২০১৬-এর দশটি সেরা টেক-কেরিয়ার

0

খবর অনলাইন : কেরিয়ার হিসাবে প্রযুক্তিশিল্প একটি ভালো বিকল্প। এই শিল্পে চাহিদা বাড়ছে দক্ষ কর্মীর। বেতনও উচ্চ মানের। সেরা বেতনের এ রকমই দশটি প্রযুক্তিশিল্পের তালিকা রইল আপনার জন্য।

ডেটা সায়েন্টিস্ট

ব্যবসাকে আরও ভালো ভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন কোম্পানি আজকাল প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহ এবং সেগুলি বিশ্লেষণ করে। ডেটা সায়েন্টিস্টের কাজ হল ব্যবসায় অভ্যন্তরীণ অবস্থা বোঝার জন্য প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহ করা এবং তা বিশ্লেষণ করা।

সল্যুশন আর্কিটেক্ট

সল্যুশন আর্কিটেক্ট বড় এবং জটিল আইটি সিস্টেমের নকশা তৈরি করেন।

মোবাইল ডেভেলপার

প্রযুক্তিশিল্পে অন্যতম ভালো বেতনের পেশা। অ্যাপ-সহ মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করেন ডেভেলপাররা।

প্রোডাক্ট ম্যানেজার

কোনও সংস্থার বিভিন্ন প্রকল্পের আইটি বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ পরিচালনা করেন প্রোডাক্ট ম্যানেজাররা।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার

সফটওয়্যার ইঞ্জিনিয়ারা মূলত কমপিউটার প্রোগ্রামার। এই প্রোগ্রামিংএর কাজে বিভিন্ন স্তর রয়েছে।

অ্যানালিটিক্স ম্যানেজার

বিভিন্ন অ্যানালিটিক্স সফটওয়্যার এবং তার প্রক্রিয়াকরণের কাজের পরিচালনা করেন অ্যানালিটিক্স ম্যানেজাররা। তথ্য বিশ্লেষণ করে ব্যবসাসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় অ্যানালিটিক্স সফটওয়্যারগুলি।

সফটওয়্যার ডেভেলপমেন্ট ম্যানেজার

সফটওয়্যার ডেভেলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের দেখভাল করাই এই পেশার কাজ।

কিউ এ ম্যানেজার

কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজারের (কিউ এ ম্যানেজার)  কাজ হল সফটওয়্যারটি সঠিক ভাবে কাজ করছে কিনা তা দেখা।

ইউ এক্স ডিজাইনার

সফটওয়্যারের লুক অ্যান্ড ফিলের দিকে নজর রাখেন এই পেশার কর্মীরা। অর্থাৎ সফটওয়্যারটি যাতে ব্যবহারকারীর কাছে আকর্ষণীয় হয় সে দিক দেখাই এঁদের কাজ।

সফটওয়্যার আর্কিটেক্ট

সংস্থার চাহিদার কথা মাথায় রেখে কোনও সফটওয়্যারের নকশা করাই এই পেশার কর্মীদের কাজ।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন