পরীক্ষা শুরুর ৮৬ দিন আগে আগামী বছরের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি প্রকাশ করল সিবিএসই বোর্ড। এই প্রথমবার পরীক্ষার কমপক্ষে ৮৬ দিন আগে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দেওয়া হল বলে দাবি করেছে সিবিএসই।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাও শুরু হবে একইদিনে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকেই। দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৪ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে।
সিবিএসই’র তরফে বলা হয়েছে, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পড়ুয়ারা পর্যাপ্ত সময় পাবে। আর পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী ক্লাসের আয়োজন করতে পারবে স্কুলগুলিও।
এই প্রথমবার পরীক্ষার এত আগে সূচি ঘোষণা করা হয়েছে। সিবিএসইয়ের তরফে আরও জানানো হয়েছে, একই সময় সব বিষয়ের শিক্ষকরা দীর্ঘদিনের জন্য ছুটিতে না যান, সেটার ওপর জোর দেওয়া হয়েছে।
সেই অনুযায়ী দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি তৈরি করা হয়েছে। তার ফলে উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়াও মসৃণভাবে চলবে। সিবিএসই দ্বাদশ শ্রেণির প্র্যাকটিকাল পরীক্ষার সময় অন্য স্কুলের কোনও পরীক্ষক বা ‘এক্সটার্নাল এক্সামিনার’ হাজির থাকবেন। দশম শ্রেণির প্র্যাকটিকাল পরীক্ষার সময় স্কুলেরই শিক্ষক হাজির থাকবেন। এবার সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পড়ুয়ার সংখ্যা ৪৪ লাখের মতো।
রীক্ষার সুনির্দিষ্ট সময় এবং বিষয়ভিত্তিক তালিকা সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইট, cbse.gov.in-এ পাওয়া যাবে।