১ মার্চ (শনিবার) থেকে সারা দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৬ টাকা বেড়ে গেল। এর ফলে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১,৭৯৭ টাকা থেকে বেড়ে ১,৮০৩ টাকা হয়েছে। তবে, ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম গত বছরের আগস্ট মাস থেকে অপরিবর্তিত রয়েছে।
গত পাঁচ বছরে সবচেয়ে কম বৃদ্ধি
এ বছর মাত্র ৬ টাকার বৃদ্ধি গত পাঁচ বছরে ১ মার্চের মধ্যে সবচেয়ে কম। তুলনামূলকভাবে, মার্চ ২০২৩-এ প্রতি সিলিন্ডারে ৩৫২ টাকার বড় বৃদ্ধি হয়েছিল। যদিও এবারের বাজেট ঘোষণার সময় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারে ৭ টাকা কমানো হয়েছিল, সাম্প্রতিক মূল্যবৃদ্ধি সেই সুবিধা তুলে নিয়েছে।
নতুন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম – শহরভিত্তিক তালিকা
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)-এর তথ্য অনুযায়ী, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হল:
দিল্লি – ১,৮০৩ (আগে ছিল ১,৭৯৭) টাকা
কলকাতা – ১,৯১৩ (আগে ছিল ১,৯০৭) টাকা
মুম্বই – ১,৭৫৫.৫০ (আগে ছিল ১,৭৪৯.৫০) টাকা
চেন্নাই – ১,৯৬৫.৫০ (আগে ছিল ১,৯৫৯.৫০) টাকা
ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে অপরির্তিত
বাণিজ্যিক এলপিজির দাম বাড়লেও, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। ১ মার্চ ২০২৫ অনুযায়ী, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম শহরভিত্তিক নিম্নরূপ:
দিল্লি – ৮০৩ টাকা
কলকাতা – ৮২৯ টাকা
মুম্বই – ৮০২.৫০ টাকা
চেন্নাই – ৮১৮.৫০ টাকা
লখনউ – ৮৪০.৫০ টাকা