রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ের স্নাতক স্তরে অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। শেষ দিনে রাত ৯.৩০টা পর্যন্ত মোট ৩৪ লাখ ৬৪ হাজার ৯১৮ জন রেজিস্ট্রেশন করেছেন এবং ৫ লক্ষ ২৭ হাজার ৬৭৩টি আবেদন জমা পড়েছে।
উল্লেখযোগ্যভাবে, ভিন রাজ্য থেকে ভর্তির জন্য মোট ৯৮ হাজার ৮৯টি আবেদন জমা পড়েছে। এই তথ্য রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রবণতা নির্দেশ করে।
প্রথম দফার মেধাতালিকা প্রকাশ করা হবে ১২ জুলাই। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ১৮ জুলাইয়ের মধ্যে। এরপর আসন অনুযায়ী দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি সরাসরি সরকারি কলেজ ও সরকার পোষিত কলেজ এই পোর্টালের আওতাধীন। সেখানে ৭২১৭টি কোর্সে ৯ লক্ষ ৪৬ হাজার ৯২১ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, সংখ্যালঘু কলেজ, বিএড, ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, ক্রাফ্টস, নৃত্য, সঙ্গীত কলেজগুলি এই প্রক্রিয়া থেকে বাদ রাখা হয়েছে।
দেশের যেকোনও প্রান্তের পড়ুয়া বিনামূল্যে অনলাইনে আবেদন করার সুযোগ পেয়েছেন। তবে বিদেশি শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন না। এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোনও প্রশ্নের জন্য রাজ্যের শিক্ষা দফতর একটি টোল ফ্রি নম্বর (১৮০০১০২৮০১৪) খুলেছে।
এই সফল অনলাইন ভর্তি প্রক্রিয়া রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে, যা আগামী দিনে শিক্ষার্থীদের জন্য আরও সুবিধাজনক হয়ে উঠবে।