বেঙ্গালুরুর একটি নতুন স্টার্টআপ স্মলেস্ট এআই প্রচলিত চাকরির নিয়ম বদলে দিয়েছে। সাধারণত চাকরির জন্য রেজ়্যুমে ও ডিগ্রির প্রয়োজন হয়, কিন্তু এই স্টার্টআপ সেসব কিছুকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র দক্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে চাইছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সুদর্শন কামাথ সম্প্রতি ৪০ লাখ টাকা বার্ষিক বেতনের একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞাপন দিয়েছেন। তবে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা দেখানোর দরকার নেই। বরং, তাদের ১০০ শব্দের মধ্যে নিজেদের পরিচিতি দিতে হবে এবং সেরা কাজের লিঙ্ক শেয়ার করতে হবে।
কেমন প্রতিক্রিয়া মিলছে?
এই অভিনব নিয়োগ বিজ্ঞাপনটি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ পোস্ট করা হলে দ্রুত ভাইরাল হয়ে যায়।
অনেকে এই পদ্ধতির প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “কলেজের গ্রেড বা সার্টিফিকেট নয়, প্রমাণিত কাজ চাইছেন—এই দৃষ্টিভঙ্গি দারুণ!” অনেকেই ইতিমধ্যেই আবেদন করেছেন।
তবে, কিছু মানুষ প্রশ্ন তুলেছেন বেতনের পরিমাণ নিয়ে। কেউ কেউ মনে করছেন, ৪০ লাখ টাকা হয়তো একজন টপ-লেভেল ইঞ্জিনিয়ারের জন্য যথেষ্ট প্রতিযোগিতামূলক নয়।
প্রচলিত নিয়মে পরিবর্তন?
সুদর্শন কামাথের এই উদ্যোগ দেখিয়ে দিলো, শুধুমাত্র ডিগ্রি বা রেজ়্যুমে নয়, দক্ষতাই আসল চাবিকাঠি! ভবিষ্যতে এই মডেল আরও জনপ্রিয় হতে পারে বলে মনে করছেন অনেকে।
আপনার মত কী? রেজ়্যুমে ছাড়া চাকরি দেওয়া কি বাস্তবে সম্ভব? 💬 কমেন্টে জানান!