Connect with us

শিক্ষা ও কেরিয়ার

উচ্চ মাধ্যমিকের পরে: হসপিটাল ম্যানেজমেন্ট আপডেট ২০২০

Published

on

management

খবরঅনলাইন ডেস্ক : চলছে লকডাউন। কিন্তু তা বলে তো জীবন থেমে থাকবে না। ফলাফলের পর এ বার উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার পালা। অনেকেই এখন আর স্নাতক স্তরের ছকে বাঁধা পড়াশোনায় আগ্রহী হয় না। সেই সব বিষয় নিয়ে ভাবনাচিন্তা চলে যা ভবিষ্যতে উপযুক্ত পেশার পথ উন্মুক্ত করে দিতে পারে। এ ব্যাপারে খবর অনলাইন দিচ্ছে নানা বিষয় নিয়ে পড়াশোনার সুলুকসন্ধান। আজ থাকছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেসন ম্যানেজমেন্ট।

বর্তমানে হসপিটাল সেক্টরের ক্রমশ বিকাশ হচ্ছে। বহু নতুন নতুন হাসপাতাল গড়ে উঠছে। এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার প্রচার-উন্নতি যে কত দরকার তা স্পষ্ট হয়ে উঠছে। সেই ক্ষেত্রেই দক্ষ হাসপাতাল পরিচালক হওয়ার জন্য পড়তে হবে হসপিটাল ম্যানেজমেন্ট।

উচ্চ মাধ্যমিক পাশ করার পরই ভর্তি হওয়া যায় এই কোর্সে। উচ্চ মাধ্যমিকের যে কোনো শাখার পড়ুয়ারাই ভর্তি হতে পারবে। তবে অঙ্ক, ইকোনমিকস থাকলে ভালো। বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নেওয়া হয় কমন এন্ট্রান্স টেস্ট। তিন বছরের কোর্স ব্যাচেলার ডিগ্রির সমতুল হয়। একে ডিগ্রি কোর্স বলা হয়।

Loading videos...

বহু প্রতিষ্ঠানেই হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানো হয়। এ রকমই কিছু প্রতিষ্ঠানের খোঁজ দেওয়া হল –

এনএসএইচএম কলেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি

১) দুর্গাপুর ক্যাম্পাস – আরা, দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৭১৩২১২। ফোন ০৩৪৩ ২৫৩ ৩৮১৫।

২) কলকাতা ক্যাম্পাস – ১২৪ (৬০ বসন্তলাল সাহা রোড, তারা পার্ক, বেহালা, কলকাতা ৭০০০৫৩। ফোন ০৩৩ ২৪০৩ ২৩০১।

পড়ানো হয় – 

হসপিটাল ম্যানেজমেন্টে তিন বছরের বিবিএ।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন http://www.nshm.com/

ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডি

৯৩ মুকুন্দপুর মেন রোড, ইএম বাইপাস, মুকুন্দপুর, কলকাতা ৭০০০৯৯। ফোন নম্বর – ০৩৩ ২৪২৬ ৪১৬৮।

পড়ানো হয় – 

হসপিটাল ম্যানেজমেন্টে তিন বছরের বিবিএ।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন http://www.imscal.org/

জর্জ গ্রুপ অব কলেজেস

১) ১৩৬ বিবি গাঙ্গুলি স্ট্রিট, লেবুতলা, বউবাজার, কলকাতা ৭০০০১২, ফোন ০৩৩ ২২১৭ ৬১৪৩।

২) ২১২২, দ্বিতীয় তল, সম্মিলনী পার্ক, ইএম বাইপাস, চকগড়িয়া, কলকাতা ৭০০০৭৫, ফোন ০৯৮৩০২ ৮৯৯৩৬।

পড়ানো হয় –

হসপিটাল ম্যানেজমেন্টে তিন বছরের ব্যাচেলর্স ডিগ্রি।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন http://www.georgecollege.org/

দীনবন্ধু অ্যান্ড্রুজ ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট

ব্লক এস, ১/৪০৬এ বৈষ্ণবঘাটা-পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪, ফোন ০৩৩ ২৪৩৬ ০০৩৭।

পড়ানো হয় –

হসপিটাল ম্যানেজমেন্টে তিন বছরের বিবিএ।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন www.daitm.org.in

সুভাষ বোস ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট

নিউ টাউন, অ্যাকশন এরিয়া ওয়ান, যাত্রাগাছি, কলকাতা ৭০০১৫৭, ফোন ০৯৮৩১১ ০০৭৭৩।

পড়ানো হয় –

হসপিটাল ম্যানেজমেন্টে তিন বছরের ব্যাচেলর্স ডিগ্রি।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন www.sbihm.com

হলদিয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট

আইকেয়ার কমপ্লেক্স, এইচআইটি ক্যাম্পাস, পোস্ট হাতিবেড়িয়া, ক্ষুদিরাম নগর, হলদিয়া, পিন ৭২১৬৫৭; ফোন ০৭৭৯৭৯ ১৭৭৯৭।

পড়ানো হয় –

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (হসপিটাল ম্যানেজমেন্ট) তিন বছরের ব্যাচেলর্স ডিগ্রি।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন https://himhaldia.edu.in/

গান্ধী ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি

এজি-৭, ক্যানাল সাইড রোড, এজি ব্লক, সেক্টর ২, সল্ট লেক, কলকাতা ৭০০০৯১; ফোন ০৯৮৩০২ ২৭৩২৪।

পড়ানো হয় – 

হসপিটাল ম্যানেজমেন্টে তিন বছরের বিএসসি।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন  http://gimtindia.in/

ফিউচার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট

সোনারপুর স্টেশন রোড, মিশন পল্লি, নরেন্দ্রপুর, কলকাতা-৭০০১৫০। ফোন – ০৩৩ ২৪৩৪ ৮২৩০।

পড়ানো হয়

হসপিটাল ম্যানেজমেন্টে তিন বছরের ডিগ্রি কোর্স এবং তার পরে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে দু’ বছরের মাস্টার্স কোর্স।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন  http://www.teamfuture.in/

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি

ইএম-৪, সেক্টর ফাইভ, সল্টলেক, ফোন নম্বর – ০৯৮৩৬৫ ৪৪৪১৯/১৮/১৭/১৬

পড়ানো হয়

হসপিটাল ম্যানেজমেন্টে তিন বছরের ব্যাচেলর ডিগ্রি (বিএইচএম)।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন  https://technoindiauniversity.ac.in/

নোপানি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে স্টাডিজ

২ডি নন্দ মল্লিক লেন, গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে, কলকাতা ৭০০০০৬; ফোন ০৩৩ ২৫৩৩ ২৮৬৯।

পড়ানো হয় –

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (হসপিটাল ম্যানেজমেন্ট) তিন বছরের বিবিএ-এইচএম।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন   http://www.nims.ac.in/

এমিনেন্ট কলেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি

মোষপুকুর, বড়বাড়িয়া, পোস্ট জগন্নাথপুর, বারাসত, কলকাতা ৭০০০১২৬; ফোন ০৮৪২০৪ ৩০৭৫৬।

পড়ানো হয় –

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (হসপিটাল ম্যানেজমেন্ট) তিন বছরের বিএইচএম।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন http://www.ecmt.in/

প্যারামেডিক্যাল কলেজ, দুর্গাপুর

হেলেন কিলার সরণি, সেক্টর ২এ, বিধাননগর, দুর্গাপুর ৭১৩২১২, ফোন ০৩৪৩ ২৫৩২১৫৪, ০৩৪৩ ৩২০৫৩৫১।

পড়ানো হয়

তিন বছরের ব্যাচেলর ইন হসপিটাল ম্যানেজমেন্ট।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন http://www.paramedicalcollege.org

আরও – উচ্চ মাধ্যমিকের পরে: নার্সিং কোর্স আপডেট ২০২০

শিক্ষা ও কেরিয়ার

সিবিএসই দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা ২০২১: তারিখ প্রকাশিত হয়েছে, জেনে নিন কী কী নিয়ম রয়েছে

অ্যাপে পরীক্ষার ফোটো আপলোড করতে হবে স্কুলগুলিকে!

Published

on

বোর্ড পরীক্ষা। প্রতীকী ছবি

খবর অনলাইন ডেস্ক: সিবিএসই দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষার তারিখ প্রকাশিত হল শনিবার। বোর্ড জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে এই পরীক্ষা। তবে নির্দিষ্ট দিনক্ষণ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

কোভিড-১৯ মহামারির মধ্যে পরীক্ষা পরিচালনার জন্য একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি ) জারি করা হয়েছে। বোর্ড জানিয়েছে, এই পরীক্ষা নেওয়া হবে একাধিক দিনে। যার তালিকা স্কুলগুলিতে পাঠিয়ে দেওয়া হবে। বোর্ডের পক্ষে একজন পর্যবেক্ষক নিয়োগ করা হবে, যিনি ব্যবহারিক পরীক্ষা এবং প্রকল্পের মূল্যায়ন তদারকি করবেন।

এ বারেও এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় আগের বছরের মতোই অভ্যন্তরীণ এবং বহিরাগত, উভয় ধরনের পরীক্ষার্থীই অংশ নেবে। তবে শুধুমাত্র সিবিএসই বোর্ডের নির্দিষ্ট করা বহিরাগত পরীক্ষার্থীদেরই পরীক্ষা নেওয়ার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর।

Loading videos...

মূল্যায়ন শেষ হওয়ার পরে, স্কুলগুলি বোর্ডের দেওয়া লিঙ্কের মাধ্যমে নম্বর আপলোড করবে। ব্যবহারিক পরীক্ষা এবং প্রকল্প মূল্যায়নের কাজ সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিই পরিচালনা করবে।

স্কুলগুলিকে অ্যাপে ফোটো আপলোড করতে হবে

সমস্ত স্কুলকে একটি অ্যাপ লিঙ্ক দেওয়া হবে বোর্ডের তরফে। যেটির মাধ্যমে তাদের ব্যবহারিক পরীক্ষার সময় প্রতিটি ব্যাচের পড়ুয়াদের একটি গ্রুপ ফোটো আপলোড করতে হবে। গ্রুপ ফোটোটিতে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়া ব্যাচের সমস্ত পড়ুয়া, বহিরাগত পরীক্ষক, অভ্যন্তরীণ পরীক্ষক এবং পর্যবেক্ষক থাকবেন। প্রত্যেকের ছবিই ওই ফটোতে স্পষ্ট ভাবে দেখাতে হবে।

শীঘ্রই বোর্ড পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হতে পারে

সিবিএসই-র সচিব অনুরাগ ত্রিপাঠী জানিয়েছেন, দশম ও দ্বাদশ শ্রেণির জন্য বোর্ড পরীক্ষা হবে এবং শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

বোর্ড পরীক্ষার বিষয়ে যাবতীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরীক্ষা কী ভাবে নেওয়া হবে, সে বিষয়েও অবহিত করা হবে দ্রুত। কয়েকটি জায়গায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা নতুন করে বেড়ে যাওয়ায় পরীক্ষা নিয়ে বিভিন্ন মহল থেকে সংশয় প্রকাশ করা হচ্ছে। তবে বোর্ড পরীক্ষার বিষয়ে শীঘ্রই বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ত্রিপাঠী।

আরও পড়তে পারেন: কোন রাজ্য ফের স্কুল খুলেছে, কোথায় এখনও বন্ধ? জেনে নিন বিস্তারিত

Continue Reading

শিক্ষা ও কেরিয়ার

কোন রাজ্য ফের স্কুল খুলেছে, কোথায় এখনও বন্ধ? জেনে নিন বিস্তারিত

কোথায় স্কুল খোলা? কোন রাজ্য স্কুল খুলছে? কোথায় এখনও বন্ধ?

Published

on

আংশিক ভাবে স্কুল খুলেছে কয়েকটি রাজ্য। প্রতীকী ছবি

খবর অনলাইন ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সবুজ সংকেত মিলতেই নভেম্বরে স্কুল খুলেছে বেশ কয়েকটি রাজ্য। কোথাও কোথাও আবার আংশিক ভাবে স্কুল খোলার পর পড়ুয়া এবং শিক্ষক কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় সাময়িক ভাবে স্কুল বন্ধ রেখেছে। তবে পশ্চিমবঙ্গের মতো বেশ কয়েকটি রাজ্য এখনও স্কুল খোলা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর কোভিডবিধি মেনে স্বেচ্ছা উপস্থিতির ভিত্তিতে নবম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলার অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলির হাতে।

কোথায় স্কুল খোলা?

গোয়া: শনিবার থেকেই দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলল গোয়ায়। পড়ুয়াদের অভিভাবকদের লিখিত সম্মতির ভিত্তিতেই তাদের স্কুলে আসার অনুমতি দিয়েছে স্কুলগুলি। মেনে চলতে হচ্ছে যাবতীয় কোভিডবিধি।

Loading videos...

অন্ধ্রপ্রদেশ: নবম এবং দশম শ্রেণির পড়ুয়াদের জন্য গত ২ নভেম্বর থেকে স্কুল খুলেছে অন্ধ্রপ্রদেশে। আগামী ২৩ নভেম্বর থেকে ষষ্ঠ এবং অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলার কথা রয়েছে। এ ভাবেই ধাপে ধাপে ১৪ ডিসেম্বর থেকে প্রথম-পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে যাবে।

উত্তরপ্রদেশ: নবম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলেছে উত্তরপ্রদেশে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির জন্যও স্কুল খুলে যাবে। তবে প্রতিটি ক্ষেত্রেই পড়ুয়াদের নিয়ে আসতে হবে অভিভাবকের লিখিত সম্মতিপত্র।

অসম: ২ নভেম্বর থেকে আংশিক ভাবে স্কুল খুলেছে অসমে। আগামী সোমবার, বুধবার এবং শুক্রবার ক্লাস হবে ষষ্ঠ, সপ্তম, নবম এবং দ্বাদশ শ্রেণি। পাশাপাশি অষ্টম, দশম এবং একাদশের ক্লাস হবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার।

উত্তরাখণ্ড: দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলেছে উত্তরাখণ্ডে। কোভিড-১৯ গাইডলাইন মেনে ক্লাস চলছে।

কোন রাজ্য স্কুল খুলছে?

মহারাষ্ট্র: শুধুমাত্র নবম-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ২৩ নভেম্বর থেকে স্কুল খুলবে। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বরষা গায়কোয়াড জানান, স্কুলে প্রবেশ পথে পড়ুয়াদের থার্মাল চেকিংয়ের ব্যবস্থা থাকবে।

কোথায় এখনও বন্ধ?

মুম্বই: মহারাষ্ট্র সরকার আংশিক ভাবে স্কুল খোলার অনুমতি দিলেও মুম্বইয়ে তা বন্ধই থাকছে। বহন্মুম্বই পুরসভার অন্তর্গত কোনো স্কুলই ২৩ নভেম্বর থেকে খুলবে না।

দিল্লি: জাতীয় রাজধানীতে এখনও বন্ধ স্কুলে গিয়ে পঠনপাঠন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এখনই স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই।

তামিলনাড়ু: ১৬ নভেম্বর থেকে স্কুল খোলার কথা ছিল রাজ্যে। তবে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ: শারীরিক ভাবে স্কুল গিয়ে পড়াশোনা এখনও বন্ধ রয়েছে। রাজ্য সরকার জানিয়েছিল, ডিসেম্বর স্কুল-কলেজ এবং অন্য়ান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে। তবে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

