Homeশিক্ষা ও কেরিয়ারঅভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায়...

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া শুরু হল বুধবার থেকে। এ বছর থেকে চালু হয়েছে অভিন্ন ভর্তির পোর্টাল। আর সেই পোর্টালের অন্যতম আকর্ষণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-ভিত্তিক সহায়ক ব্যবস্থা ‘বীণা’। প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলেছে এই নতুন ব্যবস্থায়।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৮,৪৪৩ জন পড়ুয়া অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাঁরা সম্মিলিতভাবে ৭১,৯৪৯টি ভর্তির আবেদন জমা দিয়েছেন। এদের মধ্যে ৩৩৮২ জন আবেদন করেছেন এআই চ্যাট বট ‘বীণা’র সহায়তায়।

শিক্ষামন্ত্রীর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট অনুযায়ী, রেজিস্টার্ড পড়ুয়াদের মধ্যে ২৫১ জন ভিন্‌ রাজ্যের। বিষয়ভিত্তিক আবেদনেও দেখা গেছে কিছু প্রবণতা—সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ের জন্য, এরপর রয়েছে জীববিদ্যা (বায়োলজি)

শিক্ষা দফতর জানিয়েছে, ২০ জুলাই পর্যন্ত চলবে প্রথম দফার ভর্তির আবেদন। এরপর ২৪-৩১ জুলাই চলবে নথিপত্র যাচাইয়ের কাজ। শিক্ষাবর্ষ শুরু হবে ১ অগস্ট থেকে। যাঁরা প্রথম দফায় সুযোগ পাবেন না, তাঁদের জন্য দ্বিতীয় দফায় আবেদন করার সুযোগ থাকবে ২ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত—যদি আসন ফাঁকা থাকে।

উল্লেখযোগ্য যে, এবারই প্রথম রাজ্যে অভিন্ন পোর্টালের মাধ্যমে এত বড় মাপের কেন্দ্রীভূত অনলাইন ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও প্রযুক্তিনির্ভর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

পশ্চিম বর্ধমানে মহিলাদের জন্য চাকরির সুযোগ, কমিউনিটি অডিটর পদে নিয়োগ

পশ্চিম বর্ধমানে আনন্দধারা প্রকল্পে কমিউনিটি অডিটর পদে ১১ জন মহিলাকে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অফলাইনে, শেষ তারিখ ৩১ জুলাই।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

ব্যাঙ্ক অফ বরোদায় ২,৫০০ জন নিয়োগ, পশ্চিমবঙ্গে ৫০টি পদ! জানুন আবেদন ও যোগ্যতার খুঁটিনাটি

ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার পদে ২,৫০০ জন নিয়োগ। পশ্চিমবঙ্গে রয়েছে ৫০টি শূন্যপদ। মাসিক বেতন সর্বোচ্চ ₹৮৫,৯২০। আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই।