শিক্ষা ও কেরিয়ার
উচ্চ মাধ্যমিকের পরে: নার্সিং কোর্স আপডেট ২০২০


পেশা হিসাবে নার্সিং-এর চাহিদা প্রচুর। এবং এই পেশায় দক্ষ হতে চাইলে উচ্চ মাধ্যমিকের পর প্রথাগত পড়াশোনায় না গিয়ে স্বচ্ছন্দেই নার্সিং নিয়ে পড়া যায়। নার্সিং-এর কোর্স সাধারণত তিন থেকে চার বছরের, পাওয়া যায় ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি। এ ছাড়া এক বছরের সার্টিফিকেট আর দু’ বছরের ডিপ্লোমা কোর্সও করা যায়। তা ছাড়া আছে তার থেকেও বেশি সময়ের নার্সিং কোর্স।
পশ্চিমবঙ্গে কোথায় নার্সিং পড়া যায় তার সুলুকসন্ধান দিল খবর অনলাইন –
আইএএস অ্যাকাডেমি
৪/১০এ পোদ্দারনগর, জোধপুর পার্ক, কলকাতা ৭০০০৬৮। ফোন ০৩৩ ৪৬০২ ১৯৭১।
কোর্স
১) সাড়ে তিন বছরের জিএনএম (ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি)। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান/আর্টস (বায়োলজি/অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফারি) নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
২) নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: দ্বাদশ শ্রেণি পাশ।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.iasindia.net
স্কুল অব নার্সিং অ্যান্ড মেডিক্যাল টেকনোলজি
৪/১০এ পোদ্দারনগর, জোধপুর পার্ক, কলকাতা ৭০০০৬৮, ফোন ০৩৩ ৪০০৪ ৬৭৭১।
কোর্স ও ফি
নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। ৩৫ হাজার টাকা প্রতি সেমিস্টারে, অ্যাডমিশন ফি ৩০০০০ টাকা।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.nursingandmedicalcollege.com/
বেহালা ইনস্টিটিউট অব অ্যালায়েড হেলথ্ সায়েন্সেস
২সি/৬ বীরেন রায় রোড ওয়েস্ট, সঞ্জীব পল্লি, বেহালা চৌরাস্তার কাছে, কলকাতা ৭০০০৩৪, ফোন ০৯৮৩০৬ ৬২৯৩০।
কোর্স
পেশেন্ট কেয়ার (ডিপিসি নার্সিং) এক বছরের সার্টিফিকেট ও দু’ বছরের ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: মাধ্যমিক পাশ, দ্বাদশ শ্রেণি পাশ হলে অগ্রাধিকার।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট www.biahs.in
চার্নক হেলথকেয়ার ইনস্টিটিউট
সিন্থেসিস – ইউনিট ৪, সিবিডি ১, অ্যাকশন এরিয়া ২, মেজর আর্টেরিয়াল রোড, রাজারহাট নিউটাউন, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল হাব (সিবিডি), কলকাতা ৭০০১৫৬, ফোন ০৩৩ ৪০৩০ ০৩০০।
কোর্স
১) জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে তিন বছরের ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: যে কোনো বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
২) নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.charnockinstitute.in/
ক্যালকাটা ইনস্টিটিউট অব নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সেস
৭০ গোলাঘাটা রোড, দক্ষিণদাঁড়ি, কলকাতা ৭০০০৪৮, ফোন ০৯৮৭৫৪৯২৮৭৫।
কোর্স
১) নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
২) জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে তিন বছরের ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: যে কোনো বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.cinps.in
কাঞ্চনজঙ্ঘা ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি
মেন রোড, ওয়ার্ড ১৬, চম্পাসারি, শিলিগুড়ি ৭৩৪০০৩, ফোন ০৯৪৭৪০৪৮২৬৬।
কোর্স
তিন বছরের জিএনএম নার্সিং ও চার বছরের বিএসসি নার্সিং। ন্যূনতম যোগ্যতা: প্রথম ক্ষেত্রে যে কোনো বিষয় নিয়ে এবং দ্বিতীয় ক্ষেত্রে বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.kimt.org.in/
আদান প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং কলেজ
সিসাবাড়ি, চম্পাসারি, শিলিগুড়ি ৭৩৪০০৩, ফোন ০৮০১৬২৩৫৫৬৯
কোর্স
নার্সিং-এ তিন বছরের বিএসসি।
ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন http://www.adanparamedical.com/
নেওটিয়া অ্যাকাডেমি অব নার্সিং
২০৫২ চকগড়িয়া, উপহার হাউসিং কমপ্লেক্সের কাছে, কলকাতা ৭০০০৯৪। ফোন ০৩৩ ৩০২৬ ৩৪০০, ৯০৭৩৬৭৭২৫৫।
কোর্স
১) তিন বছরের জিএনএম (ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি)। ন্যূনতম যোগ্যতা: ৪৫% নম্বর সহ দ্বাদশ শ্রেণি পাশ।
২) নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.neotiaacademy.com
সিস্টার ফ্লোরেন্স কলেজ অব নার্সিং
৮১ ডায়মন্ড হারবার রোড, সখের বাজার, পূর্ব বড়িশা, কলকাতা ৭০০০০৮, ফোন ০৩৩ ২২৪৭ ৫১৬৫
কোর্স
নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজিতে ৫০% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.sfcollegeofnursing.org
শ্রী অরবিন্দ সেবা কেন্দ্র স্কুল অব নার্সিং
৮৪এ, শরৎ ঘোষ গার্ডেন রোড, ঢাকুরিয়া, কমলা পার্ক, কলকাতা ৭০০০৩১, ফোন ০৩৩ ৪০১৭ ১৭১৭।
কোর্স
তিন বছরের জিএনএম (ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি)। ন্যূনতম যোগ্যতা: ৪০% নম্বর সহ দ্বাদশ শ্রেণি পাশ, বিজ্ঞান স্ট্রিম নিয়ে পাশ হলে অগ্রাধিকার।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://eedf.in/
কলেজ অব ফিজিওথেরাপি, পিয়ারলেস হসপিটাল
৩৬০ পঞ্চসায়র, চকগড়িয়া, কলকাতা ৭০০০৯৪, ফোন ০৩৩ ৪০১১ ১২২২।
কোর্স
নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: দ্বাদশ শ্রেণি পাশ।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.peerlesshospital.com
গৌরী দেবী নার্সিং অ্যাকাডেমি
জিটি রোড, ন্যাশনাল হাইওয়ে ২, রাজবাঁধ, দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৭১৩২১২, ফোন ০৮৩৭৩০৫৬০০০।
কোর্স
সাড়ে তিন বছরের জিএনএম (ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি)। ন্যূনতম যোগ্যতা: ৪০% নম্বর সহ দ্বাদশ শ্রেণি পাশ।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://gdhrns.rahul.ac.in/
দুর্গাপুর ইনস্টিটিউট অব নার্সিং অ্যান্ড প্যারা মেডিক্যাল সায়েন্স
কালী মন্দিরের বিপরীতে, ২৪/১৬ নর্থ অ্যাভেনিউ, বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্স, সিটি সেন্টার, দুর্গাপুর, পশ্চিমবঙ্গ ৭১৩২১৬
কোর্স
তিন বছরের জিএনএম (ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি)। ন্যূনতম যোগ্যতা: দ্বাদশ শ্রেণি পাশ।
বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট http://www.cinps.in/dinps/
দ্য ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ্ সায়েন্সেস
ডিডি ৩৬, সল্ট লেক, সেক্টর ১, কলকাতা ৭০০০৬৪, ফোন ০৩৩ ২৩৩৪ ২০২৮।
সংস্থার অনুমোদিত কলেজগুলিতে নার্সিং-এ বিএসসি পড়ানো হয়।
অনুমোদিত কলেজ
গভর্নমেন্ট কলেজ অব নার্সিং
এনআরএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল
১৩৮ এজেসি বোস রোড, কলকাতা ৭০০০১৪, ফোন ৮৭৭৭৪৯৯৩০৯, ০৩৩২২৮৬০০৪৯।
আইডি ও বিজি হসপিটাল ক্যাম্পাস
৫৭ বেলিয়াঘাটা মেন রোড, কলকাতা ৭০০০১০, ফোন ০৩৩২৩৭১০০৩৩/৮২৪০০৩৪০৮০, ০৩৩২৩৫৩৬০৭১/২৩৭১০০৩৩
মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল
৮৮ কলেজ স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩, ফোন ৯৮৭৪৫৩৭৫২১, ০৩৩২২১২৩৮০৬, ০৩৩২২৫৫১৬০০।
রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বিবেকানন্দ ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস
৯৯ শরৎ বোস রোড, কলকাতা ৭০০০২৬, ৯৬৩৫৪৩২৮৫৩/০৩৩৪০৩২০২৭২, ৯৮৩০৯৮৯৭৭৫/০৩৩৪০৩২০৪৩১।
মা সারদা কলেজ অব নার্সিং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান
৯৯ শরৎ বোস রোড, কলকাতা ৭০০০২৬, ফোন ৯৪৩২৬৪৬৩৫০/০৩৩২৪৭৫৩৬৩৬।
চার্নক হেলথকেয়ার ইন্সটিটিউট কলেজ অব প্যারামেডিক্স
সিন্থেসিস – ইউনিট ৪, সিবিডি ১, অ্যাকশন এরিয়া ২, মেজর আর্টেরিয়াল রোড, রাজারহাট নিউটাউন, কলকাতা ৭০০১৫৬, ফোন ০৩৩ ৪০৩০ ০৩০০, ৮৫৮৪০২২০০৬।
এই সব কলেজের কোর্সগুলিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। কমন এন্ট্রান্স টেস্ট দিয়ে ভর্তি হতে হয়।
বিস্তারিত জানিতে দেখুন ওয়েবসাইট https://wbuhs.ac.in/
আরও পড়ুন উচ্চ মাধ্যমিকের পরে: পড়তে পারো হোটেল/হসপিটালিটি ম্যানেজমেন্ট
আরও পড়ুন উচ্চ মাধ্যমিকের পরে: পড়তে পারো হসপিটাল ম্যানেজমেন্ট
আরও পড়ুন উচ্চ মাধ্যমিকের পরে: পড়তে পারো মিডিয়া সায়েন্স ও সংশ্লিষ্ট বিষয়
আরও পড়ুন উচ্চ মাধ্যমিকের পরে: পড়তে পারো প্যারামেডিক্যাল বিষয়ে
শিক্ষা ও কেরিয়ার
৯১ হাজার ফ্রেশার নিয়োগ করতে পারে বৃহত্তম চার তথ্যপ্রযুক্তি সংস্থা
চাহিদার সঙ্গে বাড়তে পারে সুযোগও!

বেঙ্গালুরু: করোনাভাইরাস অতিমারি এবং লকডাউনের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। সংশ্লিষ্ট মহলের মতে, ২০২১-২২ অর্থবর্ষে প্রায় ৯১ হাজার নতুন কর্মী নিয়োগ করতে পারে টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকনোলজিস এবং উইপ্রোর মতো বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি।
চলতি আর্থিক বছরে ক্যাম্পাস থেকে নিয়োগে বড়োসড়ো প্রভাব ফেলেছে করোনা অতিমারি। যে কারণে চাহিদা বেড়েছে। সব মিলিয়ে আগের বছরের তুলনায় এ বার সরাসরি ক্যাম্পাস থেকে নিয়োগের সংখ্যাও অনেকটা বাড়তে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। কারণ, এ ধরনের অধিকাংশ প্রতিষ্ঠানই ফ্রেশারদের সুযোগ দেয়।
টিএসএস (TCS)-এর এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিলিন্দ লক্কড় সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, সংস্থা এ বছরের মতো সামনের বছরেও একই সংখ্যক (প্রায় ৪০ হাজার) ফ্রেশার নিয়োগ করতে পারে।
ইনফোসিস (Infosys) জানিয়েছে, আগামী অর্থবর্ষে কলেজ থেকে স্নাতক পর্যায়ের ২৪ হাজার কর্মী নিয়োগ করা হতে পারে। যা চলতি বছরের থেকে প্রায় ১৫ হাজার বেশি।
এইচসিএল টেকনোলজিসের (HCL Technologies) মানবসম্পদ আধিকারিক আপ্পারাও ভিভি বলেছেন, একাধিক কারণে আগামী অর্থবর্ষে ফ্রেশার নিয়োগ বাড়তে পারে। সংস্থার পরিকল্পনা রয়েছে, ভারতে প্রায় ১৫ হাজার ফ্রেশার নিয়োগের। আবার অন-সাইটে দেড়-দু’হাজার কর্মী নিয়োগের চিন্তাভাবনাও রয়েছে।
অন্যদিকে উইপ্রো (Wipro) প্রত্যাশা করছে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে (IT sector) আগামী কয়েক মাসের মধ্যে ‘প্রতিভা অন্বেষণের যুদ্ধ’-এর সূচনা হতে পারে। কারণ কয়েক মাসের বিরতির পর সংস্থাগুলি শেষ দু’টি ত্রৈমাসিকে কর্মী নিয়োগের পদক্ষেপ গ্রহণ করেছে। সংস্থার মানবসম্পদ আধিকারিক সৌরভ গোভিল জানান, পুরোটাই নির্ভর করছে চাহিদার উপর। শেষ কয়েক মাসে তাঁরা যে ভাবে নিয়োগ করছেন, তাতে আরও চাহিদা এবং সুযোগ বৃদ্ধিরই কথা।
আরও পড়তে পারেন: ডেটা এন্ট্রি অপারেটর চাইছে কলকাতা হাইকোর্ট, আবেদন জানাবেন কী ভাবে
শিক্ষা ও কেরিয়ার
ডেটা এন্ট্রি অপারেটর চাইছে কলকাতা হাইকোর্ট, আবেদন জানাবেন কী ভাবে

খবর অনলাইন ডেস্ক : কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে ১৫৩ জন প্রার্থী নেবে। অনলাইন আবেদন জানাতে হবে।
১। পদের নাম –
ডেটা এন্ট্রি অপারেটর
২। শূন্যপদ –
১৫৩
৩। শিক্ষাগত যোগ্যতা –
মাধ্যমিক বা সমতুল পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা স্বীকৃত সংস্থা থেকে। সঙ্গে প্রতিঘণ্টায় টাইপিং স্পিড হতে হবে আট হাজার বা তার বেশি।
৪। বয়সসীমা –
০১/০১/২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
৫। বেতনক্রম –
২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা
৬। পরীক্ষার ফি –
ডেটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষার খরচ ৮০০ টাকা। পশ্চিমবঙ্গের তপসিলি জাতি, উপজাতিদের জন্য ৪০০ টাকা।
৭। আবেদনের পদ্ধতি –
কেবল কলকাতায় হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।
৮। ওয়েবসাইটটি হল –
৯। গুরুত্বপূর্ণ তারিখ –
অনলাইন আবেদনের শুরু করার তারিখ ১১/০১/২০২১
অনলাইন আবেদনের শেষের তারিখ ২৭/০১/২০২১
১০। বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে –
এখানে ক্লিক করুন।
১১। আবেদনের জন্য –
এখানে ক্লিক করুন।
আরও – ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্সের জন্য আবেদন চাইছে
শিক্ষা ও কেরিয়ার
ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্সের জন্য আবেদন চাইছে

খবরঅনলাইন ডেস্ক: ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্স (এপ্রিল ২০২১)-এর জন্য অনলাইন আবেদন চাইছে।
যোগ্যতা –
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে ডিগ্রি কোর্স পাস করতে হবে।
প্রার্থীদের এনসিসি বি বা সি সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা –
বয়স হতে হবে ১/১/২০২১ অনুযায়ী ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন শুরুর তারিখ ৩০/১২/২০২০
আবেদন শেষের তারিখ ২৮/০১/২০২১
আবেদন করতে লাগবে
জিজ্ঞাস্য যাবতীয় তথ্য, ফটো আইডি, স্বাক্ষর, পরিচয়ের প্রমাণপত্র ও যাবতীয় তথ্যে সার্টিফিকেট।
আবেদন পত্র পূরণ করা হয়ে গেলে তার একটি প্রিন্টআউট নিয়ে রাখবেন।
উল্লেখ্য – কেবলমাত্র অবিবাহিতরাই আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
আবেদন করতে ক্লিক করুন এখানে
আরও – পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে প্রার্থী নেবে
-
রাজ্য1 day ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
দেশ2 days ago
মহারাষ্ট্র-কেরলে সংক্রমিত ৮০৮৬ বাকি দেশে মাত্র ৫০৭২, ২৩ মে’র পর সব থেকে কম দৈনিক মৃত্যু ভারতে
-
রাজ্য2 days ago
দক্ষিণবঙ্গে দু’ দিনের জন্য তাপমাত্রা বাড়লেও ফের ফিরবে শীত, উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
-
ফুটবল2 days ago
এগিয়ে থেকেও ড্র করে পয়েন্ট খোয়াল এটিকে মোহনবাগান