হরিয়ানা: করোনাকালে আংশিক ভাবে স্কুল খুলেছিল হরিয়ানা। তবে সপ্তাহ দুয়েকের মধ্যে প্রায় শ’তিনেক পড়ুয়া এবং শিক্ষক কোভিড আক্রান্ত হওয়ায় শুক্রবার ঘোষণা করা হয়েছে, বিদ্যালয়গুলি ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বিস্তারিত পড়ুন এখানে: দু’সপ্তাহে কোভিড আক্রান্ত প্রায় শ’তিনেক পড়ুয়া এবং শিক্ষক, ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত হরিয়ানায়

Continue Reading

শিক্ষা ও কেরিয়ার

সাড়ে ৮ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের আবেদন চাইছে এসবিআই

বয়স, শিক্ষাগত যোগ্যতা-সহ জেনে নিন আবেদনের খুঁটিনাটি…

Published

on

খবর অনলাইন ডেস্ক: ‘এসবিআই অ্যাপ্রেন্টিস ২০২০’ (SBI Apprentice 2020) বিজ্ঞপ্তি জারি করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

১৯ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘এসবিআই অ্যাপ্রেন্টিস ২০২০’-এর জন্য আবেদন করা যাবে ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইট – www.sbi.co.in-এ।

পরীক্ষার দিন ঘোষণা করে এসবিআই জানিয়েছে, ‘এসবিআই অ্যাপ্রেন্টিস ২০২০’-এ আবেদনের জন্য বয়সসীমা ২০-২৮ বছর। নির্বাচন পদ্ধতি দু’টি পর্যায়ে অনুষ্ঠিত হবে।

Loading videos...

এসবিআই অ্যাপ্রেন্টিস ২০২০

*পদের নাম: অ্যাপ্রেন্টিস

*শূন্যপদ: ৮,৫০০

*আবেদনের ফি: সাধারণের জন্য ৩০০ টাকা, তফসিলি, তফসিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য কোনো ফি লাগবে না

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো ধারায় স্নাতক

আবেদন এবং পরীক্ষা

*অনলাইনে আবেদন শুরু: ২০ নভেম্বর, ২০২০

*অনলাইনে আবেদনের শেষ দিন: ১০ ডিসেম্বর, ২০২০

*অ্যাডমিট কার্ড দেওয়া হবে: ডিসেম্বর, ২০২০-র শেষ সপ্তাহে

*পরীক্ষার তারিখ: জানুয়ারি, ২০২১ (সম্ভাব্য)

আবেদনের বিস্তারিত তথ্য দেখুন এখানে: শূন্যপদের বিবরণ

আবেদন করতে পারেন এখানে: অনলাইন আবেদন

Continue Reading
Advertisement
Donald Trump
বিদেশ11 mins ago

‘যা করতে হয় করুন’, পরাজয় প্রায় স্বীকারই করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প

মালদা6 hours ago

মালদহের মানিকচকে ভেসেল উলটে ৮টি ট্রাক পড়ল গঙ্গায়, বেশ কিছু মানুষ নিখোঁজ

ফুটবল7 hours ago

পেনাল্টি কাজে লাগিয়ে প্রথম ম্যাচে ৩ পয়েন্ট ঘরে তুলল হায়দরাবাদ

রাজ্য11 hours ago

রাজ্যের নতুন সংক্রমণ নেমে এল সাড়ে তিন হাজারের ঘরে, কমল দৈনিক মৃত্যুও

বন্ধন ব্যাঙ্ক
শিল্প-বাণিজ্য12 hours ago

এবার কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডে থাকবে বন্ধন ব্যাঙ্কের লোগো

বিদেশ14 hours ago

যুদ্ধ বাধাতে পারেন ‘দুর্বল’ জো বাইডেন, আশঙ্কা করছে চিন

দেশ15 hours ago

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ প্রয়াত

বিনোদন15 hours ago

মাদক মামলায় জামিন পেলেন ভারতী সিংহ ও হর্ষ লিম্বাচিয়া

কেনাকাটা

কেনাকাটা3 days ago

লিভিংরুমকে নতুন করে দেবে এই দ্রব্যগুলি

খবর অনলাইন ডেস্ক: ঘরের একঘেয়েমি কাটাতে ও সৌন্দর্য বাড়াতে ডিজাইনার আলোর জুড়ি মেলা ভার। অ্যামাজন থেকে তেমনই কয়েকটি হাল ফ্যাশনের...

