প্রাথমিক টেট ২০২২: শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব নিয়ে ১০টি সম্ভাব্য প্রশ্নোত্তর

0

অভিজিৎ ব্যানার্জি

(১) একজন শিক্ষক

(ক) আদর্শবান ও সৎ হবেন (খ) শুধুমাত্র পেশাদার হবেন (গ) ব্যবসায়ী হবেন (ঘ) ধুর্ত হবেন।

উত্তর: (ক) আদর্শবান ও সৎ হবেন

(২) ছাত্রদের নীরব থাকা অভ্যাস করাতে হয় কারণ

(ক) ক্লাসে গন্ডগোল থামানো সহজ হয় (খ) এতে ছাত্রদের নীরবে পড়া অভ্যাস করানো যায় (গ) এতে ছাত্ররা এনার্জি ধরে রাখতে পারে (ঘ) এতে ছাত্রদের মনঃসংযোগ ধরে রাখতে সুবিধা হয়।

উত্তর : (গ)এতে ছাত্রদের মনঃসংযোগ ধরে রাখতে সুবিধা হয়।

 (৩) ক্লাস রুম ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে দায়িত্ব সবথেকে বেশি কার?

(ক) প্রধান শিক্ষকের (খ) শ্রেণি শিক্ষকের (গ) ছাত্রদের ঘ.স্কুল পরিদর্শকের 

উত্তরঃ (খ)শ্রেণি শিক্ষকের

(৪) একজন ছাত্র ক্লাসে অনুপস্থিত থাকলে

(ক)শিক্ষক তাকে শাস্তি দেবেন (খ)তার অভিভাবককে ডেকে পাঠাবেন (গ) তার অনুপস্থিতির কারণ জানতে চাইবেন (ঘ)তা র জন্য বিশেষ ক্লাস নেবেন ।

উত্তর: (গ) তার অনুপস্থিতির কারণ জানতে চাইবেন

(৫) ছোটরা অনেক সময় অস্পষ্ট করে লেখে কারণ

(ক) তাদের আঙুলের পেশি দৃঢ় না (খ) তারা সবেমাত্র লেখা শিখেছে (গ) তাদের শৈল্পিক বোধ কম (ঘ) মনোযোগ না দেওয়া

উত্তর: (খ)তারা লেখা সবেমাত্র শিখেছে।

 (৬)  ছোট ছাত্রদের কিভাবে কবিতা শেখানো উচিত

(ক) সুর করে (খ) ছন্দময় পদ্ধতিতে পড়িয়ে (গ) মজা করে (ঘ) কঠিন শব্দগুলোর অর্থ ব্যাখ্যা করে

উত্তর: (খ)ছন্দময় পদ্ধতিতে পড়িয়ে

(৭) কোন অবস্থায় শিশুরা আবদ্ধ জ্ঞান (stagnant knowledge) লাভ করে

(ক) যখন শিশুরা নিজে নিজে শেখে (খ) যখন শিশুরা শিক্ষকের থেকে শেখে (গ) যখন শিশুরা পিতা-মাতার থেকে শেখে (ঘ) উপরের সবকটি

উত্তর: (ক) যখন শিশুরা নিজে নিজে শেখে

(৮) শিশুদের ভাষাগত দক্ষতা বিকশিত হয়

(ক) উন্নত আর্থসামাজিক পরিস্থিতিতে (খ) উন্নত স্কুলে (গ) মত প্রকাশের স্বাধীনতা দিলে (ঘ)উপরের সবকটি।

উত্তরঃ (ঘ) উপরের সবকটি

(১০) শিশু বিকাশের কোন সময়কে বলে  gang age বলে

 (ক) বয়সন্ধি (খ) প্রাক শৈশব (গ)পরবর্তী শৈশব (ঘ) পরিণত বয়স

উত্তরঃ (গ)পরবর্তী শৈশব

(১০) সৃজনশীল ছাত্রদের

(ক) পড়ার চাপ বেশি দেওয়া উচিত (খ) পড়ার চাপ কম দেওয়া উচিত (গ) নতুন নতুন চ্যালেঞ্জের সামনে ফেলা উচিত (ঘ) তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে দেওয়া উচিত

উত্তর: (গ) নতুন নতুন চ্যালেঞ্জের সামনে ফেলা উচিত

আরও পড়ুন: প্রাথমিক টেট ২০২২: ৫টি বিষয়ের কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর

বিজ্ঞাপন