Homeশিক্ষা ও কেরিয়াররাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থায় কাজের সুযোগ, ৯ শূন্যপদের জন্য কীভাবে করবেন আবেদন

রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থায় কাজের সুযোগ, ৯ শূন্যপদের জন্য কীভাবে করবেন আবেদন

প্রকাশিত

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডিতে কাজের সুযোগ। ৯টি শূন্যপদ। ১০ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে – https://recruitment-cidwb.in/application/form। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।

আবেদনপত্র পূরণ করতে হবে সঠিক ভাবে। আবেদনকারীকে পাসপোর্ট সাইজের ছবি, সই, আধার কার্ডের প্রতিলিপি, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্রের স্ক্যান করা প্রতিলিপি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার পর কনফার্মেশন পেজের প্রিন্ট-আউট ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। পরীক্ষার জন্য আলাদা করে কোনো ফি জমা দিতে হবে না। স্ক্রিনিং টেস্ট, প্রফিশিয়েন্সি টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। সিআইডির তরফে জারি করা কল লেটার ছাড়া পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষার দিন কল লেটারের প্রিন্ট আউট আর সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। সমস্ত কিছু জানানো হবে সিআইডির ওয়েবসাইট (https://cid.wb.gov.in) মারফত। তাই বিশদ তথ্যের জন্য নজর রাখতে হবে ওয়েবসাইটের দিকে। প্রতিটি পদের জন্যই মাসে বেতন মিলবে দেড় লাখ টাকা করে।

কী কী পদে নিয়োগ

মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে GASF, IACIS সার্টিফায়েড মোবাইল ডিভাইস এগজামিনার হিসাবে।

নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ১টি

নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GNFA, Network+, CCIE, CCNA, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ১টি

ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি সংক্রান্ত বিষয় সম্যকজ্ঞান থাকতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GCFA, CHFI, CEH, GREM, CISSP, GCFE, GNFA, OSCP, OSEE, OSCE, CREST বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Comp TIA Cloud Essentials, GCFA, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ক্রিপ্টো অ্যানালিস্টস পদ – ১টি

ক্রিপ্টো অ্যানালিস্টস পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। CEH, OSCP বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ডিস্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

ডিস্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GASF, IACIS certified Mobile device examiner, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে। Falcon, TX1, FTK, En Case প্রভৃতি টুল ব্যবহার করার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন

সাম্প্রতিকতম

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

ইরানে মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ৯০ ডলার, চরম সঙ্কটে পড়তে পারে ভারত।

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

আরও পড়ুন

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ডব্লুবিসিএস পরীক্ষার নতুন সিলেবাসে ফিরল পুরনো পদ্ধতি, ভাষা পছন্দের সুযোগ থাকছে পরীক্ষার্থীদের

ডব্লুবিসিএস পরীক্ষার প্রিলিমিনারি ও মেইন— দুই পর্যায়েই ফিরল পুরনো প্যাটার্ন। বাধ্যতামূলক ভাষা পরীক্ষায় বাংলা-নেপালি ছাড়াও থাকছে হিন্দি, উর্দু ও সাঁওতালি ভাষা বেছে নেওয়ার সুযোগ।

ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়ে বড় পরিবর্তন, SRFTI দেবে MFA ডিগ্রি, শুরু হবে স্নাতক পাঠ্যক্রমও

SRFTI-তে এবার থেকে ডিপ্লোমার বদলে মিলবে MFA ডিগ্রি। ১২টি বিভাগে স্নাতকোত্তর কোর্স শুরু হচ্ছে এই শিক্ষাবর্ষেই। আগামী বছর থেকে চালু হতে পারে স্নাতক কোর্স।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে