Homeশিক্ষা ও কেরিয়ারস্কুলপড়ুয়াদের জন্য বাধ্যতামূলক আধার আপডেট, নির্দেশ জারি স্কুল শিক্ষা দফতরের

স্কুলপড়ুয়াদের জন্য বাধ্যতামূলক আধার আপডেট, নির্দেশ জারি স্কুল শিক্ষা দফতরের

প্রকাশিত

নির্দিষ্ট সময় পর পর স্কুল পড়ুয়াদের আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করল স্কুল শিক্ষা দফতর। সম্প্রতি দফতরের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। স্কুলে ভর্তির হওয়ার সময় শিশুর আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এ বার সেই আধার কার্ড আপডেট নিয়েই নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই সংক্রান্ত চিঠি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের জেলা পরিদর্শক এবং স্কুল আধিকারিকদের কাছে পৌঁছেও গিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুলস্তরে দু’বার আধারের বায়োমেট্রিক আপডেট করতে হবে। এক বার পাঁচ বছর বয়সে ও তার পর ১৫ বছর বয়সে। এই আপডেট প্রক্রিয়ার দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল এবং বিদ্যালয় জেলা আধিকারিকদের নিতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিনামূল্যে।

সূত্রের খবর, সরকারি স্তরে কন্যাশ্রী, সবুজ সাথী-সহ সব রকম প্রকল্প থেকে যাতে পড়ুয়ারা বঞ্চিত না হয়, তার জন্য এই সিদ্ধান্ত সরকারের। পাশাপাশি, বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বভারতীয় স্তরের যে পরীক্ষাগুলি (জেইই, কুয়েট, নিট) হয় সেখানেও আবেদন করতে হলে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বরের লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
স্কুল শিক্ষা দফতরের ওই নির্দেশিকাতে একটি কিউআর কোড রয়েছে। তা স্ক্যান করলে আধার কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি ভিডিয়োর দেখা মিলছে। স্কুল পড়ুয়াদের বাধ্যতামূলক ভাবে আধার আপডেট সংক্রান্ত তথ্য রয়েছে ভিডিয়োটিতে। পড়ুয়াদের উচ্চ শিক্ষায় আবেদনপত্র পূরণের সময় বা অন্য কোনও ক্ষেত্রেও যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আধার কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা ওই ভিডিয়োতে জানানো হয়েছে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘এখন সরকারি যে কোনও সুযোগ সুবিধা পেতে হলে আধার বাধ্যতামূলক। আর আমাদের রাজ্যে ছাত্র-ছাত্রীরা যে হেতু প্রায় সবাই কোনও না কোনও ভাবে উপভোক্তা এবং সে ক্ষেত্রে তাদের আধার কার্ড থাকতেই হবে। তবে কেন্দ্রের নির্দেশ এ ভাবে হুবহু সরকার মেনে নিচ্ছে, এটা অবাক করার বিষয়।’’
একটি নিউজ প্রতিবেদন তৈরি করুন।

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

গরমে এসি ছাড়াই ঘর রাখুন ঠান্ডা, রইল সহজ কিছু কার্যকরী টিপস

তীব্র গরমেও এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। জানুন কীভাবে সঠিকভাবে পর্দা, বাতাস চলাচল ও সহজ কিছু ঘরোয়া উপায়ে স্বস্তি মিলবে।

গ্রুপ সি ও ডি কর্মীদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি বাতিল হলেও মিলবে আর্থিক সহায়তা

ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ২৫ হাজার ও ২০ হাজার টাকা মাসিক সহায়তা দেওয়া হবে।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।

আরও পড়ুন

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গেস্ট টিচার নিয়োগ, কীভাবে করবেন আবেদন

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ করা হবে বিভিন্ন বিষয়ে। আবেদনের শেষ তারিখ, যোগ্যতা, আবেদনের নিয়মসহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

রেলে ১৯২ শিক্ষানবিশ নিয়োগ, ১ এপ্রিলের মধ্যে আবেদন করুন

রেল হুইল ফ্যাক্টরিতে ১৯২ শিক্ষানবিশ নিয়োগ, মাধ্যমিক পাশ ও ট্রেড সার্টিফিকেট থাকা আবশ্যক। ১ এপ্রিলের মধ্যে ডাকযোগে আবেদন পাঠাতে হবে।

‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম অ্যাপ’ চালু হয়ে গেল, কী সুবিধা মিলবে এই অ্যাপে

সোমবার নয়াদিল্লির নতুন সংসদ ভবন থেকে ‘প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম অ্যাপ’ চালু করলেনকেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে