শুক্রবার প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকন্ডারি এডুকেশন (CBSE)-এক দশম শ্রেণির ফলাফল। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in থেকে নিজের ফল দেখে নিতে পারবেন পড়ুয়ারা। নিজের রোল নম্বর, স্কুল নম্বর, জন্মতারিখ এবং অ্যাডমিট কার্ড আইডি দিয়ে ফলাফল দেখা যাবে।
এ বারের সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় নিবন্ধিত পড়ুয়ার সংখ্যা ২১,০৯,২০৮ জন। যাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২০,৯৩,৯৭৮ জন। পাশ করেছেন ১৯,৭৬,৬৬৮ জন। পাশের হার ৯৪.৪০ শতাংশ। ছাত্রদের তুলনায় ১.৪১ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষায় পাশ করেছেন।
কী ভাবে ফলাফল দেখবেন
১. প্রথমেই যেতে হবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-এ
২. সেখানে সেকেন্ডারি স্কুল এগজামিনেশ (ক্লাস ১০) রেজাল্ট ২০২২ লিঙ্কে ক্লিক করতে হবে
৩. এখানে দিতে হবে নিজের রোল নম্বর, স্কুল নম্বর, জন্মতারিখ এবং অ্যাডমিট কার্ড আইডি
৪. এর পরই ফলাফল মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে চলে আসবে
৫. এখান থেকেই ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে নেওয়া যাবে।
উপরোক্ত ওয়েবসাইটটি ছাড়াও https://cbse.digitallocker.gov.in, https://cbse.gov.in-তে গিয়েও ফল দেখতে পারবেন পড়ুয়ারা। ডিজিলকার মোবাইল অ্যাপ এবং উমঙ্গ অ্যাপের মাধ্যমেও পড়ুয়ারা তাদের রেজাল্ট জানতে পারবেন।
এ দিনই ২০২২ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। বোর্ড জানিয়েছে, এ বছর পাশের হার ৯২.৭১ শতাংশ। চলতি বছরে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৩৩ হাজারের বেশি (৩৩,৪২৩) পরীক্ষার্থী ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। পাশাপাশি ১.৩৪ লক্ষ পরীক্ষার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন।
আরও পড়তে পারেন:
ইডি-র তল্লাশি চলাকালীন অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, বাড়িতে চিকিৎসক
‘ঘরে ঘরে তেরঙা’, ১৩-১৫ আগস্ট প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আর্জি প্রধানমন্ত্রী মোদীর
বাঁকুড়ার বেসরকারি হাসপাতালে আগুন-আতঙ্ক, তিনতলা থেকে ঝাঁপ মহিলার
সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা, পাশের হার ৯২.৭১ শতাংশ
আচমকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি, কী কারণে তল্লাশি অভিযান
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।