রাজ্যে শিক্ষক শিক্ষণের পরিকাঠামো জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সরকারি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং (ডায়েট)-এ একধাক্কায় ১০১টি নতুন পদের অনুমোদন দেওয়া হল। এই পদগুলির মধ্যে রয়েছে অধ্যক্ষ, শিক্ষক তথা লেকচারার, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান এবং হোস্টেল ওয়ার্ডেনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব।
কোন কোন পদে নিয়োগ?
সরকারি অনুমোদনপ্রাপ্ত পদের সংখ্যা ও শ্রেণিবিন্যাস এই রকম:
- অধ্যক্ষ: ১২টি
- লেকচারার (শিক্ষক): ৫৮টি
- লাইব্রেরিয়ান: ১১টি
- অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান: ৫টি
- হোস্টেল ওয়ার্ডেন: ১৫টি
- এসসিইআরটি-র লাইব্রেরিয়ান: ১টি
সব মিলিয়ে ১০১টি পদে নিয়োগ হবে ডায়েট ও এসসিইআরটি-তে, যা শিক্ষাপ্রশিক্ষণ পরিকাঠামোকে অনেকটাই শক্তিশালী করবে বলে মনে করছে প্রশাসন।
চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ
এই নিয়োগ রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতকারীদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ। বিভিন্ন স্তরে প্রশিক্ষণ ও লাইব্রেরি সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের এই পদের জন্য আবেদন করার সুযোগ থাকবে। খুব শীঘ্রই প্রকাশিত হবে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি।
কেন এই পদক্ষেপ?
বেসরকারি ডিএলএড কলেজগুলির গুণমান ও পরিকাঠামো ঘিরে বহু অভিযোগ রয়েছে। ৬০০-র বেশি কলেজের মধ্যে বহু প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল করেছে কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা এনসিটিই (NCTE) এবং রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ।
- সম্প্রতি ১৬টি ডিএলএড কলেজ-এর স্বীকৃতি বাতিল হয়েছে।
- সেই সঙ্গে বাতিল হয়েছে ৪টি বিএড কলেজ ও ১টি বিপিএড কলেজ-এর স্বীকৃতিও।
- পারফরম্যান্স রিপোর্ট (PAR) না পাঠানোয় ৩৬টি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।
এই পরিস্থিতিতে সরকারি ডায়েটগুলির উপর বাড়ছে চাপ। ফলে প্রশিক্ষণ মান বজায় রাখতে মানুষবলের ঘাটতি মেটাতে নিয়োগ প্রয়োজনীয় হয়ে পড়ে।
রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনা
ডায়েটগুলির পরিকাঠামো, প্রশিক্ষক সংখ্যা এবং মানোন্নয়ন নিশ্চিত করতে দায়িত্বে রয়েছে স্টেট কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (SCERT)। এই সংস্থার অধীনেই নতুন লাইব্রেরিয়ান পদ অনুমোদিত হয়েছে।রাজ্য সরকারের এই উদ্যোগ শিক্ষক প্রশিক্ষণের পরিকাঠামো মজবুত করার পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের জন্য এক বড় চাকরির সুযোগ এনে দেবে বলে মনে করা হচ্ছে।