Homeশিক্ষা ও কেরিয়ারকলেজে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগে উদ্যোগ রাজ্যের, নিয়োগবিধি তৈরি করে পাঠানো হল...

কলেজে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগে উদ্যোগ রাজ্যের, নিয়োগবিধি তৈরি করে পাঠানো হল আইন দফতরে

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সরকারি কলেজে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এতদিন আলাদা আলাদা কলেজের মাধ্যমে স্থায়ী কর্মী নিয়োগের পদ্ধতির বদলে, এবার কেন্দ্রীয় ভাবে কলেজ সার্ভিস কমিশনের (CSC) মাধ্যমে নিয়োগ হবে শিক্ষাকর্মীদের। সেই লক্ষ্যে তৈরি হয়েছে নিয়োগবিধির খসড়া। সূত্রের খবর, ইতিমধ্যেই তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাজ্যের আইন দফতরে।

২০২২ সালে বিধানসভায় পাশ হওয়া একটি আইন অনুযায়ী কলেজ সার্ভিস কমিশনের অধীনে এই নিয়োগ সম্ভব হলেও এতদিন তা কার্যকর হয়নি। তবে এবার বিষয়টি অনেকটাই এগিয়ে গেল। আইন দফতর থেকে ছাড়পত্র মিললে খসড়া যাবে অর্থ দফতরে। সেখানে অনুমোদনের পরে নিয়োগবিধিটি উচ্চশিক্ষা দফতরে ফিরে আসবে এবং চূড়ান্ত পর্যায়ে তা কলেজ সার্ভিস কমিশনে পাঠানো হবে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য।

এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে রাজ্যের সরকারি কলেজগুলিতে শিক্ষাকর্মী নিয়োগ হবে CSC-এর তত্ত্বাবধানে। আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবির কথায়, “এই প্রক্রিয়া কার্যকর হলে নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আসবে, এমনটাই আমরা আশা করি।”

তথ্য অনুযায়ী, বর্তমানে শিক্ষা দফতরের নির্ধারিত পদের ভিত্তিতে কলেজগুলি নিজেরা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। তবে ২০২২-এর আইন অনুযায়ী, ভবিষ্যতে স্থায়ী পদে নিয়োগ আর আলাদা করে কলেজ করবে না, সেই দায়িত্ব নেবে কলেজ সার্ভিস কমিশন।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি আইনি কলেজে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক অস্থায়ী কর্মীর রাজনৈতিক যোগাযোগ নিয়ে বিতর্ক দানা বাঁধে। সেই প্রেক্ষাপটেও কেন্দ্রীয় ভাবে স্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠেছে।

কমিশনের এক শীর্ষ কর্তা জানান, “নিয়োগবিধি হাতে এলেই কমিশনের তরফে শূন্যপদের তালিকা চেয়ে সংশ্লিষ্ট কলেজগুলিকে জানানো হবে। এরপর কমিশনের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বাড়ল, ৭ জুলাই পর্যন্ত বন্ধ বাংলার শিক্ষা পোর্টাল ও উৎসশ্রী

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

পশ্চিম বর্ধমানে মহিলাদের জন্য চাকরির সুযোগ, কমিউনিটি অডিটর পদে নিয়োগ

পশ্চিম বর্ধমানে আনন্দধারা প্রকল্পে কমিউনিটি অডিটর পদে ১১ জন মহিলাকে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অফলাইনে, শেষ তারিখ ৩১ জুলাই।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

ব্যাঙ্ক অফ বরোদায় ২,৫০০ জন নিয়োগ, পশ্চিমবঙ্গে ৫০টি পদ! জানুন আবেদন ও যোগ্যতার খুঁটিনাটি

ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার পদে ২,৫০০ জন নিয়োগ। পশ্চিমবঙ্গে রয়েছে ৫০টি শূন্যপদ। মাসিক বেতন সর্বোচ্চ ₹৮৫,৯২০। আবেদনের শেষ তারিখ ২৪ জুলাই।