আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের এসএসসি ভবন অভিযানের দিনেই জানিয়ে দেওয়া হল আগামী বুধবার (২৫ সেপ্টেম্বর) প্যানেল প্রকাশ করা হবে। চার সপ্তাহের ডেডলাইন স্থির করেছিল কলকাতা হাইকোর্ট। সেইমতোই আগামী বুধবার (২৫ সেপ্টেম্বর) উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (West Bengal Central School Service Comission) তরফে সোমবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।
গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশ করার জন্য স্কুল সার্ভিস কমিশনকে চার সপ্তাহের সময় দিয়েছিল। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় অনুযায়ী ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করা হবে। প্যারা-টিচার বা পার্শ্ব-শিক্ষকদের জন্য যে ১০% আসন সংরক্ষিত থাকে, সেটা বাদ দিয়ে উচ্চপ্রাথমিক প্যানেল প্রকাশ করা হবে। উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের পরে প্রথম দফার কাউন্সেলিংয়ের সূচি ঘোষণা করা হবে।
২০১৬ সালে প্রথম এসএলএসটি (State Level Selection Test, SLST) নেওয়া হয়েছিল। এখনও নিয়োগ পাননি যোগ্য প্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবিতে এবং হাইকোর্টের নির্দেশ থাকার পরও কেন প্যানেল প্রকাশ করা হচ্ছে না, সে অভিযোগ সামনে রেখেই পথে নামেন চাকরিপ্রার্থীরা। গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এক রায়ে জানায়, উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য ২০১৬ সালে যে পরীক্ষা হয়েছিল, চার সপ্তাহের মধ্যে তার মেধাতালিকা প্রকাশ করতে হবে। মেধাতালিকা প্রকাশের চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে বলে আদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ।
ইতিমধ্যে মেধাতালিকায় যে ১২,৫৮৯ জনের নাম ছিল, তাঁদের সঙ্গে উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় বাদ পড়ে যাওয়া ১,৪৩৬ জন প্রার্থীকে সুযোগ দিতে হবে। অর্থাৎ মোট ১৪,০৫২ জন প্রার্থীকে নিয়ে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয় বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
সল্ট লেকে বিক্ষোভকারীদের ধরপাকড়। ছবি: রাজীব বসু।
এসএসসি ভবন অভিযান
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ ১৪০৫২ জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করার দাবিতে সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দেয়। সেই অভিযানকেকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেক।
এদিন করুনাময়ী মেট্রো স্টেশনে চাকরিপ্রার্থীরা জড়ো হলে পুলিশ ধরপাকড় শুরু করে। চ্যাঙদোলা করে তাদের প্রিজন ভ্যানে তোলা হয়। মহিলা চাকরিপ্রার্থীদেরও আটক করা হয়। বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের অনেকেই পুলিশের নজর এড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য ভবনের সামনে চলে আসেন। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
গায়ের জোরে পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করতে গেলে তাঁরা বাধা দেন। বিক্ষোভকারীদের একজনকে বলতে শোনা যায়, “আমাকে মারুন। কিছুতেই উঠব না। আমরা স্কুলে যেতে চাই। জেলে যেতে চাই না।”