Homeশিক্ষা ও কেরিয়ার১ ডিসেম্বরের বদলে সিবিএসই-র সিটেট পরীক্ষা (CTET) ১৫ ডিসেম্বর, ওই দিনেই রাজ্যের...

১ ডিসেম্বরের বদলে সিবিএসই-র সিটেট পরীক্ষা (CTET) ১৫ ডিসেম্বর, ওই দিনেই রাজ্যের সেট পরীক্ষা (SET)

প্রকাশিত

প্রথমে ঠিক ছিল ১ ডিসেম্বর হবে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট বা সিটেট পরীক্ষা (CTET)। নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) জানিয়েছে ১ ডিসেম্বর নয় ২০তম সিটেট পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর। অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষা পিছিয়ে গেল। প্রশাসনিক কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে সিবিএসই।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরিতে নিয়োগের জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) সিটেট বা নেয়।

এদিকে পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশন ২৬তম স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা (SET) নেবে আগামী ১৫ ডিসেম্বর। সেট পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। ২টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ একই দিনে পড়ছে সিটেট ও সেট পরীক্ষা।

সেট পরীক্ষার জন্য ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে। ডিসেম্বরে পরীক্ষা হলেও আগেভাগেই সেট পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। সেট পরীক্ষার সুরক্ষা নিশ্ছিদ্র করতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে কমিশন, যাতে পরীক্ষায় কোনোরকম কারচুপি হলেই তা সহজে ধরা যায়। এমনই জানিয়েছিলেন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর।

২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বার সেট পরীক্ষা হয়েছে। গত এক দশকে সেট পরীক্ষায় পাশ করেছেন ২৭,৫০৪ জন। এ বছর ৩৩টি বিষয় সেট পরীক্ষা হবে। ১৫ ডিসেম্বর ২টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। প্রথম পত্রের পূর্ণ মান ১০০। ৫০টি ২ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। এক ঘণ্টার পরীক্ষা। জেনারেল টিচিং ও রিসার্চের গভীরতা যাচাই করা হবে। সাধারণ জ্ঞান ও চিন্তাধারার ওপর প্রশ্ন থাকবে। দ্বিতীয় পত্রে বিষয়ভিত্তিক ১০০টি ২ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। ২ ঘণ্টার পরীক্ষা হবে।

এদিকে আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে সিবিএসই জানিয়েছিল আগামী ১ ডিসেম্বর ২টি শিফটে সিটেট পরীক্ষা হবে। সিবিএসই-র সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা ১ ডিসেম্বরের বদলে ১৫ ডিসেম্বর নেওয়া হবে। বাকি সবকিছু অপরিবর্তিত আছে। পরীক্ষার রেজিস্ট্রেশন ও আবেদনমূল্যে কোনো বদল হয়নি। আর পরীক্ষার সময়সূচিও একই আছে। অর্থাৎ পেপার ১-এর পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর বেলা আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত আর পেপার ২-এর পরীক্ষা হবে ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। সিটেট পরীক্ষার সব প্রশ্ন মাল্টিপল চয়েজভিত্তিক হবে। ১৫ ডিসেম্বর ১৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

যাঁরা পরীক্ষায় বসতে আগ্রহী তাঁদের ১৬ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েব পোর্টাল ctet.nic.in মারফত। পরীক্ষার নিয়মাবলি, আবেদন করার পদ্ধতি এবং আবেদনমূল্য সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে হলে দেখুন – ১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

পরীক্ষা সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেখে নিন ctet.nic.in-এ। ওই ওয়েবসাইটে গিয়ে INFORMATION BULLETIN (PDF) ডাউনলোড করে নিন। ওই বুলেটিনে সব তথ্য এবং পরীক্ষার সিলেবাসও পেয়ে যাবেন।

আরও পড়ুন

প্রায় ১ বছর পর ক্যাম্পাসে নিয়োগ শুরু করল ভারতের আইটি কোম্পানিগুলি, তবে চাহিদার ক্ষেত্রে এসেছে বদল

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৪: শনিবার বিকেল ৫টায় রেজিস্ট্রেশন শুরু, কী ভাবে আবেদন করবেন

কর্পোরেট বিষয়ক মন্ত্রক (MCA) পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৪ (PM Internship Scheme 2024)-এর জন্য রেজিস্ট্রেশন...

পশ্চিমবঙ্গ পুলিশে ৫৪ শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

পুজোর শুরুতে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পুলিশে ৫৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। সফটওয়্যার...

২৫ সেপ্টেম্বর উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ, এসএসসি ভবন অভিযানের দিনেই স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের এসএসসি ভবন অভিযানের দিনেই জানিয়ে দেওয়া হল আগামী বুধবার (২৫ সেপ্টেম্বর)...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত