কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) সিটেট বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET) নেয়। ২০২৪-এর সিটেট পরীক্ষা হবে আগামী ১ ডিসেম্বর।
ওইদিন ২টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রের (পেপার ২) পরীক্ষা হবে বেলা আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত আর দ্বিতীয় পত্রের (পেপার ২) পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
যাঁরা পরীক্ষায় বসতে আগ্রহী তাঁরা এখনই অনলাইনে আবেদন করতে পারেন অফিশিয়াল ওয়েব পোর্টাল ctet.nic.in মারফত। আবেদন করা যাবে ১৬ অক্টোবর রাত ১১.৫৯ পর্যন্ত।
পরীক্ষার নির্ঘণ্ট
পরীক্ষার দিন অর্থাৎ ১ ডিসেম্বর পরীক্ষাকেন্দ্র খুলে যাবে পরীক্ষা শুরুর ১২০ মিনিট আগে। অর্থাৎ সকালের শিফটে পেপার ২-এর পরীক্ষার জন্য পরীক্ষাকেন্দ্র খুলে যাবে সকাল সাড়ে ৭টায় এবং বিকেলের শিফটে পেপার ১-এর পরীক্ষার জন্য পরীক্ষাকেন্দ্র খুলে যাবে বেলা সাড়ে ১২টায়। পরীক্ষার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পেপার-২ এর পরীক্ষার জন্য সকাল সাড়ে ৯টার পর আর পেপার ১-এর পরীক্ষার জন্য বেলা আড়াইটের পর কেউ পরীক্ষা কেন্দ্রে এলে তাঁকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না বলে সিবিএসই-র তরফে বলা হয়েছে।
কীভাবে অনলাইনে আবেদন করবেন
সিটেট পরীক্ষায় বসার জন্য নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে যান ctet.nic.in-এ। ‘apply online’ লিঙ্কে ক্লিক করুন। স্ক্রিনে নতুন উইনডো খুলে গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করুন। এরপর আবেদনপত্র পূরণ করুন। নথিপত্র আপলোড করুন। আবেদনমূল্য জমা দিন। নিজের স্ক্যান করা ছবি ও সই অবশ্যই জমা দিতে হবে। সাবমিট করুন। কনফার্মেশন পেজের প্রিন্ট আউট নিয়ে রাখবেন।
আবেদনমূল্য কত
জেনারেল বা ওবিসি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে একটা পেপারের জন্য ১ হাজার টাকা দিতে হবে। ২টো পেপারের জন্য ১২০০ টাকা লাগবে। তফশিলি জাতি ও উপজাতি ও শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে একটা পেপারের জন্য ৫০০ টাকা আর ২টো পেপারের জন্য দিতে হবে ৬০০ টাকা।
অন্যান্য প্রয়োজনীয় তথ্য
পরীক্ষা সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেখে নিন ctet.nic.in-এ। ওই ওয়েবসাইটে গিয়ে INFORMATION BULLETIN (PDF) ডাউনলোড করে নিন। ওই বুলেটিনে সব তথ্য এবং পরীক্ষার সিলেবাসও পেয়ে যাবেন।
আরও পরীক্ষা
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি