চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ঘোষণা করেছে নতুন নিয়োগ। ‘প্রোবেশনারি অফিসার’ (Probationary Officer বা PO) পদে মোট ৫৪১ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগে দেশের বিভিন্ন শহরে কাজ করার সুযোগ মিলবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গিয়েছে এবং চলবে আগামী ১৪ জুলাই, ২০২৫ পর্যন্ত। আবেদন করতে হবে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
যোগ্যতা:
- যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) উত্তীর্ণ হতে হবে।
- ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রিও গ্রহণযোগ্য।
- যাঁরা স্নাতকের শেষ বর্ষে পড়ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন (বয়সসীমার মধ্যে থাকলে)।
- বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর (সরকারি নিয়মে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে)।
নিয়োগ পদ্ধতি:
নির্বাচন প্রক্রিয়া হবে তিনটি ধাপে—
- প্রিলিমিনারি পরীক্ষা (Prelims)
- মেইন পরীক্ষা (Mains)
- সাইকোমেট্রি টেস্ট, গ্রুপ এক্সসারসাইজ এবং ইন্টারভিউ
বেতন কাঠামো:
নিযুক্ত প্রার্থীরা প্রাথমিকভাবে দু’বছরের ‘প্রবেশন’ পর্যায়ে থাকবেন। এরপর কাজের ভিত্তিতে তাঁদের ‘জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড-১’ স্কেলে উন্নীত করা হবে। বেতন শুরু হবে প্রতি মাসে ₹৪৮,৪৮০ থেকে এবং সর্বোচ্চ ₹৮৫,৯২০ পর্যন্ত পৌঁছতে পারে।
আবেদন ফি:
- সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদনমূল্য ধার্য হয়েছে ₹৭৫০।
- তফসিলি জাতি, উপজাতি এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনও ফি লাগবে না।
আবেদনের শেষ দিন:
১৪ জুলাই, ২০২৫
ওয়েবসাইট:
https://www.sbi.co.in