খেলোয়াড় অথচ চাকরি খুঁজছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী বিএসএফ-এ জিডি কনস্টেবল পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মাধ্যমিক উত্তীর্ণ হলেই জিডি কনস্টেবল পদে আবেদন করা যাবে।
কারা আবেদন করতে পারবেন
মহিলা এবং পুরুষ উভয়েই এই পদে আবেদন করতে পারবেন। খেলোয়াড়দের জন্য স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in মারফত অনলাইনে আবেদন করতে হবে। খেলাধুলোর দক্ষ, জাতীয় অথবা আন্তর্জাতিক কোনো ইভেন্টে অংশগ্রহণ করেছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
বয়সসীমা ও বেতন
১ জানুয়ারি ২০২৫-এ জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া তফশিলি জাতি ও উপজাতি হলে ৫ বছর এবং ওবিসি হলে ৩ বছর বয়সের ছাড় রয়েছে। মাসে বেতন মিলবে ২১,৭০০ থেকে ৬৯,৭০০ টাকা পর্যন্ত।
কী ভাবে প্রার্থী বাছাই
কোনো লিখিত পরীক্ষা হবে না। খেলাধুলোর ভিত্তিতেই ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হবে এবং তার ওপরে তাঁদের যোগ্যতা নির্ধারিত হবে। যেমন, অলিম্পিকের শংসাপত্র থাকলে স্বর্ণপদক পেলে ১০০% নম্বর, রৌপ্য পদক পেলে ৯৬%, ব্রোঞ্জ মেডেল পেলে ৯২% নম্বর। কেউ যদি পদক জিততে না পারেন, শুধু অংশগ্রহণ করে থাকেন সে ক্ষেত্রেও তিনি ৮০ নম্বর পাবেন। অলিম্পিকের মতোই বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্ব কাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইত্যাদি ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যোগ্যতার নিরিখে নম্বর দেওয়া হবে। এ ছাড়াও চাকরিপ্রার্থীদের শারীরিক মাপকাঠি বিবেচনা করা হবে।
বিশদ তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখুন। আবেদন করার পরে চাকরিপ্রার্থীদের ডাকা হবে। প্রথমে নথিপত্র যাচাই করা হবে। তার পর খেলোয়াড়ি দক্ষতা পরীক্ষা করে দেখা হবে। পরে ট্রায়াল টেস্ট হবে ও পিএসটি হবে। এর পর মেরিট লিস্ট বার করা হবে এবং তার পর শারীরিক পরীক্ষা করা হবে।