প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য টার্ম-২ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল সিবিএসই

0

নয়াদিল্লি: সমস্ত প্রাইভেট পরীক্ষার্থীদের (Private candidates) জন্য টার্ম-২ পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)। এ ধরনের পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট– cbse.gov.in থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির টার্ম-২ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন।

এই পরীক্ষাগুলি শুরু হবে আগামী ২৬ এপ্রিল থেকে। তার আগেই দশম এবং দ্বাদশ শ্রেণির টার্ম-২ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার্থীদের। ধাপে ধাপে প্রক্রিয়া অনুসরণ করে নীচের লিঙ্ক থেকেই তা ডাউনলোড করা যাবে।

প্রাইভেট প্রার্থীরা কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন

১. বোর্ড পরীক্ষা দিচ্ছেন এমন প্রাইভেট প্রার্থীদের অবশ্যই সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট – cbse.gov.in-এ যেতে হবে।

২. হোমপেজে, সিবিএসই টার্ম-২ প্রাইভেট প্রার্থীদের জন্য অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করুন

৩. বিকল্প হিসেবে cbseit.in/cbse/web/regn/pvtadmcard.aspx লিঙ্কেও ক্লিক করতে পারেন

৪. প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ-ইন করতে হবে

৫. এর পরই অ্যাডমিট কার্ডটি দেখা যাবে

৬. ডাউনলোড করুন এবং পরবর্তীতে ব্যবহারের জন্য প্রিন্ট করে রাখুন

উল্লেখ্য, এ বছর দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষাগুলি দু’টি ভাগে পরিচালনা করেছে সিবিএসই। টার্ম -১ পরীক্ষাগুলি নেওয়া হয় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। গত মার্চ মাসে যে পরীক্ষাগুলির ফলাফলও ঘোষিত হয়েছে। টার্ম -২ পরীক্ষা ২৬ এপ্রিল থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, আগামী শিক্ষাবর্ষে ফের এক বারেই পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা চলছে।

আরও পড়তে পারেন:

সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির টার্ম-১ পরীক্ষা: শীর্ষ স্থানাধিকারীদের উত্তরপত্র প্রকাশের সম্ভাবনা অনলাইনে

কেন্দ্রীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পদ শূন্য হওয়ার আগেই শিক্ষক নিয়োগ, নয়া পরিকল্পনা মন্ত্রকের

পিছিয়েছে জয়েন্ট এন্ট্রাস মেন পরীক্ষা, ঠিক কী কারণে

সিবিএসই টার্ম-১ পরীক্ষা: ২০ এপ্রিল পর্যন্ত বাড়ল পুনর্মূল্যায়নের আবেদন জানানোর সময়সীমা

নিখুঁত প্রস্তুতি নিলে বোর্ড পরীক্ষার এই বিষয়গুলিতে একশোয় একশো পাওয়া যায়

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন