘সনাতনী’

কেউ যদি সপ্তমী, মহাষ্টমী/মহানবমীর দিন কলকাতার প্রাচীন বনেদি বাড়ির পুজো দেখতে চান, তারও ব্যবস্থা করবে রাজ্যের পর্যটন দফতর। এটি অবশ্য রাতভর নয়, সকালের ট্যুর হবে। সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টার এই পুজো পরিক্রমা ট্যুরের নাম দেওয়া হয়েছে ‘সনাতনী’। ১০ ও ১১ অক্টোবর সকালে এই ট্যুর হবে। রবীন্দ্র সদনের সামনে থেকে এসি বাসে চেপে যাত্রা শুরু হবে। মাথাপিছু খরচ পড়বে ২০৯৯ টাকা। এর মধ্যে প্যাকেজ ব্রেকফাস্ট ও শোভাবাজার রাজবাড়িতে ভোগ খাওয়াও ধরা হয়েছে।

durga daw bari 20.09

জোড়াসাঁকোর দাঁবাড়ির গতবারের পুজো। ছবি ফেসবুক থেকে নেওয়া।

এই ‘সনাতনী’ পুজো পরিক্রমা ট্যুরে খেলাৎ ঘোষের বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি (সপ্তমীর সকালে), চন্দ্রবাড়ি, রানি রাসমণির বাড়ি, ঠনঠনিয়া দত্তবাড়ি ও জোড়াসাঁকোর দাঁবাড়ির পুজো দেখা যাবে।

একই দিনে ‘হুগলি সফর’

কেউ যদি মহাসপ্তমী, মহাষ্টমী/মহানবমীর দিন গঙ্গাপাড়ের হুগলির বিভিন্ন সাবেকি পুজো দেখতে চান তার জন্যও বিশেষ পুজো পরিক্রমা ট্যুরের বন্দোবস্ত করেছে রাজ্যের পর্যটন দফতর। ‘হুগলি সফর’ নামে বিশেষ ট্যুর শুরু হবে ১০ ও ১১ অক্টোবর সকাল ৭টায়। শেষ হবে রাত সাড়ে ৮টায়। রবীন্দ্র সদনের সামনে থেকে এসি বাসে চেপে যাত্রা শুরু হবে। মাথাপিছু খরচ পড়বে ৩৬৯৯ টাকা। এর মধ্যে প্যাকেট করা ব্রেকফাস্ট ও লাঞ্চ ধরা হয়েছে।

এই পুজো পরিক্রমা ট্যুরে শ্রীরামপুর গোস্বামীবাড়ির পুজো, বুড়িদুর্গা, শেওড়াফুলির সুরেন্দ্রনাথ ঘোষের বাড়ির পুজো, রাজবাড়ির পুজো, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, গুপ্তিপাড়া দুর্গাবাড়ির পুজো, গুপ্তিপাড়ার সেনবাড়ির পুজো দেখানো হবে।

অনলাইন বুকিং

বুকিংয়ের জন্য ক্লিক করুন www.wbtdcl.com বা www.wbtourism.gov.in ওয়েবসাইটে।

www.wbtdcl.com-এ গিয়ে নীচে বাঁদিকে ‘Popular Packages’ – এ ক্লিক করুন। তারপর নতুন পাতা খুললে ‘Departure Date’-এ গিয়ে ‘tour schedule’ বেছে নিন। তারপর ‘PROCCED TO BOOK’-এ ক্লিক করুন। নতুন পাতা খুললে ‘Book Your Tour’–এ প্রয়োজনীয় তথ্য দিন এবং এভাবেই অনলাইনে বুক করুন। আর www.wbtourism.gov.in –এ গিয়ে Packages সিলেক্ট করুন। তারপর আগের মতো এগিয়ে যান।  

১৮০০২১২১৬৫৫ টোল ফ্রি নম্বরে ফোন করেও বুক করতে পারেন।

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

আরও পড়ুন

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

দুর্গোৎসব ২০২৪: দুর্নিবার গতিতে এগিয়ে চলা ‘দুর্বার’-এর সোনাগাছি দুর্গাপুজোর ১২ বছর

সঞ্জয় হাজরা যৌনকর্মীদেরও মা দুর্গার আরাধনা করার অধিকার আছে। যে সংগঠনের মাধ্যমে তাঁরা এই অধিকার...

দুর্গোৎসব ২০২৪: সারাবছর দুয়ার খোলা থাকলেও নবরাত্রির সময় যে মন্দিরে মহিলাদের প্রবেশ নিষেধ

চলছে দেবীপক্ষ। চলছে মাতৃশক্তির আরাধনা। কিন্তু বিহারের নালন্দায় আছে এমন এক দেবীমন্দির যেখানে সারাবছর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?