কেনাকাটা6 days ago

কয়েকটি প্রয়োজনীয় জিনিস, দাম একদম নাগালের মধ্যে

খবর অনলাইন ডেস্ক: কাজের সময় হাতের কাছে এই জিনিসগুলি থাকলে অনেক খাটুনি কমে যায়। কাজও অনেক কম সময়ের মধ্যে করে...

কেনাকাটা3 weeks ago

দীপাবলি-ভাইফোঁটাতে উপহার কী দেবেন? দেখতে পারেন এই নতুন আইটেমগুলি

খবর অনলাইন ডেস্ক : সামনেই কালীপুজো, ভাইফোঁটা। প্রিয় জন বা ভাইবোনকে উপহার দিতে হবে। কিন্তু কী দেবেন তা ভেবে পাচ্ছেন...

কেনাকাটা4 weeks ago

দীপাবলিতে ঘর সাজাতে লাইট কিনবেন? রইল ১০টি নতুন কালেকশন

খবরঅনলাইন ডেস্ক: আসছে আলোর উৎসব। কালীপুজো। প্রত্যেকেই নিজের বাড়িকে সুন্দর করে সাজায় নানান রকমের আলো দিয়ে। চাহিদার কথা মাথায় রেখে...

কেনাকাটা2 months ago

মেয়েদের কুর্তার নতুন কালেকশন, দাম ২৯৯ থেকে শুরু

খবর অনলাইন ডেস্ক: পুজো উপলক্ষ্যে নতুন নতুন কুর্তির কালেকশন রয়েছে অ্যামাজনে। দাম মোটামুটি নাগালের মধ্যে। তেমনই কয়েকটি রইল এখানে। প্রতিবেদন...

কেনাকাটা2 months ago

‘এরশা’-র আরও ১০টি শাড়ি, পুজো কালেকশন

খবর অনলাইন ডেস্ক : সামনেই পুজো আর পুজোর জন্য নতুন নতুন শাড়ির সম্ভার নিয়ে হাজর রয়েছে এরশা। এরসার শাড়ি পাওয়া...

কেনাকাটা2 months ago

‘এরশা’-র পুজো কালেকশনের ১০টি সেরা শাড়ি

খবর অনলাইন ডেস্ক : পুজো কালেকশনে হ্যান্ডলুম শাড়ির সম্ভার রয়েছে ‘এরশা’-র। রইল তাদের বেশ কয়েকটি শাড়ির কালেকশন অ্যামাজন থেকে। প্রতিবেদন...

কেনাকাটা2 months ago

পুজো কালেকশনের ৮টি ব্যাগ, দাম ২১৯ টাকা থেকে শুরু

খবর অনলাইন ডেস্ক : এই বছরের পুজো মানে শুধুই পুজো নয়। এ হল নিউ নর্মাল পুজো। অর্থাৎ খালি আনন্দ করলে...

কেনাকাটা2 months ago

পছন্দসই নতুন ধরনের গয়নার কালেকশন, দাম ১৪৯ টাকা থেকে শুরু

খবর অনলাইন ডেস্ক : পুজোর সময় পোশাকের সঙ্গে মানানসই গয়না পরতে কার না মন চায়। তার জন্য নতুন গয়না কেনার...

কেনাকাটা2 months ago

নতুন কালেকশনের ১০টি জুতো, ১৯৯ টাকা থেকে শুরু

খবর অনলাইন ডেস্ক : পুজো এসে গিয়েছে। কেনাকাটি করে ফেলার এটিই সঠিক সময়। সে জামা হোক বা জুতো। তাই দেরি...

নজরে