সরকারি কলেজে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এতদিন আলাদা আলাদা কলেজের মাধ্যমে স্থায়ী কর্মী নিয়োগের পদ্ধতির বদলে, এবার কেন্দ্রীয় ভাবে কলেজ সার্ভিস কমিশনের (CSC) মাধ্যমে নিয়োগ হবে শিক্ষাকর্মীদের। সেই লক্ষ্যে তৈরি হয়েছে নিয়োগবিধির খসড়া। সূত্রের খবর, ইতিমধ্যেই তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাজ্যের আইন দফতরে।
২০২২ সালে বিধানসভায় পাশ হওয়া একটি আইন অনুযায়ী কলেজ সার্ভিস কমিশনের অধীনে এই নিয়োগ সম্ভব হলেও এতদিন তা কার্যকর হয়নি। তবে এবার বিষয়টি অনেকটাই এগিয়ে গেল। আইন দফতর থেকে ছাড়পত্র মিললে খসড়া যাবে অর্থ দফতরে। সেখানে অনুমোদনের পরে নিয়োগবিধিটি উচ্চশিক্ষা দফতরে ফিরে আসবে এবং চূড়ান্ত পর্যায়ে তা কলেজ সার্ভিস কমিশনে পাঠানো হবে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য।
এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে রাজ্যের সরকারি কলেজগুলিতে শিক্ষাকর্মী নিয়োগ হবে CSC-এর তত্ত্বাবধানে। আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবির কথায়, “এই প্রক্রিয়া কার্যকর হলে নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আসবে, এমনটাই আমরা আশা করি।”
তথ্য অনুযায়ী, বর্তমানে শিক্ষা দফতরের নির্ধারিত পদের ভিত্তিতে কলেজগুলি নিজেরা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। তবে ২০২২-এর আইন অনুযায়ী, ভবিষ্যতে স্থায়ী পদে নিয়োগ আর আলাদা করে কলেজ করবে না, সেই দায়িত্ব নেবে কলেজ সার্ভিস কমিশন।
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি আইনি কলেজে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক অস্থায়ী কর্মীর রাজনৈতিক যোগাযোগ নিয়ে বিতর্ক দানা বাঁধে। সেই প্রেক্ষাপটেও কেন্দ্রীয় ভাবে স্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠেছে।
কমিশনের এক শীর্ষ কর্তা জানান, “নিয়োগবিধি হাতে এলেই কমিশনের তরফে শূন্যপদের তালিকা চেয়ে সংশ্লিষ্ট কলেজগুলিকে জানানো হবে। এরপর কমিশনের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”
আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বাড়ল, ৭ জুলাই পর্যন্ত বন্ধ বাংলার শিক্ষা পোর্টাল ও উৎসশ্রী