মৌ বসু
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায় অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতর পার্ট টাইম গেস্ট টিচার পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ৫। এরমধ্যে একমাত্র ফিজিক্যাল এডুকেশন পদে পুরুষ গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে। সাঁওতালি, ইতিহাস, গণিত ও রসায়ন বিভাগে ১টি করে পদে মহিলা পার্ট টাইম গেস্ট টিচার নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ফিজিক্যাল এডুকেশন পদে আবেদনের জন্য আবেদনকারীকে ফিজিক্যাল এডুকেশনে স্নাতক (সাম্মানিক), এনসিটিই দ্বারা স্বীকৃত বিএড ডিগ্রি থাকতে হবে। সাঁওতালি ভাষার গেস্ট টিচার পদে আবেদনের জন্য আবেদনকারীকে সাঁওতালি ভাষায় স্নাতক (সাম্মানিক), এনসিটিই দ্বারা স্বীকৃত বিএড ডিগ্রি থাকতে হবে। গণিতের গেস্ট টিচার পদে আবেদনকারীকে গণিতে স্নাতক (সাম্মানিক), এনসিটিই দ্বারা স্বীকৃত বিএড ডিগ্রি থাকতে হবে। ইতিহাসের গেস্ট টিচার পদে আবেদনের জন্য আবেদনকারীকে ইতিহাসে স্নাতক (সাম্মানিক), এনসিটিই দ্বারা স্বীকৃত বিএড ডিগ্রি থাকতে হবে। রসায়নের গেস্ট টিচার পদে আবেদনের জন্য আবেদনকারীকে রসায়নে স্নাতক (সাম্মানিক), এনসিটিই দ্বারা স্বীকৃত বিএড ডিগ্রি থাকতে হবে।
আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়মে তপশিলি জাতি ও উপজাতি আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ছাড় মিলবে। চিকিৎসকের কাছ থেকে শারীরিক ভাবে সুস্থ থাকার শংসাপত্র লাগবে। স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ে পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করবে জেলাস্তরের সিলেকশন কমিটি।
কীভাবে করবেন আবেদন
পুরুলিয়া জেলা প্রশাসনের অফিশিয়াল ওয়েবসাইট (www.purulia.gov.in) মারফত আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে সিল করা খামে ভরে প্রোজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, পুরুলিয়া অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরে জমা দিতে হবে অথবা ডাকযোগে পাঠাতে হবে। ৫ মার্চের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা শংসাপত্র), ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড/ভোটার কার্ড), শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্রের সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি, বৈধ ইমেইল আইডি আর মোবাইল নম্বর দিতে হবে। ২টি সেলফ অ্যাড্রেসড খাম ভরে জমা দিতে হবে।