ওয়েবডেস্ক: ২৫০ জনকে নিয়োগ করবে কলকাতা পুলিশ৷ আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি৷
কর্মী নিয়োগ করা হবে:
- কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চ
- কলকাতা হোমগার্ড অর্গানাইজেশন
- নর্থ অ্যান্ড নর্থ সাবার্বান ডিভিশন
- ইস্টার্ন সাবার্বান পদে
কোন পদে কত শূন্য পদ:
- কলকাতা পুলিশের ওয়্যারলেস ব্রাঞ্চে – ৬০ জন
- কলকাতা হোম গার্ড অর্গানাইজেশনে – ১০০ জন
- নর্থ অ্যান্ড নর্থ সাবার্বান ডিভিশনে – ৫০ জন
- ইস্টার্ন সাবার্বান ডিভিশনে – ৪০ জন৷
আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য:
আরও পড়ুন – প্যান নম্বর দিয়ে কী ভাবে অনলাইনে এনপিএস অ্যাকাউন্ট খুলবেন? জেনে নিন বিশদে
- আবেদন করতে পারেন নারী-পুরুষ উভয়েই।
- আবেদন করা যাবে অষ্টম শ্রেণি পাশ হলেই৷
- ১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী ২০ বছর থেকে ৬০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷
- অগ্রাধিকার পাবেন এনসিসি-র সঙ্গে যুক্ত থাকা আবেদনকারীরা ।
- আবেদনকারীকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে৷
- আবেদন করতে পারবেন কলকাতা পুলিশের আওতাধীন বাসিন্দারাই ৷
- অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতরা আবেদন করলেও চাকরি পাবেন না৷
- ২৩ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নিয়োগ করা হবে।
ইন্টারভিউ কবে হবে তার দিন জানা যাবে ওয়েবসাইটে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।