শিক্ষা ও কেরিয়ার
দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, জানুন নতুন দিনক্ষণ
দশম এবং দ্বাদশ শ্রেণির সংশোধিত পরীক্ষাসূচি প্রকাশ করেছে সিআইসিএসই।


খবর অনলাইন ডেস্ক: দশম ও দ্বাদশ শ্রেণির কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে কাউন্সিল অব ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (CICSE)।
সোমবার জানানো হয়, আইসিএসইর (দশম শ্রেণি) সংশোধিত পরীক্ষাসূচি অনুযায়ী, “অনিবার্য” কারণে ১৩ এবং ১৫ মে পরীক্ষা হবে না।
যে পরীক্ষাগুলিতে হয়েছে পরিবর্তন
দশম শ্রেণির ইকোনমিক্স পরীক্ষা, যা আগে ১৩ মে হওয়ার কথা ছিল, এখন সেটা ৪ মে অনুষ্ঠিত হবে। ‘আর্ট পেপার ২’ পরীক্ষা ১৫ মে হওয়ার কথা ছিল, সেটা এখন ২২ মে অনুষ্ঠিত হবে। ‘আর্ট পেপার ৩’ এবং ‘আর্ট পেপার ৪’ পরীক্ষা যথাক্রমে ২৯ মে ও ৫ জুন নেওয়া হবে।
১৬ জুন পর্যন্ত হবে পরীক্ষা
আইএসসি (দ্বাদশ শ্রেণি)-র সংশোধিত সময়সূচি অনুযায়ী ১৩ এবং ১৫ মে এবং ১২ জুন কোনো পরীক্ষা হবে না। সিআইসিএসইর চিফ এক্সিকিউটিভ ও সেক্রেটারি গেরি আরথুন জানিয়েছেন, ‘ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন’ (আইসিএসই)-র অধীনে দশম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে থেকে ৭ জুন পর্যন্ত। ‘ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন’ (আইএসসি)-র অধীনে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৮ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ফলাফল কবে?
পরীক্ষাগুলে হবে অফলাইনে, অর্থাৎ, পরীক্ষাকেন্দ্রে যেতে হবে পরীক্ষার্থীদের। করোনাকালে আইসিএসই এবং আইএসসি পরীক্ষা নিয়ে একাধিক বিধি নিষেধের কথাও বলেছে বোর্ড। তিনি বলেন, জুনের মাঝামাঝি সময়ে পরীক্ষা শেষ হওয়ার পরে ফলাফল প্রকাশিত হবে আগামী জুলাইয়ে।
আরও পড়তে পারেন: জয়েন্ট এনট্রান্স মেন ২০২১-এর ফেব্রুয়ারি সেশনের ফল প্রকাশিত
শিক্ষা ও কেরিয়ার
ICSE And ISC Exams: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিল আইসিএসই বোর্ড
পরীক্ষার নতুন তারিখ জুন মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে।


খবরঅনলাইন ডেস্ক: দেশ জুড়ে করোনা সংক্রমণ আবার বাড়তে থাকায় আইসিএসই (ICSE) বোর্ড দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিল। পরীক্ষার নতুন তারিখ জুন মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশনস (CISCE)।
শুক্রবার বোর্ডের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “কোভিড পরিস্থিতিতে কড়া নজর রাখা হবে এবং ২০২১ সালের আইসিএসই ও আইএসসি (ISC) পরীক্ষা পিছিয়ে দেওয়ার ব্যাপারটি পর্যালোচনা কড়া হবে এবং পরীক্ষা গ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জুন মাসের প্রথম সপ্তাহে নেওয়া হবে।”
কোভিড পরিস্থিতির জেরে সিবিএসই তাদের দশম শ্রেণির পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করে দিয়েছে। সরকার যাতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার করেন সে জন্য দাবি তুলেছেন বহু ছাত্র, অভিভাবক, রাজনৈতিক নেতা, এমনকি কিছু রাজ্যও।
যে পরীক্ষার সঙ্গে প্রায় ৩৫ লক্ষ ছাত্রের ভবিষ্যৎ জড়িত সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় গত বুধবার দুপুরে। সে দিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকেই সিবিএসই পরীক্ষা সম্পর্কে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বাদশের পরীক্ষা স্থগিত হলেও কবে তা নেওয়া হবে, সে বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি শিক্ষা মন্ত্রকের তরফে। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ১ জুন পরিস্থিতি পর্যালোচনা করে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, দশম শ্রেণির পড়ুয়াদের স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে পরের শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। যদি কোনো ছাত্র বা ছাত্রী অভ্যন্তরীণ মূল্যায়নে সন্তুষ্ট না হয় তা হলে পরীক্ষায় বসতে পারবে। তবে সেই পরীক্ষা নেওয়া হবে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর।
আরও পড়ুন: Bengal Corona Update: প্রতি একশো টেস্টে পজিটিভ হচ্ছেন ১৭ জন, কলকাতায় আক্রান্ত ১৮৪৪
শিক্ষা ও কেরিয়ার
CBSE Exam 2021: দশম শ্রেণির পরীক্ষা বাতিল করল সিবিএসই, স্থগিত দ্বাদশের পরীক্ষা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শিক্ষামন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।


খবর অনলাইন ডেস্ক: বাতিল হল সিবিএসই (CBSE)-র দশম শ্রেণির পরীক্ষা, আপাতত স্থগিত দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শিক্ষামন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১ জুন কোভিড পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি কেন্দ্রের কাছে পরীক্ষা স্থগিতের আবেদন করেছিলেন। তিনি বলেন, সারাদেশে কোভিড-১৯-এর ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে সিবিএসই পরীক্ষার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত।
বর্তমান পরিস্থিতিতে প্রায় সমস্ত রাজ্যই বোর্ড পরিচালনা নিয়ে অনীহা প্রকাশ করে। দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র-সহ অন্যান্য রাজগুলি জানিয়ে দেয়, এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হল পরীক্ষার্থীরা সংকটে পড়বে।
শিক্ষামন্ত্রকের বিবৃতিতে এ দিন জানানো হয়, “দশম শ্রেণির বোর্ডের ফলাফল বোর্ড নিজস্ব মানদণ্ডের ভিত্তিতে নির্ধারণ করবে। স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে পরের শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। যে পরীক্ষার্থী এই মানদণ্ডের ভিত্তিতে তাঁর জন্য বরাদ্দকৃত নম্বরে সন্তুষ্ট হবে না, তাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তবে পরীক্ষা পরিচালনার অনুকূল পরিবেশেই তা প্রযোজ্য হবে”।
১ জুন পরিস্থিতি পর্যালোচনা করে দ্বাদশ শ্রেণির পরীক্ষার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তবে যে দিনই পরীক্ষা হোক না কেন, দু’সপ্তাহ আগে তা ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা আগামী ৪ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। সিবিএসই জানিয়েছিল, দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ৪ মে। পরীক্ষা শেষ হবে ৭ জুন। অন্য দিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ৪ মে। পরীক্ষা শেষ হবে ১১ জুন।
আরও পড়তে পারেন: ICCR Scholarship: ভারতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন আহ্বান
বাংলাদেশ
ICCR Scholarship: ভারতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন আহ্বান
আগামী ৩০ এপ্রিলের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।


ঋদি হক: ঢাকা
প্রতি বারের মতো এ বারও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার ঘোষণা করেছে। এ জন্য আগামী ৩০ এপ্রিলের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
ঢাকার ভারতীয় হাইকমিশনের তরফে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতের বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য মেধাবী বাংলাদেশি নাগরিকরা এ সুবিধা পাবেন। তবে আবেদন করতে হবে মেডিসিন, প্যারামেডিক্যাল, ফ্যাশন কোর্স বাদ দিয়ে।
আবেদন করার জন্য প্রার্থীদের আইসিসিআর-এর http://a2ascholarships.iccr.gov.in লিংকে গিয়ে লগ-ইন করে আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে। এর পর আবেদন করতে হবে।
১৮ থেকে ৩০ বছর বয়সি বাংলাদেশি নাগরিকরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিই/বিটেক কোর্সের প্রার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন বিষয় থাকা বাধ্যতামূলক। প্রত্যেক শিক্ষার্থীকে হোস্টেলে থাকতে হবে। পরিবার অথবা স্বাস্থ্যগত কারণে দেখিয়ে ক্যাম্পাসের বাইরে থাকার কোনো সুযোগ নেই।
আবেদনকারীরা তাদের পছন্দ অনুসারে পাঁচটি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। ইংরেজিতে দক্ষতা প্রমাণের জন্য শিক্ষার্থীদের ৫০০ শব্দে ইংরেজিতে প্রবন্ধ লিখতে হবে। তবে কেউ চাইলে আইইএলটিএস বা টিওএফইএল স্কোরও ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য জমা দিতে পারবেন। এই কোর্সের জন্য আইইএলটিএস বা টিওএফইএল বাধ্যতামূলক নয়।
শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র জমা দিতে হবে। বাংলায় থাকলে তা ইংরেজিতে অনুবাদ করে জমা দিতে হবে। অনুবাদ করা ছাড়া কোনো কাগজপত্র গ্রহণযোগ্য হবে না।
বাধ্যতামূলক ভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপির বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের স্বাস্থ্যবীমা করতে হবে।
আইসিসিআর-এর বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে, ভারতীয় হাইকমিশনের শিক্ষা শাখায় – প্লট নম্বর: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা ১২১২। ফোন নম্বর: ৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন ১০৯৬/১১১২, ই-মেল: [email protected]
-
রাজ্য2 days ago
স্বাগত ১৪২৮, জীর্ণ, পুরাতন সব ভেসে যাক, শুভ হোক নববর্ষ
-
কলকাতা1 day ago
মাস্ক থাকলেও কালীঘাট-দক্ষিণেশ্বরে শারীরিক দুরত্ব চুলোয়, গা ঘেষাঘেঁষি করে হল ভক্ত সমাগম
-
রাজ্য2 days ago
Bengal Polls 2021: ভয়াবহ কোভিড সংক্রমণের মধ্যে কী ভাবে ভোট, শুক্রবার জরুরি সর্বদল বৈঠক ডাকল কমিশন
-
কোচবিহার2 days ago
Bengal Polls 2021: শীতলকুচির গুলিচালনার ভিডিও প্রকাশ্যে, সত্য সামনে এল, দাবি তৃণমূলের