রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া শুরু হল বুধবার থেকে। এ বছর থেকে চালু হয়েছে অভিন্ন ভর্তির পোর্টাল। আর সেই পোর্টালের অন্যতম আকর্ষণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-ভিত্তিক সহায়ক ব্যবস্থা ‘বীণা’। প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলেছে এই নতুন ব্যবস্থায়।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৮,৪৪৩ জন পড়ুয়া অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাঁরা সম্মিলিতভাবে ৭১,৯৪৯টি ভর্তির আবেদন জমা দিয়েছেন। এদের মধ্যে ৩৩৮২ জন আবেদন করেছেন এআই চ্যাট বট ‘বীণা’র সহায়তায়।
শিক্ষামন্ত্রীর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট অনুযায়ী, রেজিস্টার্ড পড়ুয়াদের মধ্যে ২৫১ জন ভিন্ রাজ্যের। বিষয়ভিত্তিক আবেদনেও দেখা গেছে কিছু প্রবণতা—সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ের জন্য, এরপর রয়েছে জীববিদ্যা (বায়োলজি)।
শিক্ষা দফতর জানিয়েছে, ২০ জুলাই পর্যন্ত চলবে প্রথম দফার ভর্তির আবেদন। এরপর ২৪-৩১ জুলাই চলবে নথিপত্র যাচাইয়ের কাজ। শিক্ষাবর্ষ শুরু হবে ১ অগস্ট থেকে। যাঁরা প্রথম দফায় সুযোগ পাবেন না, তাঁদের জন্য দ্বিতীয় দফায় আবেদন করার সুযোগ থাকবে ২ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত—যদি আসন ফাঁকা থাকে।
উল্লেখযোগ্য যে, এবারই প্রথম রাজ্যে অভিন্ন পোর্টালের মাধ্যমে এত বড় মাপের কেন্দ্রীভূত অনলাইন ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও প্রযুক্তিনির্ভর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।