আগামী শিক্ষাবর্ষ থেকে বছরে দু’বার বোর্ড পরীক্ষা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পাশাপাশি, বিদেশি পড়ুয়াদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে একটি আন্তর্জাতিক পাঠ্যক্রম চালু করতে চলেছে বোর্ড।
সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে সিবিএসই, এনসিইআরটি, কেভিএস, এনভিএস-এর শীর্ষ আধিকারিকরা এবং সিবিএসই-সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিদ্যালয়গুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)-এ একটি পোস্টে সিবিএসই জানিয়েছে, “আজ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উচ্চপর্যায়ের এক বৈঠকে সিবিএসই গ্লোবাল কারিকুলাম বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সিবিএসই ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিদেশি বিদ্যালয়গুলির জন্য গ্লোবাল পাঠ্যক্রম চালু করবে এবং তার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত করবে।”
এই পরিবর্তনগুলি শিক্ষাব্যবস্থাকে আরও নমনীয় ও আন্তর্জাতিক মানের করে তুলতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।