Homeশিক্ষা ও কেরিয়ারএসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ...

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ঘোষণা করেছে নতুন নিয়োগ। ‘প্রোবেশনারি অফিসার’ (Probationary Officer বা PO) পদে মোট ৫৪১ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগে দেশের বিভিন্ন শহরে কাজ করার সুযোগ মিলবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গিয়েছে এবং চলবে আগামী ১৪ জুলাই, ২০২৫ পর্যন্ত। আবেদন করতে হবে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

যোগ্যতা:

  • যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) উত্তীর্ণ হতে হবে।
  • ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রিও গ্রহণযোগ্য।
  • যাঁরা স্নাতকের শেষ বর্ষে পড়ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন (বয়সসীমার মধ্যে থাকলে)।
  • বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর (সরকারি নিয়মে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে)।

নিয়োগ পদ্ধতি:
নির্বাচন প্রক্রিয়া হবে তিনটি ধাপে—

  1. প্রিলিমিনারি পরীক্ষা (Prelims)
  2. মেইন পরীক্ষা (Mains)
  3. সাইকোমেট্রি টেস্ট, গ্রুপ এক্সসারসাইজ এবং ইন্টারভিউ

বেতন কাঠামো:
নিযুক্ত প্রার্থীরা প্রাথমিকভাবে দু’বছরের ‘প্রবেশন’ পর্যায়ে থাকবেন। এরপর কাজের ভিত্তিতে তাঁদের ‘জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড-১’ স্কেলে উন্নীত করা হবে। বেতন শুরু হবে প্রতি মাসে ₹৪৮,৪৮০ থেকে এবং সর্বোচ্চ ₹৮৫,৯২০ পর্যন্ত পৌঁছতে পারে।

আবেদন ফি:

  • সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদনমূল্য ধার্য হয়েছে ₹৭৫০
  • তফসিলি জাতি, উপজাতি এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনও ফি লাগবে না।

আবেদনের শেষ দিন:
১৪ জুলাই, ২০২৫

ওয়েবসাইট:
https://www.sbi.co.in

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

পশ্চিম বর্ধমানে মহিলাদের জন্য চাকরির সুযোগ, কমিউনিটি অডিটর পদে নিয়োগ

পশ্চিম বর্ধমানে আনন্দধারা প্রকল্পে কমিউনিটি অডিটর পদে ১১ জন মহিলাকে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অফলাইনে, শেষ তারিখ ৩১ জুলাই।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

ব্যাঙ্ক অফ বরোদায় ২,৫০০ জন নিয়োগ, পশ্চিমবঙ্গে ৫০টি পদ! জানুন আবেদন ও যোগ্যতার খুঁটিনাটি

ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার পদে ২,৫০০ জন নিয়োগ। পশ্চিমবঙ্গে রয়েছে ৫০টি শূন্যপদ। মাসিক বেতন সর্বোচ্চ ₹৮৫,৯২০। আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই।